#কলকাতা: আজ রথ। আষাঢ় মাসের শুক্ল পক্ষ দ্বিতীয়া তিথিতে মেতে উঠেছে গোটা দেশ ৷ পুরীর রথযাত্রা উৎসব তো গোটা বিশ্বে বিখ্যাত ৷ এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেই রথ টানার রীতি রয়েছে ৷ শ্রীরামপুরের মাহেশের রথ এবার ৬২২ বছরে পা দিল ৷ একই সঙ্গে কলকাতার ইস্কনের মন্দিরের রথের শোভাযাত্রা হয় নজরকাড়া ৷ তাছাড়া রথযাত্রার এই দিনটিকে অত্যন্ত পুণ্যবান দিন বলেই মনে করা হয় ৷ কথিত আছে রথযাত্রার দিন কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ ৷ লাভ হয় পুণ্যও ৷ জেনে নিন সেগুলি-
• গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ।
• গৃহপ্রবেশের মতোই ভিতপুজোর দিন হিসেবেও এই দিন অত্যন্ত শুভ। ইদানীং কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় বারোয়ারি দুর্গাপুজোর খুঁটিপুজোও এই দিন করা হয়।
• রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পুণ্যলাভ হয়।• এই দিন দানধ্যান করুন। এতে অপরিসীম পুণ্য লাভ হয়।
• যে কোনও পুণ্য তিথিকে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। সেইমতো রথের দিনেও গঙ্গাস্নান করতে পারেন।• জগন্নাথ মন্ত্র জপ করলেও পুণ্য হয়। মন্ত্রটি হল— জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ratha yatra, Ratha Yatra 2018, Ratha Yatra Festival, রথযাত্রা