তুলসি পাতা গণেশ পুজোয় দরকার হয়না . . .আপনার জানা আছে কি ?

Last Updated:

নিয়মিত গণেশ পুজো করুন কাটবে অচলাবস্থা ৷ গণেশকে বলা হয় সিদ্ধিদাতা অর্থাৎ যে কোনও কাজে যাওয়ার আগে যদি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করা যায় তাহলে কাটবে অনেক নানা ধরণের বাধা-বিপত্তি ৷

#কলকাতা: নিয়মিত গণেশ পুজো করুন কাটবে অচলাবস্থা ৷ গণেশকে বলা হয় সিদ্ধিদাতা অর্থাৎ যে কোনও কাজে যাওয়ার আগে যদি সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করা যায় তাহলে কাটবে অনেক নানা ধরণের বাধা-বিপত্তি ৷ যে কোনও কাজ একমাত্র সিদ্ধ করতে পারেন একমাত্র তিনি ৷ পুরাণ মতে ভগবান গণেশ হলেন সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবতা ৷
ভগবান শিব ও মা দুর্গার সন্তান গণেশ বিশেষ আশীর্বাদপ্রাপ্ত ৷ একবার মামা শনিদেবের সামনে এসে যাওয়াতে মাতা উড়ে গিয়েছিল তাঁর পরে এক শ্বেত হস্তির মাথা ধারণ করে পুনারায় নতুন করে জীবন শুরু করেছিলেন তিনি ৷ ভাগ্নের ওপর এমন এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেই গণেশ এই আশীর্বাদ পেয়েছিলেন যে কোনও পুজো করার আগে ওমঃ গণেশায় নমোঃ বলতেই হবে ৷ না হলে পুজো সম্পন্ন হবেনা ৷ এরপর থেকেই যে কোনও পুজোর আগে গণেশ পুজো না করলে সেই পুজো সম্পন্ন হয়না ৷
advertisement
গণেশ পুজো করতে হলে প্রাথমিক কিছু নিয়ম মানলেই চলবে ৷ যেহেতু গণেশকে সিদ্ধিদাতা বলা হয়ে থাকে তাই আমাদের প্রধান ঘরের দরজার ওপরে গণেশের ছবি রাখতে হবে তাই যে কোনও কাজে যাওয়ার সময়ে সিদ্ধিদাতার আশীর্বাদ নিয়েই যেতে পারেন ৷ গণেশ একটু খেতে ভালবাসেন তাই লাড্ডু, ক্ষীর, ফলমূল ইত্যাদি দিয়ে পুজো দিতে পারেন ৷ তবে পুজোর আয়োজনে কখনই তুলসিপাতা রাখবেন না ৷ তুলসিপাতা দিয়ে গণেশপুজো হয়না ৷ কেননা তুলসি ভগবান নারাণয়ের একনিষ্ঠ পূজারিণী ৷
advertisement
advertisement
সেই তুলসিই একবার গণেশকে বিয়ে করতে চেয়েছিলেন উত্তরে গণেশ বলেছিলেন আমার মায়ের (মা দুর্গা) মত কোনও দিন তুমি তহে পারবে কি ? আমি তাকেই বিয়ে করব যে আমার মায়ের মত সবদিক এক হাতে সামলাতে পারবে ৷ বলে তীব্র রোষানলে তুলসিকে ভষ্ম করতে উদ্যত হয়েছিলেন কিন্তু তুলসি ভগবান নারায়ণের আশীর্বাদধন্য হওয়ায় বেঁচে গিয়েছিলেন ৷ তখন প্রবল অপমানে অপমানিত হয়ে তুলসি গণেশকে বলেছিলেন তাঁর মত সুন্দরী ও রূপে গুণে সম্পূর্ণা নারীকে প্রত্যাখানের ফল তাঁকে পেতে হবে ৷ সেই থেকেই তুলসি ও গণেশের মধ্যে বেড়েছে দূরত্ব ৷
advertisement
গণেশের পুজো করতে তুলসি পাতার নয়, একদমই নয় ৷ তুলসির বদলে বেলপাতা রাখুন ৷ প্রতিদিনই পুজো করতে পারেন গণেশের তবে মঙ্গলবার গণেশ পুজোয় বিশেষ ভাবে উপকৃত হতে পারেন ৷ মাথা রুমাল বা পরিচ্ছন্ন কাপড় দিয়ে আবৃত রাখবেন পুজোর সময়ে ৷ জ্বালবেন ধূপ, প্রদীপ ৷ এই ভাবেই পুজো করুন, রাখুন বিশ্বাস আপনিই হবেন চিরসুখী ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
তুলসি পাতা গণেশ পুজোয় দরকার হয়না . . .আপনার জানা আছে কি ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement