Darjeeling: মোমোর প্লেট হাতে নামুন ঝরনায়, অ্যাডভেঞ্চার ট্যুরিজম নয়া আকর্ষণ, পাহাড়ের এই ঠিকানা আপনার জন্য 'বেস্ট'
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling Adventure Tourism: উত্তরের পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে দার্জিলিংয়ের ছোট্ট এই গ্রাম। শিলিগুড়ি শহর থেকে একদম কাছেই এই গ্রাম বর্তমানে পর্যটকদের কাছে সবথেকে প্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে।
দার্জিলিং: উত্তরের পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে দার্জিলিংয়ের ছোট্ট এই গ্রাম। শিলিগুড়ি শহর থেকে একদম কাছেই এই গ্রাম বর্তমানে পর্যটকদের কাছে সবথেকে প্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, হাইকিং থেকে শুরু করে ঝরনার জলে পা চুবিয়ে পাহাড়ের কোলে বসে মোমো খাওয়া সব আনন্দ মিলে যাবে এখানে। বর্তমানে রাত্রিযাপনের জন্য এই জায়গায় তৈরি হয়েছে একাধিক হোমস্টে। এছাড়াও পরিবার বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য তৈরি হয়েছে বহু রেস্তোরাঁ।
জানতে ইচ্ছে করছে কোথায় এই গ্রাম? তবে শুনুন শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ের মাঝে ছোট্ট গ্রাম রোহিনী। বর্তমানে এই গ্রাম উত্তরের পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে। বর্তমানে কি নেই এই গ্রামে, পাখির চোখে পাহাড় দেখতে হলে রয়েছে প্যারাগ্লাইডিংয়ের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারের মজা, অনেকের স্বপ্নের এটিভি অ্যাডভেঞ্চার রাইড যা করতে অনেকে ছুটে যেত কাশ্মীর বা মানালিতে তবে এবার রোহিনীর বুকেই মিলবে এই অ্যাডভেঞ্চার গাড়ির মজা।
advertisement
আরও পড়ুনঃ লম্বা চুলের মেয়েরা কি সত্যিই অনেক বেশি আকর্ষণীয় পুরুষদের কাছে? নেপথ্যের কারণ চমকে দেবে যে কাউকে
এখানে শেষ নয় জঙ্গলে ঘেরা পাহাড়ি পথে ট্রেকিং থেকে শুরু করে ঝরনার জলে স্নান এ যেন মনে আলাদা এক শান্তি এনে দেবে। বর্তমানে এই গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে ট্যুর গাইড এবং অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রাইড-সহ বিভিন্ন কাজে যুক্ত হয়েছে এলাকার যুবক-যুবতীরা। জিটিএ অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ডিরেক্টর দাওয়া শেরপা জানান, বর্তমানে তেমন চাকরির সুযোগ নেই সেই অর্থে এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে পেশা করে নতুন করে স্বাবলম্বী হয়েছে এলাকার বহু যুবক-যুবতী। তাদের বিভিন্ন চিন্তা ভাবনায় নতুন রূপ পাচ্ছে দার্জিলিংয়ের ছোট্ট গ্রাম রোহিনী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চরম ‘বিষ’ এই পাতা হিরের চেয়েও দামী, ডায়াবেটিসের যম! কমে কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা, গাঁটে ব্যথার মুক্তি
পাহাড় জঙ্গল নদী সঙ্গে চূড়ান্ত অ্যাডভেঞ্চারের মজা রয়েছে এই গ্রামে। বর্তমানে এই কাজ করে স্বাবলম্বী হয়েছে এই এলাকার বহু মানুষ। বর্তমানে শীতের ছুটিতে বা অবসর সময়ে আপনিও যদি পাহাড়ে ঘেরা কোনও ডেস্টিনেশন কিছুটা সময় কাটাতে চান তাহলে এই রোহিণী হতে পারে আপনার জন্য সেরা ঠিকানা, স্থানীয়দের হাতের তৈরি বিভিন্ন লোকাল খাওয়ার খাবার সঙ্গে মিলবে চুটিয়ে অ্যাডভেঞ্চারের মজা।
advertisement
সুজয় ঘোষ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2025 3:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling: মোমোর প্লেট হাতে নামুন ঝরনায়, অ্যাডভেঞ্চার ট্যুরিজম নয়া আকর্ষণ, পাহাড়ের এই ঠিকানা আপনার জন্য 'বেস্ট'









