Viral Video: নিজের বিয়ের দিনেও অফিসের ফোন, এর পর তরুণী যা করলেন, ভাইরাল ভিডিও
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কর্মব্যস্ত জীবন যে জ্বালাময়ী হয়ে উঠতে পারে তা ওই তরুণী হাড়ে হাড়ে টের পেলেন একেবারে নিজের বিয়ের দিনেই।
#নয়াদিল্লি: কাজই জীবন, কিন্তু তাই বলে এই রকম? নিজের বিয়ের দিনেও ছাড় পেলেন না তরুণী। ভাবী নববধূর সাজেও ক্রমাগত অফিসের ফোন। আর তাতেই বিরক্ত হয়ে মেজাজ হারালেন তরুণী। সম্প্রতি ওই তরুণীর বিরক্তি প্রকাশের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে হু-হু করে। ইতিমধ্যেই ওই ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় কয়েক লক্ষ ইউজারের দরবারে। কেউ কেউ আবার ওই ভিডিওটি দেখে নানা রকমের মন্তব্যও ছুড়ে দিয়েছেন।
জানা গিয়েছে, সামাজিকতা ও নিজের সুখ-স্বাচ্ছন্দের প্রতি আকৃষ্ট হয়ে এক তরুণী বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছেন। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু কর্মব্যস্ত জীবন যে জ্বালাময়ী হয়ে উঠতে পারে তা ওই তরুণী হাড়ে হাড়ে টের পেলেন একেবারে নিজের বিয়ের দিনেই।
advertisement
advertisement
সামাজিক প্রথা মেনে আর পাঁচজনের মতো ওই তরুণীও নিজের বিয়ের দিনে প্রাঞ্জল ও প্রাণবন্ত থাকতে চেয়েছিলেন। কিন্তু তিনি যে অফিসের একজন কর্মী তা প্রায় ভুলেই গিয়েছিলেন। নিজের বিয়ের দিনে সেই খেসারতই দিতে হল ওই তরুণীকে। আনন্দের দিনে কাজের জন্য ক্রমাগত ফোন কলে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সব আনন্দই প্রায় মাটি হয়েছিল ওই তরুণীর। একের পর এক ফোনে বিরক্ত হয়ে অবশেষে মেজাজ হারালেন তরুণী।
advertisement
advertisement
আসলে বিয়ে বলে কথা, তাও আবার নিজের। ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, নিজের বিয়ের দিনে ভাবী নববধূর সাজে তরুণী বসে রয়েছেন কানে ফোন গুঁজে। এমনকী বিবাহের চুক্তিপত্র তৈরির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু প্রতি মুহূর্তে তাঁর কর্মস্থল থেকে ক্রমাগত ফোন আসছে। আর তাতেই বিরক্তি প্রকাশ করছেন তিনি। শেষে মেজাজ হারিয়ে ফোনে তাঁকে বলতে শোনা গিয়েছে, "ইয়ার ইনকো কোই সমঝাও আজ মেরি শাদি হ্যায়।" অর্থাৎ ফোনে অপর পক্ষকে ওই তরুণী জানিয়েছেন যে, ওই দিনটি তাঁর জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ। সহজ ভাবে বাংলায় বলতে গেলে ওই তরুণী ফোনে বিরক্তি প্রকাশ করে জানিয়েছেন, আজ আমার বিয়ে তাই আজকের দিনে আমাকে অন্তত একটু রেহাই দিন দয়া করে।
advertisement
সম্প্রতি গোটা ঘটনা চাক্ষুষ করে ভাবী নববধূর মেকআপ আর্টিস্ট (Sona Kaur) সোনা কৌর তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পেজে তরুণীর ভিডিওটি পোস্ট করেছেন। ইতিমধ্যেই ওই পোস্ট করা ভিডিওটি ভেসে উঠেছে কয়েক লক্ষ মানুষের সোশ্যাল মিডিয়া পেজ-এ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2022 6:06 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: নিজের বিয়ের দিনেও অফিসের ফোন, এর পর তরুণী যা করলেন, ভাইরাল ভিডিও