রথের দিন এই কাজগুলি করুন, পুণ্য লাভ হবে
Last Updated:
#কলকাতা: আজ রথ। আষাঢ় মাসের শুক্ল পক্ষ দ্বিতীয়া তিথিতে মেতে উঠেছে গোটা দেশ ৷ পুরীর রথযাত্রা উৎসব তো গোটা বিশ্বে বিখ্যাত ৷ এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেই রথ টানার রীতি রয়েছে ৷ শ্রীরামপুরের মাহেশের রথ এবার ৬২২ বছরে পা দিল ৷ একই সঙ্গে কলকাতার ইস্কনের মন্দিরের রথের শোভাযাত্রা হয় নজরকাড়া ৷ তাছাড়া রথযাত্রার এই দিনটিকে অত্যন্ত পুণ্যবান দিন বলেই মনে করা হয় ৷ কথিত আছে রথযাত্রার দিন কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ ৷ লাভ হয় পুণ্যও ৷ জেনে নিন সেগুলি-
• গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ।
• গৃহপ্রবেশের মতোই ভিতপুজোর দিন হিসেবেও এই দিন অত্যন্ত শুভ। ইদানীং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বারোয়ারি দুর্গাপুজোর খুঁটিপুজোও এই দিন করা হয়।
advertisement
• রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পুণ্যলাভ হয়।
advertisement
• এই দিন দানধ্যান করুন। এতে অপরিসীম পুণ্য লাভ হয়।
• যে কোনও পুণ্য তিথিকে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। সেইমতো রথের দিনেও গঙ্গাস্নান করতে পারেন।
• জগন্নাথ মন্ত্র জপ করলেও পুণ্য হয়। মন্ত্রটি হল— জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2018 9:36 AM IST