Digha-Travel: নতুন বছরেই বদলে যাচ্ছে দিঘা! বেড়াতে আসার আগে অবশ্যই জানুন! বিরাট বদল

Last Updated:

Digha-Travel: নতুন বছর মানেই দিঘায় বহু মানুষের ভিড়! তবে এই নতুন বদল আপনাকে জানতেই হবে!

+
title=

পূর্ব মেদিনীপুর : প্রশাসনের একের পর এক উন্নয়নমূলক কর্মযজ্ঞে সেজে উঠেছে বাঙালির অত্যন্ত পছন্দের সমুদ্র পর্যটন কেন্দ্র দিঘা। জগন্নাথ মন্দির থেকে মেরিন ড্রাইভ, নতুন সাজানো গোছানো পার্কের পাশাপাশি সমুদ্রসৈকতে বিশ্ব বাংলা পার্কদিঘার মুকুটের ঐশ্বর্য হয়ে দাঁড়িয়েছে। তাই দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন বিশ্বমানের। নতুন বছরে আবারও বদলে যাবে দিঘা। দিঘায় এবার ডাইনোসর ও প্রত্নতাত্ত্বিক যুগের জীবজন্তু দেখতে পাবেন পর্যটকেরা। সৌজন্যে দিঘা বিজ্ঞান কেন্দ্র। দিঘায় নতুন বছরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে জুরাসিক পার্ক।দিঘায় নতুন বছরে জুরাসিক পার্ক! নতুন বছরে পর্যটকদের কাছে উপরি পাওনা হতে চলেছে জুরাসিক পার্ক।
দিঘা সায়েন্স সেন্টারে নতুন ভাবে গড়ে উঠছে জুরাসিক পার্ক। দিঘা সায়েন্স সেন্টারে প্রধান আকর্ষণ একসময় ছিল এই জুরাসিক পার্ক। এই জুরাসিক পার্ক আরও নব রূপে সেজে উঠছে নতুন বছরে। একদিকে যেমন বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডাইনোসর মডেল ওয়াক মুভমেন্ট করবে ও অন্যদিকে বিশেষ সাউন্ড সিস্টেমের মাধ্যমে ডাইনোসরের মুখ দিয়ে আওয়াজও প্রকাশ করা হবে। ডাইনোসর পার্ক নতুন ভাবে সেজে উঠছে।২০১০ সালে বিজ্ঞান কেন্দ্রের পিছনের অংশে একটি বড় জায়গা নিয়ে এই বিনোদন পার্ক চালু হয়। কিন্তু এই বিনোদন পার্ক পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এবার দিঘা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সেই পার্ক নতুনভাবে সংস্কার করা হচ্ছে পর্যটকদের জন্য।
advertisement
advertisement
ডাইনোসরের উৎপত্তি তার জীবন যাত্রা থেকে শুরু করে সবকিছুই লাইট অ্যান্ড সাউন্ড পদ্ধতি সাহায্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। পর্যটক এবং বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা দিঘা ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করার পাশাপাশি পার্কে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে।দিঘা সায়েন্স সেন্টার এর কিউরেটর নিরঞ্জন গুপ্তা বলেন, ‘জুরাসিক পার্কটি আমরা আবার নতুন করে সাজিয়ে তুলছি। পর্যটক ও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুনভাবে নতুন রূপে সেজে উঠছে এই পার্ক।’
advertisement
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালনায় সায়েন্স সেন্টারটি চলে। পর্যটকরা এখানে এলে বিজ্ঞানের বিভিন্ন দিক যেমন অবলোকন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে থ্রি ডি শো, সায়েন্স এর বিভিন্ন খেলা তারা দেখতে পাবেন। নিউ দিঘায়এই সায়েন্স সেন্টার অবস্থিত। বিশেষ এই জুরাসিক পার্ক গড়ে ওঠার খবরে খুশি পর্যটকেরাও।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha-Travel: নতুন বছরেই বদলে যাচ্ছে দিঘা! বেড়াতে আসার আগে অবশ্যই জানুন! বিরাট বদল
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement