আলোর মালা থেকে ফুলের সাজ, বড়দিনে মাত্র কয়েকটি জিনিসেই বাড়ি হবে সেলফি রেডি!

Last Updated:

বসার ঘর একটু অন্য ধাঁচে সাজাতে হবে। সাদা রঙ মনে করিয়ে দেয় শীতের দেশে বড়দিনের সময় তুষারপাতের কথা। তাই আসবাবপত্র সাদা রাখলে ভাল।

বড়দিনের আর বেশি দেরি নেই। তার আগেই দ্রুত সাজিয়ে ফেলতে হবে ঘরবাড়ি। কীভাবে সেই কাজ সুষ্ঠু ভাবে করতে হবে তার জন্য রইল কিছু গাইডেন্স।
দরজার সামনে
ক্রিসমাসের মেজাজের সঙ্গে তাল মিলিয়ে লাল, সবুজ ও সাদা রঙ বেছে নিতে হবে। কারণ এই রঙগুলো কখনও পুরনো হয় না। ফুলের মালা, স্তবক, লাল ও সাদা মোজা, কুশন এগুলো কাজে লাগাতে হবে।
দরজার সামনে গোলাকার সবুজ পাতা দেওয়া মালা ঝুলিয়ে দেওয়া যায়। দরজা দিয়ে ঢোকার সময় হাল্কা ফেয়ারি লাইট ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
একটা স্নোম্যান ও ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিনের সাজ সম্পূর্ণ হয় না। স্নোম্যানের গলায় সবুজ, লাল বা কালো উলের মাফলার আর মাথায় কালো বা লাল টুপি থাকলে দিব্যি দেখাবে।
দরজায় ঢোকার সময় যা যা সাজ করা হবে তার মধ্যে সোনালি রঙের ছোঁয়া থাকলে খুব ভাল। কারণ এতে প্রবেশদ্বার ঝলমলে দেখাবে। সোনালি ক্রিসমাস ট্রি, লাইট দেওয়া স্তবক এবং কুশন দিলে খুব সুন্দর লাগবে।
advertisement
বসার ঘর
বসার ঘর একটু অন্য ধাঁচে সাজাতে হবে। সাদা রঙ মনে করিয়ে দেয় শীতের দেশে বড়দিনের সময় তুষারপাতের কথা। তাই আসবাবপত্র সাদা রাখলে ভাল। একটু বর্ণময় স্টাইল করতে লাল বা সবুজ রঙও বেছে নেওয়া যায়।
উৎসবের ঝলমলে আমেজের কথা মাথায় রেখে একটু মেটালিক শেডের কোনও রঙ বেছে নেওয়া যেতে পারে।
advertisement
বসার ঘরেও লাল সাদা রঙের আধিপত্য বজায় থাক। অ্যান্টলার ক্যান্ডেলস্টিক, ফক্স ফারের র‍্যাপ এগুলোও বেশ মজার লাগবে দেখতে।
চারদিকে সবুজ পাতার মালা থাকলেও ভাল।
রান্নাঘর
জানলায় সবুজ পাতার সাজ থাকবে।
advertisement
ভিতরে সাদা মোমবাতি ও ফুলের সাজ থাকবে।
রান্নাঘরের জানলাতেও পুষ্পস্তবক রাখা যেতে পারে।
ঝলমলে আলো রান্নাঘরে ঝুলিয়ে দিতে হবে।
শোয়ার ঘর
যদি মাথার উপরে সিলিংয়ে কড়িকাঠ থাকে তাহলে সেখানে ফার্নের মালা ঝুলিয়ে দেওয়া যায়।
দেওয়ালে পুষ্পস্তবক, প্লেইড বালিশ ও লাল বিছানার চাদর রাখতেই হবে। নাইটস্ট্যান্ডগুলিতে রেইনডিয়ার সজ্জাও দারুণ আইডিয়া।
ঘরের দেওয়ালে স্ট্রিং লাইট দিয়ে গাছ, সুন্দর লাল লণ্ঠন, ক্রিসমাস ট্রি, রেনডিয়ারের মূর্তি এবং আরও অনেক ছোট ছোট ট্রিঙ্কেট দিয়ে ঘর সাজানো যায়৷
advertisement
বাচ্চাদের ঘর
লাইল্যাক ও গোলাপি রঙ দিয়ে বেছে নিতে হবে।
লাল রঙ ও রাখতে হবে। স্যান্তা ক্লজ মোটিফের নানা জিনিসপত্র রাখতে হবে।
ঘরের জানালা, হেডবোর্ড, দেয়াল এবং দরজা সাজাতে গোলাপি, সাদা বা হলুদ রঙের স্ট্রিং লাইট ব্যবহার করা উচিত।
advertisement
বাড়ির বাইরে
পাইন কোন ছড়িয়ে রাখা যায়। বাড়ির বাইরে বাগান থাকলে সেখানে গাছের গায়ে লাইট বা আলো দেওয়া যায়। এছাড়াও আলো ও পুষ্পস্তবক, কুশন ইত্যাদি রাখলে সবার সেলফি তোলার ধুম পড়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আলোর মালা থেকে ফুলের সাজ, বড়দিনে মাত্র কয়েকটি জিনিসেই বাড়ি হবে সেলফি রেডি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement