Durga Puja 2023: পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার!

Last Updated:

Durga Puja 2023: সামনেই পুজো তাই পুজোর আগেই শুধুমাত্র ত্বক নয় চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত হয়ে পড়েন বড় থেকে ছোট সকলেই।

পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল?
পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল?
উত্তর দিনাজপুর: সামনেই পুজো তাই পুজোর আগেই শুধুমাত্র ত্বক নয় চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত হয়ে পড়েন বড় থেকে ছোট সকলেই। দৈনন্দিন ব্যস্ত রুটিন এবং অনিয়মিত জীবনধারা চোখের নিচে ডার্ক সার্কেল এর পরিমাণ বাড়িয়ে দেয়। তবে এই সমস্যা থেকে এবার খুব সহজেই মিলবে নিস্তার। বাজারজাত কেমিক্যাল যুক্ত কোন মলম নয় ঘরের তৈরি কিছু উপাদান দিয়েই রেহাই মিলবে।
বিশিষ্ট ডিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি দেবে টমেটো ও শশা। টমেটো ত্বকে দারুন ভাবে কাজ করে। ত্বকের আদ্রতা ধরে রাখতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে টমেটো ও শশা। ছোট সাইজের একটা টমেটো আর অর্ধেক শসা ভালভাবে কেটে থেঁতো করে প্রতিদিন চোখের নিচে লাগালে মিলবে এই ডার্ক সার্কেল থেকে রেহাই।
advertisement
advertisement
বিউটি এক্সপার্ট সঙ্গীতা দেবী জানান, ‘শসা ও টমেটো ছাড়াও আলু ও ডিমের সাদা অংশ চোখের নিচের ডার্ক সার্কেল রোধে ভীষণ কার্যকারী। আলুর ইনক্লেমেটরি বৈশিষ্ট্যগুলো ত্বকের প্রদাহ প্রতিরোধে সাহায্য করে। যার ফলে ত্বক সুস্থ থাকে। আবার ডিমে থাকা পেপটাইড হাইপার পিগমেন্টেশন এর বিরুদ্ধে লড়াই করে। যার ফলে ত্বক টানটান ও উজ্জ্বল দেখায়।’
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023: পুজোর আগে চোখের নিচে ডার্ক সার্কেল? বিশেষজ্ঞের পরামর্শে ৭ দিনে মিলবে নিস্তার!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement