Cold Water in Summer Side Effects: এই ভয়ঙ্কর গরমে বাইরে থেকে এসেই ঢকঢকিয়ে গলায় ঠান্ডা জল ঢালছেন! সাবধান, এখনই সতর্ক না হলে ভয়ঙ্কর বিপদ...

Last Updated:

Cold Water in Summer Side Effects: গরমে ঠান্ডা জল পান শরীরে স্বস্তি আনলেও হজমে সমস্যা, গলা ব্যথা বা ব্রেইন ফ্রিজের কারণ হতে পারে। বরফ জল বাদ দিয়ে ঠান্ডা বা ঘরোয়া তাপমাত্রার জল পান করাই ভালো

এই ভয়ঙ্কর গরমে বাইরে থেকে এসেই ঢকঢকিয়ে গলায় ঠান্ডা জল ঢালছেন! সাবধান, এখনই সতর্ক না হলে ভয়ঙ্কর বিপদ...
এই ভয়ঙ্কর গরমে বাইরে থেকে এসেই ঢকঢকিয়ে গলায় ঠান্ডা জল ঢালছেন! সাবধান, এখনই সতর্ক না হলে ভয়ঙ্কর বিপদ...
গ্রীষ্মের প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা বরফ জল পান যেন মুহূর্তেই স্বস্তি এনে দেয়। তবে চিকিৎসকদের মতে, অতিরিক্ত ঠান্ডা জল শরীরের জন্য দীর্ঘমেয়াদি সমস্যার কারণ হতে পারে। এটি শুধু শরীর ঠান্ডা করে না, বরং শরীরের ভেতরের স্বাভাবিক প্রক্রিয়াগুলিতেও ব্যাঘাত ঘটায়।
ঠান্ডা জল রক্তনালীগুলিকে সংকুচিত করে ফেলে এবং খাদ্যে থাকা চর্বিকে শক্ত করে তোলে, যার ফলে হজম ধীর হয়ে যায়। এর ফলস্বরূপ পেটে অস্বস্তি, গ্যাস বা ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। ডেলির জেনারেল ফিজিশিয়ান ডঃ রাহুল মালহোত্রা জানিয়েছেন, “গরমে হঠাৎ বরফ ঠান্ডা জল খেলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ পরিবর্তিত হয়, যা হজমে বিরূপ প্রভাব ফেলে।”
advertisement
advertisement
এছাড়া গরম থেকে হঠাৎ ঠান্ডা জলে গলা ভিজলে গলার শ্লেষ্মা ঝিল্লি সংবেদনশীল হয়ে পড়ে। এর ফলে গলা খুসখুস, কাশি কিংবা ঠান্ডা লাগতে পারে। অনেকেই এই কারণেই বারবার গলার সমস্যায় ভোগেন।
advertisement
ঠান্ডা জল পান করার সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদস্পন্দনের উপর প্রভাব। বরফ জল ভেগাস নার্ভকে উদ্দীপিত করে, যার ফলে হৃদস্পন্দন সাময়িকভাবে কমে যেতে পারে। এতে মাথা ঘোরা বা বুক ধড়ফড়ের মতো অনুভূতি হতে পারে।
advertisement
আরও একটি অস্বস্তিকর পরিস্থিতি হলো “ব্রেইন ফ্রিজ” বা ঠান্ডা মাথাব্যথা। দ্রুত ঠান্ডা জল পান করলে মুখের স্নায়ু আচমকা ঠান্ডার কারণে সংকুচিত হয়ে পড়ে এবং এই কারণেই তীব্র মাথাব্যথা অনুভূত হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইড্রেশন। অনেকেই মনে করেন ঠান্ডা জল শরীরকে দ্রুত ঠান্ডা করে, কিন্তু চিকিৎসকদের মতে বরফ ঠান্ডা জল শরীরে সহজে শোষিত হয় না। শরীরকে আগে সেই জলের তাপমাত্রা স্বাভাবিক করতে হয়, যার ফলে হাইড্রেশন প্রক্রিয়া ধীর হয়ে যায়।
advertisement
তাই সুস্থ ও সতেজ থাকতে চাইলে বরফ জল না খেয়ে ঠান্ডা বা ঘরোয়া তাপমাত্রার জল পান করাই সর্বোত্তম। এতে শরীরের হাইড্রেশন বজায় থাকবে, হজম ঠিক থাকবে এবং গ্রীষ্মকালেও শরীর থাকবে সজীব ও সুস্থ।
ডঃ রাহুল মালহোত্রা (ফিজিশিয়ান, দিল্লি) আরও বলেন, “গ্রীষ্মে শরীরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে জল অবশ্যই পান করতে হবে, তবে তা যেন খুব ঠান্ডা না হয়। ঘরোয়া তাপমাত্রার জলই শরীরের পক্ষে সবচেয়ে উপকারী।”
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cold Water in Summer Side Effects: এই ভয়ঙ্কর গরমে বাইরে থেকে এসেই ঢকঢকিয়ে গলায় ঠান্ডা জল ঢালছেন! সাবধান, এখনই সতর্ক না হলে ভয়ঙ্কর বিপদ...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement