#নয়াদিল্লি: জলবায়ুর পরিবর্তন পুরো বিশ্বে সৃষ্টি করতে চলেছে নতুন সমস্যা। অনেকদিন ধরেই বেড়ে চলেছে পৃথিবীর উষ্ণতা। এর সরাসরি প্রভাব পড়ছে জলবায়ুর ওপরে। জলবায়ুর পরিবর্তনের ফলে পূর্ব এশিয়ায় খুব বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব এশিয়ার পাহাড়ি এলাকায় এর প্রভাব আরও বেশি হতে পারে। জলবায়ুর পরিবর্তনের ফলে পূর্ব এশিয়ায় বইতে পারে বৃষ্টির নদী।
আরও পড়ুন: রোগা হতে চাইলে এই ‘নেগেটিভ ক্যালরি’ খাবারগুলি বেশি করে খান
বায়ুমন্ডলের পরিবর্তন -
বিজ্ঞানীরা মনে করছেন যে, খুব বেশি বৃষ্টি হওয়ার প্রধান কারণ হতে পারে বায়ুমণ্ডলের পরিবর্তন। এর ফলে খুব কম সময়ে খুবই বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উষ্ণতা বাড়ার প্রভাব -
আগামী দিনে যত পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকবে, পূর্ব এশিয়াতেও সেই অনুযায়ী বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণ। উষ্ণতা বাড়ার ফলে বাতাসে বেশি পরিমাণে জলের পরিবহন হবে এবং বেড়ে যাবে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন: নিজের বিয়ের দিনেও অফিসের ফোন, এর পর তরুণী যা করলেন, ভাইরাল ভিডিও
প্রচুর বৃষ্টির সতর্কতা -
জিয়োফিজিক্যাল রিসার্চ লেটারে প্রকাশিত এই পরীক্ষায় বিজ্ঞানীরা জানিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবথেকে বেশি হারে পড়তে চলেছে পূর্ব এশিয়ায়। পূর্ব এশিয়ার পাহাড়ের পশ্চিম এবং দক্ষিণ ঢালের ওপরে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে বেড়ে যাবে বৃষ্টির পরিমাণ।
জলবায়ু পরিবর্তন -
জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ উষ্ণায়ণের প্রভাবে গরম জায়গা থেকে নদীর জল শোষণ করে ঠাণ্ডা জায়গায় সেটি গিয়ে জমা হয়। যা বৃষ্টি হিসাবে ঝরে পরে সেই জায়গায়। এর ফলে পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিমুয়েলেশন মডেলিং -
বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ১৯৫১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জমা করা বিভিন্ন তথ্যের ওপর সিমুলেশন চালানো হয়। যার মাধ্যমে ২০৯০ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে জলবায়ু সংক্রান্ত। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে জলবায়ুর পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে।
বায়ুমণ্ডলের পরীক্ষা -
বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বায়ুমণ্ডলের ওপরে। এর জন্য তারা ডাউনস্কেলিং সিমুলেশনের প্রয়োগ করেন। এর মাধ্যমে লক্ষ্য করা গিয়েছে যে উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে পরিবর্তন হচ্ছে বায়ুমন্ডলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Climate Change, River