#কলকাতা: নিয়মিত গণেশ পুজো করুন কাটবে অচলাবস্থা ৷ গণেশকে বলা হয় সিদ্ধিদাতা অর্থাৎ যে কোনও কাজে যাওয়ার আগে যদি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করা যায় তাহলে কাটবে অনেক নানা ধরণের বাধা-বিপত্তি ৷ যে কোনও কাজ একমাত্র সিদ্ধ করতে পারেন একমাত্র তিনি ৷ পুরাণ মতে ভগবান গণেশ হলেন সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবতা ৷
ভগবান শিব ও মা দুর্গার সন্তান গণেশ বিশেষ আশীর্বাদপ্রাপ্ত ৷ একবার মামা শনিদেবের সামনে এসে যাওয়াতে মাতা উড়ে গিয়েছিল তাঁর পরে এক শ্বেত হস্তির মাথা ধারণ করে পুনারায় নতুন করে জীবন শুরু করেছিলেন তিনি ৷ ভাগ্নের ওপর এমন এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই গণেশ এই আশীর্বাদ পেয়েছিলেন যে কোনও পুজো করার আগে ওমঃ গণেশায় নমোঃ বলতেই হবে ৷ না হলে পুজো সম্পন্ন হবেনা ৷ এরপর থেকেই যে কোনও পুজোর আগে গণেশ পুজো না করলে সেই পুজো সম্পন্ন হয়না ৷
গণেশ পুজো করতে হলে প্রাথমিক কিছু নিয়ম মানলেই চলবে ৷ যেহেতু গণেশকে সিদ্ধিদাতা বলা হয়ে থাকে তাই আমাদের প্রধান ঘরের দরজার ওপরে গণেশের ছবি রাখতে হবে তাই যে কোনও কাজে যাওয়ার সময়ে সিদ্ধিদাতার আশীর্বাদ নিয়েই যেতে পারেন ৷ গণেশ একটু খেতে ভালবাসেন তাই লাড্ডু, ক্ষীর, ফলমূল ইত্যাদি দিয়ে পুজো দিতে পারেন ৷ তবে পুজোর আয়োজনে কখনই তুলসিপাতা রাখবেন না ৷ তুলসিপাতা দিয়ে গণেশপুজো হয়না ৷ কেননা তুলসি ভগবান নারাণয়ের একনিষ্ঠ পূজারিণী ৷
সেই তুলসিই একবার গণেশকে বিয়ে করতে চেয়েছিলেন উত্তরে গণেশ বলেছিলেন আমার মায়ের (মা দুর্গা) মত কোনও দিন তুমি তহে পারবে কি ? আমি তাকেই বিয়ে করব যে আমার মায়ের মত সবদিক এক হাতে সামলাতে পারবে ৷ বলে তীব্র রোষানলে তুলসিকে ভষ্ম করতে উদ্যত হয়েছিলেন কিন্তু তুলসি ভগবান নারায়ণের আশীর্বাদধন্য হওয়ায় বেঁচে গিয়েছিলেন ৷ তখন প্রবল অপমানে অপমানিত হয়ে তুলসি গণেশকে বলেছিলেন তাঁর মত সুন্দরী ও রূপে গুণে সম্পূর্ণা নারীকে প্রত্যাখানের ফল তাঁকে পেতে হবে ৷ সেই থেকেই তুলসি ও গণেশের মধ্যে বেড়েছে দূরত্ব ৷
গণেশের পুজো করতে তুলসি পাতার নয়, একদমই নয় ৷ তুলসির বদলে বেলপাতা রাখুন ৷ প্রতিদিনই পুজো করতে পারেন গণেশের তবে মঙ্গলবার গণেশ পুজোয় বিশেষ ভাবে উপকৃত হতে পারেন ৷ মাথা রুমাল বা পরিচ্ছন্ন কাপড় দিয়ে আবৃত রাখবেন পুজোর সময়ে ৷ জ্বালবেন ধূপ, প্রদীপ ৷ এই ভাবেই পুজো করুন, রাখুন বিশ্বাস আপনিই হবেন চিরসুখী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Holyness, Lord Ganesh, Process, Worship