#নয়াদিল্লি: বিশ্বব্যাপী করোনাভাইরাসের ওমিক্রন (Omicron) ভ্যারিয়ান্টে আক্রান্তের ঘটনা বেড়েছে। বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা ক্রমাগত ওমিক্রন বৈকল্পিকের নতুন স্ট্রেনের দিকে নজর রাখছেন। এখন পর্যন্ত, আমেরিকা সহ বিশ্বের ৪০টি দেশে নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে। করোনাভাইরাসের এই সংস্করণটিকে বিজ্ঞানীরা BA.2 বলছেন। এটি ওমিক্রনের চেয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জলবায়ুর পরিবর্তনে আকাশ থেকে বইতে পারে নদী! এ কী বলছেন বিজ্ঞানীরা...
এর জিনগত গঠনের কারণে, এটি সনাক্ত করা আরও কঠিন। কিছু বিজ্ঞানী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই ভ্যারিয়ান্টটি আরও সংক্রামক হতে পারে।
২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে, ৩ ডজনেরও বেশি দেশে BA.2 ভ্যারিয়ান্টের প্রায় ১৫,০০০ জেনেটিক সিকোয়েন্স পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আমেরিকায় এই সিকোয়েন্সের ৯৬টি কেস পাওয়া গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডা. উইলি লং যিনি BA.2-এর ৩টি কেস সনাক্ত করেছেন, বলেছেন যে ওমিক্রন ভ্যারিয়ান্টের এই স্ট্রেনটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রোগা হতে চাইলে এই ‘নেগেটিভ ক্যালরি’ খাবারগুলি বেশি করে খান
যদিও এই মিউট্যান্ট রূপটি এশিয়া এবং ইউরোপে নরম্যাল হয়ে উঠেছে। ডেনমার্কে, কোভিডের সমস্ত ক্ষেত্রে ৪৫ শতাংশ এই স্ট্রেনের সঙ্গে সম্পর্কিত।
সামগ্রিকভাবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) ওমিক্রন বৈকল্পিককে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে। এটি করোনাভাইরাসের একটি অত্যন্ত প্রাণঘাতী মিউট্যান্ট স্ট্রেন। স্বাস্থ্য সংস্থা বলেছে যে অনেক দেশে BA.2 ভ্যারিয়ান্টটির অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করানো উচিত।
BA.2-তে জিনগত বৈশিষ্ট্য না থাকায় এটি সনাক্ত করা সহজ হবে না বলে জানা গিয়েছে। তবে পিসিআর টেস্টের মাধ্যমে এই ভ্যারিয়ান্টটিকে মাধ্যমে সনাক্ত করা যেতে পারে।
ওমিক্রন ভ্যারিয়ান্টের এই সংস্করণ থেকে রক্ষা করার জন্য, ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে সমস্ত নাগরিকদের তাদের জন্য উপলব্ধ করোনার টিকা নেওয়া উচিত এবং কোভিড-সম্মত আচরণ অনুসরণ করা উচিত। এর মধ্যে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি অবশ্যই মেনে চলতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BA.2