Day Out Destination: কোন্নগরের এই বাগানবাড়ি ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতন!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Day Out Destination: শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েন ঘুরতে। শীতের মিঠে দুপুরের রোদে একটুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর বোলপুর আসতে হবে না। সেই আমেজ পেয়ে যাবেন হুগলির কোন্নগরে।
হুগলি: শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়েন ঘুরতে। শীতের মিঠে দুপুরের রোদে একটুকরো শান্তিনিকেতন ঘুরে আসতে চাইলে এখন আর বোলপুর আসতে হবে না। সেই আমেজ পেয়ে যাবেন হুগলির কোন্নগরে। হুগলির কোন্নগরে রয়েছে অবনিন্দ্র নাথ ঠাকুরের বাগান বাড়ি। সবুজে ঘেরা গঙ্গা তীরবর্তী ঠাকুর বাড়ি মন কেড়েছে ভ্রমণ পিপাসুদের।
আরও পড়ুনঃ সাবধান…! কোনও ভাবেই এঁরা মুখে তুলবেন না মিষ্টি আলু! শরীরে গেলেই মারাত্মক ক্ষতি!
জিটি রোডের উপর কোন্নগর ধারসার কাছে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ২০২০ সালে হেরিটেজ তকমা পাওয়ার পর থেকে কোন্নগর পৌরসভার উদ্যোগে ভ্রমণ কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে এই বাগানবাড়িটিকে। বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলেই পাখিদের কলতান নদীর বয়ে যাওয়ার শব্দ ও সবুজ গাছ-গাছালি ভ্রমণ পিপাসু বাঙালির শান্তিনিকেতনের কথা মনে করিয়ে দেয়।
advertisement
এই বাগানবাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ভিটে। একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব কেটেছে এই বাগান বাড়িতেই। কবিগুরুর বেশ কিছু রচনায় এই বাগানবাড়ির উল্লেখ রয়েছে। এখানে এসে যেমন মানুষের মন শান্ত হয়ে যায় তেমনি নস্টালজিক হয়ে পড়েন তারা। গরমকালে বাগান বাড়ি সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে। তবে শীতকালে সেই সময়টি হল সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা। সামান্য কিছু টাকা প্রবেশ মূল্য তারপরেই একেবারে যেন এক টুকরো শান্তি নিকেতন হুগলির কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি।
advertisement
advertisement
এ বিষয়ে বাগানবাড়ি কর্তৃপক্ষ তিনি জানান, বছরের অন্যান্য সময়তেও বাগানবাড়িতে মানুষের আনাগোনা লেগেই থাকে। তবে শীতকালে সেই সংখ্যাটা একটু বেশি হয়। এখন প্রতিদিন কম করে আড়াইশো থেকে ৩০০ মানুষ আসছেন এই বাগানবাড়ি দেখার জন্য। সপ্তাহ শেষের দিনে সেই সংখ্যাটা বেড়ে যায় ৫০০ থেকে ৬০০ এর কাছাকাছি। প্রকৃতির সবুজ পরিবেশকে বজায় রাখাই সেখানকার কর্মীদের মূল কর্তব্য। কোনভাবে যাতে প্রাকৃতিক সভা নষ্ট না হয় সেই দিকে নজর দিয়ে কাজ চলে সারা বছর।
advertisement
রাহী হালদার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 5:55 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Day Out Destination: কোন্নগরের এই বাগানবাড়ি ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতন!
