ভয়াবহ ভাবে বাড়ছে ডেঙ্গি, কীভাবে বাঁচবেন ও কী কী খাবেন? জেনে নিন চিকিৎসকের মতামত

Last Updated:

প্রথমত, ডেঙ্গিতে অ্যাডল্ট মশা মারার কোনও উপায় নেই । ডি.ডি.টি বা ব্লিচিং কোনও রকম রাসায়নিক দিয়েই এডিস মশাকে মারা সম্ভব নয় ।

#কলকাতা:  যেভাবে ডেঙ্গি বাড়ছে, তাতে কীভাবে নিজেদের ডেঙ্গি থেকে বাঁচাবেন তা নিয়েই চিন্তিত প্রত্যেকে । এক্ষেত্রে সারাদিন মশারিতে বসে থাকা সম্ভব নয়  । তাই ডেঙ্গি থেকে বাঁচতে মশারি ছাড়াও কী কী প্রতিকার আছে বা কী ধরণের বিধি নিষেধ মানলে ডেঙ্গু থেকে বাঁচা যেতে পারে  সে বিষয়ে জানালেন চিকিৎসক  কাজল কৃষ্ণ বণিক ।  কথা বললেন অনুলেখা কর ।
প্রশ্ন:  যেভাবে ডেঙ্গি বাড়ছে তাতে কীভাবে নিজেকে  বাঁচানো যেতে পারে ? 
ড. বণিক:  প্রথমত, ডেঙ্গিতে অ্যাডল্ট মশা মারার কোনও উপায় নেই । ডি.ডি.টি বা ব্লিচিং কোনও রকম রাসায়নিক দিয়েই এডিস মশাকে মারা সম্ভব নয় ।  কিন্তু ডেঙ্গি প্রতিকারের একমাত্র উপায় হল বাড়ির কোনও জায়গায় জল জমতে না দেওয়া ।  এডিসের ডিম পারার জন্য এক বিন্দু জলই যথেষ্ট । অন্ধকারাচ্ছন্ন জায়গার জলেই এডিস মশা ডিম পারতে ভালবাসে । তাই বাড়িতে এক বিন্দুও জল জমতে দেওয়া যাবে না । ৫ থেকে ৭ দিনের বেশি কোনও পাত্রে জল জমিয়ে রাখা যাবে না । রেফ্রিরেজেটারের  পেছনেও জল জমতে দেওয়া যাবে না ।
advertisement
advertisement
দ্বিতীয়ত , যেকোনও জলাশয়ে ব্যাসিলাল থুরিনজিয়েনসিস দিলে একমাত্র এডিসের লার্ভাকে প্রতিহত করা সম্ভব । তাই যেকোনও জলাশয়ে এই ব্যাকটেরিয়া প্রয়োগ করলে এডিসের লার্ভা থেকে মুক্তি পাওয়া যেতে পারে । এছাড়াও যহেতু এডিস মশা দিনের বেলায় কামড়ায় তাই দিনের বেলায় বাড়ির বয়স্ক এবং শিশুদের মশারির মধ্যেই রাখা ভাল ।
advertisement
প্রশ্ন:    বহু মানুষকেই বাড়ির বাইরে যেতে হয়, এছাড়াও শিশুদেরও স্কুল থাকে তাই বাড়ির বাইরে থাকাকালীন কি কি ভাবে নিজেকে বাঁচানো সম্ভব ? 
ড. বণিক:    বাড়ির বাইরে বেরোলে শরীর ঢাকা পোশাক পড়তে হবে এবং হালকা রঙের পোশাক পড়তে হবে । বিভিন্ন মসকিউটো রিপেলেন্ট ক্রিম ব্যবহার করা যেতে পার ।  এছাড়া শরীরের ঘাম যেকোনও পতঙ্গকে আকর্ষণ করে । তাই শরীরে ঘাম জমতে দেওয়া চলবে না । যারা সারাদিন বাড়ির বাইরে থাকেন তারা কোনও জায়গায় বসার আগে ভাল করে স্নান করে নিয়ে বসতে হবে ।
advertisement
প্রশ্ন: মসকিউটো রিপেলন্ট ক্রিম কতটা নিরাপদ ? এতে কি  ত্বকের কোনও  সমস্যার সৃষ্টি হতে পারে ?
ড. বণিক:  মশার থেকে বাঁচতে যে পরিমান ক্রিম ব্যবহার করা হয় , তাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় । যাদের স্কিন খুব সেনসিটিভ তাঁদের ক্ষেত্রে সামান্য সমস্যা হলেও হতে পারে ।
advertisement
প্রশ্ন: ডেঙ্গির সঙ্গে সঙ্গে সাধারণ জ্বরও হচ্ছে ,  এই সময় জ্বর হলেই সবার আগে কী পদক্ষেপ নেওয়া উচিৎ?
ড. বণিক:  কেন জ্বর হল সেটা নির্ণয় করতে হবে । জ্বর হলেই স্বাভাবিক খাবার খেতে হবে । ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাহায্য নিতে হবে । মনে রাখতে হবে বিভিন্ন রকমের ভাইরালও হতে পারে । তার সঙ্গে ডেঙ্গির পরীক্ষাও করতে হবে । সেক্ষেত্রে ডেঙ্গির প্রথম পাঁচদিনে এনএসওয়ান করতে হবে কিন্তু ৫ দিনের বেশি হয়ে গেলে আর এনএসওয়ানে কাজ হবে না সেক্ষেত্রে আইজিএম করতে হবে । এক্ষেত্রে সাধারণ ইনফ্লুয়েঞ্জা হলে সর্দি,  কাশি নাক দিয়ে জল পড়া বা হাঁচি থাকতে পারে ।
advertisement
প্রশ্ন: ডেঙ্গি হলে তার প্রধান উপসর্গ কী কী ? 
ড. বণিক: কিছুদিন আগে পর্যন্তও  ডেঙ্গি হলে রোগীর মাথার পেছনে যন্ত্রণা বা গা, হাত, পা যন্ত্রণা এবং চোখের পেছনে যন্ত্রণার উপসর্গ শোনা যেত । কিন্তু এখন কিছু কিছু রোগীদের  যাদের পেট ব্যাথা ও বমি বমি ভাবের মত উপসর্গও দেখা যাচ্ছে ।
advertisement
প্রশ্ন: ডেঙ্গির সময়  রোগীকে কী ধরনের ডায়েট দেওয়া যেতে পারে ?
ড. বণিক:  রোগী সাধারণ খাবার খাবে । শুধু তরল বেশি করে খেতে হবে ।  যেকোনও তরল খাবারই বেশি করে খেতে হবে । ডাবের জল বা সরবত বা অন্যান্য পানীয়ও খাওয়া যেতে পারে মোট কথা সারাদিনে যা জল খায় তার থেকে দেড় থেকে ২ লিটার জল বেশি খেতেই হবে ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভয়াবহ ভাবে বাড়ছে ডেঙ্গি, কীভাবে বাঁচবেন ও কী কী খাবেন? জেনে নিন চিকিৎসকের মতামত
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement