RS Virus Symptoms: চিন্তা বাড়াচ্ছে আরএস ভাইরাস, হাসপাতালে শিশুদের ভিড়! কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন, জানাচ্ছেন চিকিৎসক

Last Updated:

ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর মতো শিশুদের হাসপাতালগুলিতে বাড়ছে আরএস ভাইরাসের সংক্রমণে আক্রান্ত শিশুদের ভিড়৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এর মতো শিশুদের হাসপাতালগুলিতে বাড়ছে আরএস ভাইরাসের সংক্রমণে আক্রান্ত শিশুদের ভিড়৷ রোগীদের ভিড় বাড়ছে শিশুরোগ বিশেষজ্ঞদের চেম্বারেও৷
শিশুরোগ বিশেষজ্ঞ সুমিত সাহা জানাচ্ছেন, ছোট শিশুদের ক্ষেত্রে আরএস ভাইরাসের প্রথম উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট৷ যে শিশুদের বয়স এক বছরের নীচে, তাদের ক্ষেত্রেই সমস্যা বেশি হয়৷ জ্বর অল্প থাকলেও শ্বাসকষ্টের সমস্যায় কাহিল হয়ে পড়ে শিশুরা৷
advertisement
advertisement
এক্ষেত্রে সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকলে শিশুদের বাড়িতে রেখেই চিকিৎসা সম্ভব৷ তবে শ্বাসকষ্ট বাড়ছে কি না, তা নজর রাখতে হবে৷ যদি দেখা যায় শিশুদের নিঃশ্বাস নিতে খুবই সমস্যা হচ্ছে, বুক বার বার ওঠানামা করছে, সেক্ষেত্রে দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ তবে আরএস ভাইরাসে শিশুরা প্রতিবছরই আক্রান্ত হয়৷ এই সংক্রমণ নতুন কিছু নয়৷ ফলে বাবা-মায়েদের উদ্বিগ্ন নাও হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
RS Virus Symptoms: চিন্তা বাড়াচ্ছে আরএস ভাইরাস, হাসপাতালে শিশুদের ভিড়! কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন, জানাচ্ছেন চিকিৎসক
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement