বড়দিন থেকে নববর্ষ খাওয়া দাওয়া জমে যাক কলকাতায়, রইল লাক্সারি মেনুর হদিশ

Last Updated:

জেনে নেওয়া যাক, কলকাতার কিছু বিখ্যাত রেস্তোরাঁর কথা যারা বড়দিন আর নতুন বছরের কথা মাথায় রেখে প্রতি বছরই বিশেষ কিছু আয়োজন করে।

বড়দিন থেকে নববর্ষ খাওয়া দাওয়া জমে যাক কলকাতায়, রইল লাক্সারি মেনুর হদিশ
বড়দিন থেকে নববর্ষ খাওয়া দাওয়া জমে যাক কলকাতায়, রইল লাক্সারি মেনুর হদিশ
কলকাতা: বড়দিনের উৎসব শুরু হয়ে গিয়েছে প্রায়। আর কিছু দিনের মধ্যে সারা বিশ্বজুড়ে মেতে উঠবে আট থেকে আশি সকলেই। সঙ্গে আসবে বর্ষ বিদায় আর নববর্ষ বরণের পালা। বড়দিন মানেই আলো দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি, কেক, কুকিজ, ক্যান্ডেল, সান্তা টুপি পরে আনন্দে মেতে ওঠা। সব মিলিয়ে আনন্দ, খাবার-দাবার সব কিছুর আয়োজন এখনই করে রাখা ভাল।
জেনে নেওয়া যাক কলকাতার কিছু বিখ্যাত রেস্তোরাঁর কথা যারা বড়দিন আর নতুন বছরের কথা মাথায় রেখে প্রতি বছরই বিশেষ কিছু আয়োজন করে।
তাজ বেঙ্গল:
advertisement
গ্রিল বাই দ্য পুল—
সময়- রাত ৮টার পর
তাজ বেঙ্গলের পরিবেশনায় রয়েছে গালা বুফে ডিনার প্ল্যান, এতে থাকছে ভারতীয় এবং বিশ্বের বিভিন্ন গ্রিল স্টেশনের কুইজিন, সি ফুড, রোস্ট এবং বাছাই করা পানীয় সহ সুস্বাদু নানান ডেজার্ট, সঙ্গে লাইভ মিউজিক এবং ডিজে।
advertisement
মূল্য-
৯৫০০ টাকা** কর অতিরিক্ত /ব্যক্তি
১৬,৫০০ টাকা** কর অতিরিক্ত /ব্যক্তি
৭০০০ টাকা** কর অতিরিক্ত/বাচ্চাদের জন্য (৬ বছর- ১২ বছর)
ক্যাল ২৭—
সময়- রাত ৮টার পর
নির্বাচিত পানীয় এবং সঙ্গীত-সহ নতুন বছরের থিমযুক্ত বুফে ডিনার প্ল্যান।
advertisement
মূল্য-
৩৯০০ টাকা** কর অতিরিক্ত/ব্যক্তি
৭০০০ টাকা** কর অতিরিক্ত /বাচ্চাদের জন্য (৬ বছর- ১২ বছর)
জংশন—
সময়- রাত ৮টার পর
হালকা মিউজিক এবং মনপছন্দের পানীয়-সহ জংশন পরিবেশন করছে গ্লোবাল সিগনেচার অ্যাপেটাইজার।
মূল্য-
৪২০০ টাকা** কর অতিরিক্ত/ব্যক্তি
১৫,০০০ টাকা** কর অতিরিক্ত/কেবিন
সোনারগাঁও/চিনোইসেরি/সুক—
চারটি দুর্দান্ত কুইজিন কোর্স সহ প্রিয়জনের সঙ্গে বাছাই করা পানীয়ের আনন্দ নিতে হলে বড়দিনের সেরা ঠিকানা এই রেস্তোরাঁ।
advertisement
মূল্য-
৪৫০০ টাকা** কর অতিরিক্ত/ব্যক্তি
টেরেস গার্ডেন—
সময়- রাত ৮টার পর
খোলা আকাশের নিচে শীতের আমেজ মেখে স্মরণীয় সন্ধ্যা কাটাতে হলে সেরা ঠিকানা টেরেস গার্ডেন। পছন্দের পানীয়, পার্সোনাল বাটলার পাঁচটি দুর্দান্ত কোর্সমিলের পাশাপাশি বিলাসবহুল গাড়িতে পিক-আপ এবং ড্রপের ব্যবস্থাও করছে এই রেস্তোরাঁ।
advertisement
মূল্য-
১২,০০০ টাকা** অতিরিক্ত কর/দম্পতি
নতুন বছরের ব্রাঞ্চ- ১ জানুয়ারি, ২০২৩
ক্যাল ২৭ এবং গ্রিল বাই দ্য পুল—
সময়- দুপুর ১টার পর
লাইভ গ্রিল, সি ফুড, ডেজার্ট এবং বাছাই করা পানীয় দিয়েই শুরু হোক নতুন বছর। সঙ্গে থাকছে লাইভ মিউজিক।
মূল্য-
৪৫০০ টাকা** অতিরিক্ত কর/ব্যক্তি
১৯৫০ টাকা** অতিরিক্ত কর/বাচ্চাদের জন্য (৬ বছর- ১২ বছর)
advertisement
তাজ সিটি সেন্টার নিউটাউন—
৩১ ডিসেম্বর, ২০২২
শহরের কোলাহল থেকে দূরে প্রশান্তিদায়ক ভ্রমণ ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা যুক্ত এই রেস্তোরাঁয় অতিথিরা এই বিশেষ সেলিব্রেশন অফারটি উপভোগ করতে পারেন।
রুম- ডিলাক্স, লাক্সারি এবং তাজ ক্লাব রুম
হাইলাইটস-
অতিথিরা ৩১ ডিসেম্বরের গালা নাইট প্যাকেজ উপভোগ করতে পারেন, এর সঙ্গে থাকছে বুফে ব্রেকফাস্ট, গালা ডিনার। বাচ্চাদের জন্য থাকছে আলাদা কিডস জোন ও প্রাপ্তবয়স্কদের জন্য থাকছে ডিজে কিরণ কামাথের পারফরম্যান্স।
advertisement
মূল্য-
১০,৫০০ টাকা (অতিরিক্ত কর) থেকে শুরু/ডবল অকুপেন্সি ও ১টি শিশু-সহ (১২ বছরের নীচে)
স্যুট- তাজ ক্লাব স্যুট এবং ডিলাক্স স্যুট
থাকছে জমকালো ব্রেকফাস্ট বুফে-সহ বিলাসবহুল স্যুট, ওয়াইকিকি প্যাকেজ সহ ২৪ ঘণ্টা ওয়াইফাই অ্যাক্সেসের সুবিধা-সহ আরও অনেক কিছু।
মূল্য-
২০,০০০ টাকা (অতিরিক্ত কর) থেকে শুরু/ডবল অকুপেন্সি
প্রিমিয়াম ক্যাটাগরি- জ্যাকুজি সহ ক্লাব রুম
গালা নাইট প্যাকেজের পাশাপাশি গ্রাহকরা পাবেন বুফে ব্রেকফাস্ট, ডিনার এবং উইকিকি- দ্য এশিয়ান কিচেনে ডান্স পার্টির সুযোগ।
মূল্য-
৩০,০০০ টাকা থেকে শুরু** অতিরিক্ত কর থেকে শুরু
ভিভান্ত কলকাতা ইএম বাইপাস
৩১ ডিসেম্বর, ২০২২
মিন্ট
সময়- রাত ৭টা বেজে ৫০ মিনিটের পর
লাইভ পারফরম্যান্সের সঙ্গে থাকছে জমকালো ডাইনিং বিশেষ ডিনার উপভোগের সুযোগ।
মেনু হাইলাইট-
কোস্টাল গ্রিল, বিরিয়ানি, সর্ষে পাবদা, লাইভ ব্রুল স্টেশন, ফ্লামবিড পাটিসাপ্টা এবং আরও অনেক কিছু।
মূল্য-
৩০০০ টাকা অতিরিক্ত কর/ব্যক্তি (অ্যালকোহল বাদে)
৫৫০০ টাকা অতিরিক্ত কর/দম্পতি (অ্যালকোহল বাদে)
ভারতীয় মূল্যে ১৭৫০ টাকা** অতিরিক্ত কর/কিডস ডিনার বুফে (৬ বছর থেকে ১২ বছর)
১ জানুয়ারি, ২০২৩ লাঞ্চ
মিন্ট
সময়- দুপুর ১২টা বেজে ৩০ মিনিট থেকে থেকে ৪টা বেজে ৩০ মিনিট পর্যন্ত
মেনু হাইলাইটস- কসা মাংস, লুচি ও আলুর দম, শেফার্ডস পাই, রাভিয়োলি স্টেশন, ইক্লিয়ার বার এবং মিন্স পাই এবং আরও অনেক কিছু।
মূল্য-
২১৫০ টাকা** অতিরিক্ত কর (মকটেল-সহ)
২৭৫০ টাকা** অতিরিক্ত কর (পছন্দসই পানীয়-সহ)
১১০০ টাকা** অতিরিক্ত কর/শিশু (৬ বছর থেকে ১২ বছর)
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বড়দিন থেকে নববর্ষ খাওয়া দাওয়া জমে যাক কলকাতায়, রইল লাক্সারি মেনুর হদিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement