#কলকাতা: করোনা আবহেই এবার বাঙালির সব উৎসব ৷ তা পয়লা বৈশাখ পালন হোক কিংবা বাঙালির মহা উৎসব দুর্গাপুজো ৷ আতঙ্ক নিয়ে দুর্গাপুজোর ৪ দিন কেটে গিয়ে এখনও বিজয়ার আমেজ ৷ সামনেই কোজাগরী লক্ষ্মীপুজো ৷ রাজ্যের ঘরে ঘরে লক্ষ্মীর আরধনায় মেতে উঠবে বাঙালি ৷ তারপরই কালীপুজো ও দীপাবলি ৷ আলোর উৎসবে নতুন করে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা ও করোনার অন্ধকার কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের আহ্বান ৷ তবে যতই করোনা আবহ হোক না কেন, নিয়মনীতির ব্যাপারে কোনও ফাঁক রাখতে চাইছেন না কেউ-ই ৷ ঘরে বসেই যতটা সম্ভব পুজোর আচার-অনুষ্ঠানে ব্যস্ত সবাই ৷শাস্ত্রমতে কালীপুজোর জন্য রয়েছে বিশেষ কিছু রীতি-নীতি, উপাচার ৷ যার মধ্যে দিয়েই শক্তির আরাধনা বা মায়ের আরাধনা সম্পূর্ণ হয় ৷ নীচে রইল এমন কিছু মন্ত্র ৷ যা কিনা মা কালীর পুজোতে অত্যন্ত জরুরী ৷প্রার্থনা মন্ত্র-'এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।'ধূপকাঠি প্রদানের মন্ত্র-