শাস্ত্রমতে কোন কোন মন্ত্রে সন্তুষ্ট হোন মা কালী, জেনে নিন
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
করোনা আবহেই এবার বাঙালির সব উৎসব ৷ তা পয়লা বৈশাখ পালন হোক কিংবা বাঙালির মহা উৎসব দুর্গাপুজো ৷
#কলকাতা: করোনা আবহেই এবার বাঙালির সব উৎসব ৷ তা পয়লা বৈশাখ পালন হোক কিংবা বাঙালির মহা উৎসব দুর্গাপুজো ৷ আতঙ্ক নিয়ে দুর্গাপুজোর ৪ দিন কেটে গিয়ে এখনও বিজয়ার আমেজ ৷ সামনেই কোজাগরী লক্ষ্মীপুজো ৷ রাজ্যের ঘরে ঘরে লক্ষ্মীর আরধনায় মেতে উঠবে বাঙালি ৷ তারপরই কালীপুজো ও দীপাবলি ৷ আলোর উৎসবে নতুন করে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা ও করোনার অন্ধকার কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের আহ্বান ৷ তবে যতই করোনা আবহ হোক না কেন, নিয়মনীতির ব্যাপারে কোনও ফাঁক রাখতে চাইছেন না কেউ-ই ৷ ঘরে বসেই যতটা সম্ভব পুজোর আচার-অনুষ্ঠানে ব্যস্ত সবাই ৷
শাস্ত্রমতে কালীপুজোর জন্য রয়েছে বিশেষ কিছু রীতি-নীতি, উপাচার ৷ যার মধ্যে দিয়েই শক্তির আরাধনা বা মায়ের আরাধনা সম্পূর্ণ হয় ৷ নীচে রইল এমন কিছু মন্ত্র ৷ যা কিনা মা কালীর পুজোতে অত্যন্ত জরুরী ৷
প্রার্থনা মন্ত্র-
advertisement
'এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।'
ধূপকাঠি প্রদানের মন্ত্র-
'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।'
advertisement
পঞ্চফল প্রদানের করার সময়ের মন্ত্র-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।'
পুষ্প প্রদানের মন্ত্র-
'এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।'
কর্পূর প্রদানের মন্ত্র-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি।'
দুধ-স্নানাদি প্রদানের মন্ত্র-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি।'
প্রণাম করার মন্ত্র-
‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।
advertisement
ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী
ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’
এরপর জপ একশো আটবার করা যায় এই মন্ত্রে-
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।'
আচমন -
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ তদবিষ্ণুঃ পরমং পদং পশ্যন্তি সুরয়ঃ । দিবীব চক্ষুরাততম ।। ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ।।
পুস্প শুদ্ধি-
ওঁ পুস্পে পুস্পে মহাপুস্পে সুপুস্পে পুস্পে পুস্পসম্ভবে । পুস্পেচয়াবকীরনে ওঁ হুং ফট স্বাহা ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2020 5:26 PM IST







