RS Virus Symptoms: চিন্তা বাড়াচ্ছে আরএস ভাইরাস, হাসপাতালে শিশুদের ভিড়! কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন, জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর মতো শিশুদের হাসপাতালগুলিতে বাড়ছে আরএস ভাইরাসের সংক্রমণে আক্রান্ত শিশুদের ভিড়৷
ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর মতো শিশুদের হাসপাতালগুলিতে বাড়ছে আরএস ভাইরাসের সংক্রমণে আক্রান্ত শিশুদের ভিড়৷ রোগীদের ভিড় বাড়ছে শিশুরোগ বিশেষজ্ঞদের চেম্বারেও৷
শিশুরোগ বিশেষজ্ঞ সুমিত সাহা জানাচ্ছেন, ছোট শিশুদের ক্ষেত্রে আরএস ভাইরাসের প্রথম উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট৷ যে শিশুদের বয়স এক বছরের নীচে, তাদের ক্ষেত্রেই সমস্যা বেশি হয়৷ জ্বর অল্প থাকলেও শ্বাসকষ্টের সমস্যায় কাহিল হয়ে পড়ে শিশুরা৷
advertisement
advertisement
এক্ষেত্রে সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকলে শিশুদের বাড়িতে রেখেই চিকিৎসা সম্ভব৷ তবে শ্বাসকষ্ট বাড়ছে কি না, তা নজর রাখতে হবে৷ যদি দেখা যায় শিশুদের নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হচ্ছে, বুক বার বার ওঠানামা করছে, সেক্ষেত্রে দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ তবে আরএস ভাইরাসে শিশুরা প্রতিবছরই আক্রান্ত হয়৷ এই সংক্রমণ নতুন কিছু নয়৷ ফলে বাবা-মায়েদের উদ্বিগ্ন নাও হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 10:56 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
RS Virus Symptoms: চিন্তা বাড়াচ্ছে আরএস ভাইরাস, হাসপাতালে শিশুদের ভিড়! কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন, জানাচ্ছেন চিকিৎসক