Durga Puja 2023: পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার!
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Durga Puja 2023: সামনেই পুজো তাই পুজোর আগেই শুধুমাত্র ত্বক নয় চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত হয়ে পড়েন বড় থেকে ছোট সকলেই।
উত্তর দিনাজপুর: সামনেই পুজো তাই পুজোর আগেই শুধুমাত্র ত্বক নয় চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত হয়ে পড়েন বড় থেকে ছোট সকলেই। দৈনন্দিন ব্যস্ত রুটিন এবং অনিয়মিত জীবনধারা চোখের নিচে ডার্ক সার্কেল এর পরিমাণ বাড়িয়ে দেয়। তবে এই সমস্যা থেকে এবার খুব সহজেই মিলবে নিস্তার। বাজারজাত কেমিক্যাল যুক্ত কোন মলম নয় ঘরের তৈরি কিছু উপাদান দিয়েই রেহাই মিলবে।
বিশিষ্ট ডিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি দেবে টমেটো ও শশা। টমেটো ত্বকে দারুন ভাবে কাজ করে। ত্বকের আদ্রতা ধরে রাখতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে টমেটো ও শশা। ছোট সাইজের একটা টমেটো আর অর্ধেক শসা ভালভাবে কেটে থেঁতো করে প্রতিদিন চোখের নিচে লাগালে মিলবে এই ডার্ক সার্কেল থেকে রেহাই।
advertisement
advertisement
বিউটি এক্সপার্ট সঙ্গীতা দেবী জানান, ‘শসা ও টমেটো ছাড়াও আলু ও ডিমের সাদা অংশ চোখের নিচের ডার্ক সার্কেল রোধে ভীষণ কার্যকারী। আলুর ইনক্লেমেটরি বৈশিষ্ট্যগুলো ত্বকের প্রদাহ প্রতিরোধে সাহায্য করে। যার ফলে ত্বক সুস্থ থাকে। আবার ডিমে থাকা পেপটাইড হাইপার পিগমেন্টেশন এর বিরুদ্ধে লড়াই করে। যার ফলে ত্বক টানটান ও উজ্জ্বল দেখায়।’
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2023 10:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023: পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার!









