ভয়াবহ ভাবে বাড়ছে ডেঙ্গি, কীভাবে বাঁচবেন ও কী কী খাবেন? জেনে নিন চিকিৎসকের মতামত
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
প্রথমত, ডেঙ্গিতে অ্যাডল্ট মশা মারার কোনও উপায় নেই । ডি.ডি.টি বা ব্লিচিং কোনও রকম রাসায়নিক দিয়েই এডিস মশাকে মারা সম্ভব নয় ।
#কলকাতা: যেভাবে ডেঙ্গি বাড়ছে, তাতে কীভাবে নিজেদের ডেঙ্গি থেকে বাঁচাবেন তা নিয়েই চিন্তিত প্রত্যেকে । এক্ষেত্রে সারাদিন মশারিতে বসে থাকা সম্ভব নয় । তাই ডেঙ্গি থেকে বাঁচতে মশারি ছাড়াও কী কী প্রতিকার আছে বা কী ধরণের বিধি নিষেধ মানলে ডেঙ্গু থেকে বাঁচা যেতে পারে সে বিষয়ে জানালেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক । কথা বললেন অনুলেখা কর ।
প্রশ্ন: যেভাবে ডেঙ্গি বাড়ছে তাতে কীভাবে নিজেকে বাঁচানো যেতে পারে ?
ড. বণিক: প্রথমত, ডেঙ্গিতে অ্যাডল্ট মশা মারার কোনও উপায় নেই । ডি.ডি.টি বা ব্লিচিং কোনও রকম রাসায়নিক দিয়েই এডিস মশাকে মারা সম্ভব নয় । কিন্তু ডেঙ্গি প্রতিকারের একমাত্র উপায় হল বাড়ির কোনও জায়গায় জল জমতে না দেওয়া । এডিসের ডিম পারার জন্য এক বিন্দু জলই যথেষ্ট । অন্ধকারাচ্ছন্ন জায়গার জলেই এডিস মশা ডিম পারতে ভালবাসে । তাই বাড়িতে এক বিন্দুও জল জমতে দেওয়া যাবে না । ৫ থেকে ৭ দিনের বেশি কোনও পাত্রে জল জমিয়ে রাখা যাবে না । রেফ্রিরেজেটারের পেছনেও জল জমতে দেওয়া যাবে না ।
advertisement
advertisement
দ্বিতীয়ত , যেকোনও জলাশয়ে ব্যাসিলাল থুরিনজিয়েনসিস দিলে একমাত্র এডিসের লার্ভাকে প্রতিহত করা সম্ভব । তাই যেকোনও জলাশয়ে এই ব্যাকটেরিয়া প্রয়োগ করলে এডিসের লার্ভা থেকে মুক্তি পাওয়া যেতে পারে । এছাড়াও যহেতু এডিস মশা দিনের বেলায় কামড়ায় তাই দিনের বেলায় বাড়ির বয়স্ক এবং শিশুদের মশারির মধ্যেই রাখা ভাল ।
advertisement
প্রশ্ন: বহু মানুষকেই বাড়ির বাইরে যেতে হয়, এছাড়াও শিশুদেরও স্কুল থাকে তাই বাড়ির বাইরে থাকাকালীন কি কি ভাবে নিজেকে বাঁচানো সম্ভব ?
ড. বণিক: বাড়ির বাইরে বেরোলে শরীর ঢাকা পোশাক পড়তে হবে এবং হালকা রঙের পোশাক পড়তে হবে । বিভিন্ন মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করা যেতে পার । এছাড়া শরীরের ঘাম যেকোনও পতঙ্গকে আকর্ষণ করে । তাই শরীরে ঘাম জমতে দেওয়া চলবে না । যারা সারাদিন বাড়ির বাইরে থাকেন তারা কোনও জায়গায় বসার আগে ভাল করে স্নান করে নিয়ে বসতে হবে ।
advertisement
প্রশ্ন: মসকিউটো রিপেলন্ট ক্রিম কতটা নিরাপদ ? এতে কি ত্বকের কোনও সমস্যার সৃষ্টি হতে পারে ?
ড. বণিক: মশার থেকে বাঁচতে যে পরিমান ক্রিম ব্যবহার করা হয় , তাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় । যাদের স্কিন খুব সেনসিটিভ তাঁদের ক্ষেত্রে সামান্য সমস্যা হলেও হতে পারে ।

advertisement
প্রশ্ন: ডেঙ্গির সঙ্গে সঙ্গে সাধারণ জ্বরও হচ্ছে , এই সময় জ্বর হলেই সবার আগে কী পদক্ষেপ নেওয়া উচিৎ?
ড. বণিক: কেন জ্বর হল সেটা নির্ণয় করতে হবে । জ্বর হলেই স্বাভাবিক খাবার খেতে হবে । ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাহায্য নিতে হবে । মনে রাখতে হবে বিভিন্ন রকমের ভাইরালও হতে পারে । তার সঙ্গে ডেঙ্গির পরীক্ষাও করতে হবে । সেক্ষেত্রে ডেঙ্গির প্রথম পাঁচদিনে এনএসওয়ান করতে হবে কিন্তু ৫ দিনের বেশি হয়ে গেলে আর এনএসওয়ানে কাজ হবে না সেক্ষেত্রে আইজিএম করতে হবে । এক্ষেত্রে সাধারণ ইনফ্লুয়েঞ্জা হলে সর্দি, কাশি নাক দিয়ে জল পড়া বা হাঁচি থাকতে পারে ।
advertisement
প্রশ্ন: ডেঙ্গি হলে তার প্রধান উপসর্গ কী কী ?
ড. বণিক: কিছুদিন আগে পর্যন্তও ডেঙ্গি হলে রোগীর মাথার পেছনে যন্ত্রণা বা গা, হাত, পা যন্ত্রণা এবং চোখের পেছনে যন্ত্রণার উপসর্গ শোনা যেত । কিন্তু এখন কিছু কিছু রোগীদের যাদের পেট ব্যাথা ও বমি বমি ভাবের মত উপসর্গও দেখা যাচ্ছে ।
advertisement
প্রশ্ন: ডেঙ্গির সময় রোগীকে কী ধরনের ডায়েট দেওয়া যেতে পারে ?
ড. বণিক: রোগী সাধারণ খাবার খাবে । শুধু তরল বেশি করে খেতে হবে । যেকোনও তরল খাবারই বেশি করে খেতে হবে । ডাবের জল বা সরবত বা অন্যান্য পানীয়ও খাওয়া যেতে পারে মোট কথা সারাদিনে যা জল খায় তার থেকে দেড় থেকে ২ লিটার জল বেশি খেতেই হবে ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 11:46 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভয়াবহ ভাবে বাড়ছে ডেঙ্গি, কীভাবে বাঁচবেন ও কী কী খাবেন? জেনে নিন চিকিৎসকের মতামত