Covid 19 Update: ফের চোখ রাঙাচ্ছে করোনা, এবারের সাধারণ উপসর্গগুলো কী?
- Published by:Debalina Datta
Last Updated:
জেনে রাখুন, বিধিনিষেধ মানুন!
#নয়াদিল্লি: করোনার তিন তিনটে ঢেউ দেখেছে বিশ্ববাসী। মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের। তারপর কোভিডে কিছুটা লাগাম পরানো গেলেও গত কয়েকদিন ধরে ফের বাড়ছে সংক্রমণ। অনেকেই মনে করছেন, করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কোভিড ১৯ ভাইরাসের প্রকৃতি এবং আগের তিনটি ঢেউয়ে সে যে তাণ্ডব চালিয়েছিল তার স্মৃতি এখনও টাটকা। তাই কোভিড থেকে বাঁচতে এবারও প্রয়োজনীয় বিধিনিষেধ পালনের পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্প্রতি কোভিডের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যাচ্ছে: বিভিন্ন জায়গা থেকে পাওয়া অনুযায়ী, সম্প্রতি মহারাষ্ট্রে কোভিড রোগীদের মধ্যে ডায়রিয়া এবং জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। কোভিড সংক্রমণের এই পর্যায়ে রোগীরা ব্যাপকভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। তবে অতিমারীর শুরু থেকেই করোনা আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু এবারে সেই প্রকোপটা বেশি। কোভিড মূলত শ্বাসযন্ত্রের সমস্যা হলেও শরীরের প্রতিটা অঙ্গকে প্রভাবিত করে। শরীরের অন্যান্য অঙ্গে সংক্রমণের তীব্রতা সেই অঙ্গগুলিতে উপস্থিত ভাইরাস রিসেপ্টর কোষের উপর নির্ভর করে।
advertisement
আরও পড়ুন - Healthy Lifestyle: ওজন কমানোর কথা ভাবছেন, ‘এই’ কম্বিনেশনের খাবার খেয়ে সর্বনাশ ডেকে আনছেন না তো
advertisement
ডায়ারিয়ার পাশাপাশি করোনা আক্রান্তরা পেটে তীব্র ব্যথায় ভুগছেন। যদিও ডায়রিয়া হলে অনেক সময় পেটে ব্যথা হয়। কিন্তু ব্যথার তীব্রতা এক্ষেত্রে বেশি। চিকিৎসকরা বলছেন, পেটের সমস্যার কারণে বমিও হচ্ছে আক্রান্তদের। করোনা রোগীদের জ্বর একটা সাধারণ লক্ষণ। এমনকী ১০৫ এফ-এর মতো মারাত্মক জ্বরেও ভুগতেও দেখা গেছে। সংক্রমণের প্রতিক্রিয়ায় শরীরে জ্বর হয়, এটাই স্বাভাবিক। প্যাথোজেনিক আক্রমণের প্রতিক্রিয়ায় জ্বর হওয়াটাও খুব সাধারণ ব্যাপার।
advertisement
এই মুহূর্তে কী করণীয়: ডায়ারিয়া ও জ্বরের লক্ষণ থাকলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এটাই সংক্রমণের প্রাথমিক সনাক্তকরণে সাহায্য করবে। পাশাপাশি আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের মাধ্যমে অন্যকেও সংক্রমণ থেকে বাঁচাবে। এছাড়া সর্বজনীন স্থানে বা অন্যের সঙ্গে কথা বলার সময় কোভিডের নিয়মবিধি মেনে চলতে হবে। ফেস মাস্ক পরা এবং জীবাণুমুক্ত থাকতে স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 11:10 AM IST