Viral Food Item: চকলেটে ঠাসা এই খাবার খুবই সুস্বাদু! ভিড় জমছে দোকানে, আপনিও খেয়ে আসুন, রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral Food Item: চকলেট স্যান্ডুউইচের মধ্যে রয়েছে চকলেট সিরাপ, চকলেট কেচাপ, চকলেট স্পিংকেল, ফ্রুট কিউবস। এছাড়া সবার ওপরে থাকছে বেশ কিছুটা চকলেট সিরাপ।
কোচবিহার: কোচবিহারের সাগরদিঘি চত্বর দীর্ঘ সময় ধরে বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে জেলার এই স্থানে বিকেল থেকে রকমারি খাবারের দোকান বসতে শুরু করে। আর এই সমস্ত দোকানের খাবারের টানেই এখানে সন্ধ্যের পর ভিড় জমে। দীর্ঘ সময় ধরে এই চত্বরের এক মকটেলের দোকান বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার সেই দোকানে যুক্ত হয়েছে এক বিশেষ খবার। যেই খাবারের টানেই এখানে ভিড় জমছে বহু মানুষের। দোকান খোলার পর থেকে রাত পর্যন্ত ছোট থেকে বড় সকল বয়সীদের ভিড় থাকছে দোকানে।
দোকানের কর্ণধার ইকরাম হক জানান, “কোচবিহারের সাগর দিঘি চত্বরে বর্তমান সময়ে প্রচুর ফাস্টফুডের দোকান রয়েছে। বর্তমান সময়ে তাই কিছু আলাদা করার জন্য এই চিন্তা ভাবনা করছেন। সাধারণত চকলেট খেতে বহু মানুষ পছন্দ করেন। তাই চকলেট দিয়েই তিনি তৈরি করেছেন স্যান্ডউইচ। বিশেষ এই চকলেট স্যান্ডুউইচের মধ্যে তিনি দিচ্ছেন চকলেট সিরাপ, চকলেট কেচআপ, চকলেট স্পিংকেল, ফ্রুট কিউবস। এছাড়া সবার ওপরে থাকছে বেশ কিছুটা চকলেট সিরাপ। এই দুই চকলেট স্যান্ডউইচের দাম রাখা হয়েছে ৪০ টাকা ও ৫০ টাকা।”
advertisement
আরও পড়ুনঃ ‘বিষক্রিয়া’ হতে পারে! ভুলেও মুলোর সঙ্গে ছোঁবেন না এই ৫ খাবার, শরীরের ক্ষতি কেউ আটকাতে পারবে না
তিনি আরও জানান, “ছোট থেকে বড় সকল বয়সের মানুষেরা চকলেট খেতে দারুন পছন্দ করেন। বিকেলে দোকান শুরুর পর থেকেই ভিড় থাকে ক্রেতাদের। জেলায় এই ধরনের চকলেট স্যান্ডুউইচ ফাস্টফুডের দোকানে পাওয়া যায় না। তাই ক্রেতারা এই স্যান্ডুউইচ খেতে ভিড় করছেন দোকানে। যদিও বাচ্চারা এই স্যান্ডউইচ বেশি পরিমাণে পছন্দ করছে। তাই আগামী দিনে আরও বেশ কিছু চকলেট স্যান্ডুউইচের ভ্যারাইটি তিনি তৈরি করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বিরাট নির্দেশ! মাধ্যমিকের সেন্টারে সেন্টারে বড় বদল, নোটিস দিল পর্ষদ
বর্তমানে জেলার এই দোকান বহু ক্রেতাদের পছন্দ তালিকায় ওপরের দিকেই রয়েছে। কেউ এখানে দাঁড়িয়ে খাচ্ছেন। আবার কেউ বাড়িতেও নিয়ে যাচ্ছেন কিনে। তবে সব জেলার ক্রেতাদের পাশাপশি বাইরের বহু পর্যটকরাও এই স্যান্ডুউইচ বেশ পছন্দ করছেন। সাগরদিঘি চত্বরের এই দোকান বর্তমান সময়ে এই বিশেষ খাবারের জন্যই বেশ অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে আবার।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 6:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Food Item: চকলেটে ঠাসা এই খাবার খুবই সুস্বাদু! ভিড় জমছে দোকানে, আপনিও খেয়ে আসুন, রইল ঠিকানা
