Listening to songs loudly using earbuds: ঘণ্টার পর ঘণ্টা কানে গোঁজা earbud? খুব সাবধান! এই ভিডিও দেখলে ভুল শুধরে নেবেন আপনিও!

Last Updated:

Listening to songs loudly using earbuds: ব সময় ইয়ারবাড কানে গুঁজে গান শুনলে ভয়াবহ ক্ষতি হতে পারে, জানেন কী? নষ্ট হয়ে যেতে পারে শ্রবণশক্তিও। আপনিও যদি ভাবছেন এটি কী ভাবে কানের ক্ষতি করে, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে।

ঘণ্টার পর ঘণ্টা কানে গোঁজা earbud? খুব সাবধান! এই ভিডিও দেখলে ভুল শুধরে নেবেন আপনিও!
ঘণ্টার পর ঘণ্টা কানে গোঁজা earbud? খুব সাবধান! এই ভিডিও দেখলে ভুল শুধরে নেবেন আপনিও!
কলকাতা: রাস্তায়, ট্রেনে, অফিসে, বাসে যাতায়াতের  সময়, সর্বত্র কানে ইয়ারবাড (Earbud)  গোঁজা লোকদের দেখতে পাবেন। যখন থেকে ওয়্যারলেস ইয়ারবাডগুলি সাধারণ হয়ে উঠেছে, সবাই সেগুলি আরও বেশি ব্যবহার করা শুরু করেছে। কিন্তু সব সময় ইয়ারবাড কানে গুঁজে গান শুনলে ভয়াবহ ক্ষতি হতে পারে, জানেন কী? নষ্ট হয়ে যেতে পারে শ্রবণশক্তিও। আপনিও যদি ভাবছেন এটি কীভাবে কানের ক্ষতি করে, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে।
সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট @Rainmaker1973-এ একটি ভিডিও পোস্ট করা হয়েছে যাতে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হয়েছে যে দীর্ঘ সময় ধরে ইয়ারবাড পরা এবং জোরে কিছু শোনার কী প্রভাব পড়ে। ভিডিওটি এর আগে জ্যাক ডি ফিল্মস নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে, ইয়ারবাড কানে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইব্রেশন হতে দেখা যায়।
advertisement
advertisement

ইয়ারবাড দিয়ে উচ্চ ভলিউমে গান শোনা বিপজ্জনক!

চিকিৎসকরা জানান, আমরা যদি ইয়ারবাডের মাধ্যমে উচ্চস্বরে শব্দ শুনি, তবে সেই শব্দ আমাদের কানের ভিতরের খুব ছোট লোমগুলি দ্রুত কাঁপাতে শুরু করে। যখন এই রোমগুলি দীর্ঘ সময়ের জন্য দ্রুত গতিতে কাঁপে, তখন সেগুলি হয় ভাঙতে শুরু করে বা শুকিয়ে যায়। এটি স্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস করতে পারে। এই চুলের কোষগুলি আবার বৃদ্ধি পেতে পারে না। বেশি সময় ধরে গান শোনার ফলে টিনিটাস নামক রোগ হয়। এই রোগে একজন মানুষ স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের শব্দ শুনতে শুরু করে।
advertisement
কানের এই ভিডিওটি ভাইরাল হচ্ছে সম্প্রতি। এটি 2 কোটিরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছিলেন, “সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা সম্ভবত এরও একটি প্রতিকার খুঁজে পাবেন।” একই সঙ্গে আর একজন বলেন, “আমরা যখন আমাদের কানে ইয়ারবাড রাখি, তখন অনেক বিপজ্জনক ব্যাকটেরিয়াও ঢুকে যায়।” কেউ কেউ জানান, তাঁরা টিনিটাসের জন্য থেরাপি নিচ্ছেন, এই কারণে অন্যদেরও কানের যত্ন নেওয়া উচিত।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Listening to songs loudly using earbuds: ঘণ্টার পর ঘণ্টা কানে গোঁজা earbud? খুব সাবধান! এই ভিডিও দেখলে ভুল শুধরে নেবেন আপনিও!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement