Durga Puja 2021 | Resto Puja 2021: পুজোয় একদিন নির্ভেজাল চাইনিজ খেতে চান? এই রেস্তোরাঁতেই রয়েছে একঝাঁক আনকোরা ডিশ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Durga Puja 2021 | Resto Puja 2021: কথায় আছে মাছে ভাতে বাঙালি। কিন্তু পুজোর সময়ে বাঙালি চাইনিজ, জাপানিজ, কন্টিনেন্টাল সব নিয়েই পরীক্ষানিরীক্ষা করতে এক পায়ে রাজি।
#কলকাতা: বাঙালির পুজোয় (Durga Puja 2021) পেট পুজো হবে না তা কী হয়! পুজোর পাঁচ দিন ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে মণ্ডপে বসে আড্ডার সঙ্গে তাই পঞ্চব্যঞ্জনে রসনাতৃপ্তি চাই-ই চাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি। কিন্তু পুজোর সময়ে বাঙালি চাইনিজ, জাপানিজ, কন্টিনেন্টাল সব নিয়েই পরীক্ষানিরীক্ষা করতে এক পায়ে রাজি। আর সারা বছর ভাত, ডাল, মাছের ঝোল খেয়ে এই পাঁচটা দিন (Durga Puja 2021) স্বাদ পরিবর্তন করতে কে না ভালোবাসে!
কলকাতার চাইনিজ রেস্তোরাঁগুলির প্রসঙ্গ এলেই উঠে আসে 'চাউম্যান'-এর নাম। একেবারে নিখাদ চাইনিজ খাবার এই রেস্তোরাঁয় বাঙালির কাছে সহজলভ্য। পুজোর (Durga Puja 2021) সময়েও এই রেস্তোরাঁয় (Resto Puja 2021) রয়েছে স্পেশাল মেন্যু। একঘেঁয়েমি কাটিয়ে যাঁরা নতুন খাবার চেখে দেখতে পছন্দ করেন তাঁরা পৌঁছে যেতে পারেন শহরের যে কোনও একটি চাউম্যান-এ।

advertisement
advertisement
পুজো স্পেশাল (Resto Puja 2021) থাকছে সিফুড স্যুপ, ক্র্যাব (কাঁকড়া) মিট স্যুপ উইথ এগ ড্রপস অ্যান্ড চিলিজ, টম ইয়াম স্যুপ। স্টার্টার্স-এ রয়েছে স্লাইসড চিকেন ইন শিজওয়ান স্টাইল, পেপার গার্লিক প্রন, ড্রামস অফ হেভেন (থাই স্টাইল), পেপার গার্লিক চিকেন, ভেজ স্প্রিং রোল। চমক রয়েছে মেন কোর্সেও। খাদ্যরসিকদের জন্য থাকছে থাই স্টাইলড মিক্সড নুডলস, ফিশ ইন ডেভিলস সস, চিকেন ইন চিলি ওয়াইন, হুনান ফিশ, বাটার গার্লিক প্রন, মাউন্টেন চিলি ক্র্যাব ক্লস, রোস্টেড লেমন পোর্ক, প্রন ইন রেড কারি, ফিশ ইন চিলি মাস্টার্ড সস। ডেজার্টে থাকছে ক্রাঞ্চি চোকো বলস উইথ আইস ক্রিম, টফি ওয়ালনাট উইথ আইসক্রিম ইত্যাদি।
advertisement

সব মিলিয়ে দুজনের জন্য ৮০০ টাকা খরচ হবে। পুজো উপলক্ষে ১১-১৫ অক্টোবর পর্যন্ত চাউম্যান-এর প্রতিটি আউটলেট খোলা থাকছে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত। মহামারীর কথা মাথায় রেখে কোভিড বিধিতেও নজর রেখেছে এই রেস্তোরাঁ। নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে এবং থার্মাল চেকিং হচ্ছে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 2:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021 | Resto Puja 2021: পুজোয় একদিন নির্ভেজাল চাইনিজ খেতে চান? এই রেস্তোরাঁতেই রয়েছে একঝাঁক আনকোরা ডিশ