North Bengal Trip: ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে! প্রতি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ, মুগ্ধ হবেন

Last Updated:

North Bengal Offbeat Destination: অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি প্যানোরমিক ভিউ দেখা যায়। শান্ত, নিরিবিলি আর শীতল একটা জায়গা এই অহলদারা।

+
অহলদারা 

অহলদারা 

দার্জিলিং: ঘরে বসে আর ভাল লাগছে না? মন বলছে বেড়িয়ে আসি পাহাড়ে। কিন্তু যাবেন কাদের সঙ্গে? কোথায় যাবেন? এসব সাতপাঁচ চিন্তা না করে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম অহলদারায়। অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মন ভরে যাবে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি প্যানোরমিক ভিউ দেখা যায়। শান্ত, নিরিবিলি আর শীতল একটা জায়গা এই অহলদারা। অহলদারার হিমেল হাওয়ায় আপনি ভুলে যাবেন সমস্ত ক্লান্তির কথা।
অহলদারা ভিউ পয়েন্টের টানেই জনপ্রিয় উঠেছে এই পাহাড়ি গ্রাম। অহলদারা ভিউ পয়েন্টে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার উপর কীভাবে গেরুয়া আভা ফেলে সূর্য অস্ত যায়। আবার পরদিন ভোর-ভোর যদি অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছে যান, দেখতে পাবেন সূর্যোদয়ের দৃশ্য। সারাদিন ধরে বসে থাকলে দেখতে পাবেন কীভাবে মেঘেরা এসে ঢেকে ফেলে কাঞ্চনজঙ্ঘা ও পাহাড়ি গ্রামগুলোকে। আবার মেঘ সরতে চোখের পলকে দেখা মেলে তাদের। এখানে বসে পেয়ে যাবেন ইনস্টাগ্রামের জন্য কিছু সেরা ছবি, টাইমসল্যাপ আর রিলসের কনটেন্ট কিন্তু অনায়াসেই তৈরি করতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ কড়াইশুঁটি কচুরি থেকে মুর্গ পোলাও, আমিষ-নিরামিষের সব পদই মিলবে ট্রেন সফরে, জানিয়ে দিল রেল
অহলদারায় শুধু যে ভিউ পয়েন্টই আপনার নজর কাড়বে, তা নয়। এখানকার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশও আপনার মন ভরিয়ে তুলবে। অহলদারায় প্রবেশ করা মাত্র আপনাকে ছুঁয়ে যাবে হিমেল হাওয়া। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে অহলদারা যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। প্রায় ৭০ কিলোমিটারের পথ। সেবক রোড ধরে কালিঝোড়া পেরিয়ে পৌঁছে যান লাটপাঞ্চার। এরপরেই রয়েছে শেলপু বাজার। এই শেলপু পাহাড়ের কোলেই অবস্থিত অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারায় থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন। সেখানে থাকা-খাওয়া নিয়ে জনপ্রতি খরচ হতে পারে ১,৫০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাত জেগে ঠাকুর দেখায় ‘কুছ পরোয়া নেহি’, পুজোয় রাতভর মিলবে সরকারি বাস, জানুন বিস্তারিত
কলকাতা দমদম থেকে ঘুরতে এসেছিলেন অর্পিতা সরকার বলেন, “এমন সুন্দর জায়গা সত্যি ভাবতে পারিনি। দার্জিলিং এর ভিড় থেকে অনেক সুন্দর এই জায়গা। আমরা অনেকে এসেছি। আমরা তো মজা করছি, বাচ্চারাও খুব মজা করছে।” সিটং ঘুরতে এসে সেখান থেকে সাইডসিনে বেরিয়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “অসাধারণ জায়গা এই ভিউ পয়েন্ট। একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অন্যদিকে চা বাগানও দেখা যায় এখান থেকে।” সময় পেলে অবশ্যই ঘুরে যান পাহাড়ি গ্রাম অহলদারা।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: ঘুরে আসুন পাহাড়ি এই গ্রামে! প্রতি হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ, মুগ্ধ হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement