Vegetable: 'বিষক্রিয়া' হতে পারে! ভুলেও মুলোর সঙ্গে ছোঁবেন না এই ৫ খাবার, শরীরের ক্ষতি কেউ আটকাতে পারবে না
- Published by:Shubhagata Dey
- local18
Last Updated:
Foods Not To Eat With Radish: শীতকালে মুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। মুলো ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ যা শরীরকে পরিষ্কার এবং সতেজ করে।
advertisement
*মুলোর পরোটা, আচার, স্যালাড এবং সবজি শুধু স্বাদেই সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। কিন্তু, অনেকেই জানেন না যে মুলোর সঙ্গে কিছু জিনিস খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন খাবারের সঙ্গে মুলো খাওয়া উচিত নয়, তা না হলে শরীরে টক্সিন ভরে যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*মুলো এবং করলার সংমিশ্রণও অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। এই দুটি উপাদান একে অপরের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, যার ফলে পেট খারাপ হয় এবং শরীরে তাপের প্রভাব বৃদ্ধি পায়। এছাড়াও, এই সংমিশ্রণটি হার্ট এবং শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে। এই দুটি একসঙ্গে খাওয়া থেকে অতএব আমাদের বিরত থাকতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement