Bankura News: প্রাচীন টেরাকোটা কারুকার্যের মুখ ঢেকে যায় ঘুঁটেতে, বাঁকুড়ায় অবহেলার আড়ালে মল্লরাজাদের ইতিহাস
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: একটু অনুসন্ধান করলেই জানা যাবে বিক্রমপুর গ্রামের একপ্রান্তে বাস করে বল্লভ পরিবার। এই পরিবারের কাছেই রয়েছে মন্দিরের সেবা করার দায়িত্ব।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: সবুজ ধান ক্ষেত আর মেঠো পথ পার করে বিক্রমপুর গ্রামে প্রবেশ করলেই দেখবেন এক সুবিশাল পুকুর। আপনি যদি কৌতূহলী হন তাহলে পুকুরপাড়ে বিরাজমান একটি সুন্দর কিন্তু পরিত্যক্ত মন্দির চোখ এড়াবে না কোনওভাবেই। কাছে গেলে স্পষ্ট দেখতে পাবেন টেরাকোটার মন্দিরটি।
বাঁকুড়া জেলার ওন্দায় বিক্রমপুর গ্রামে এইভাবেই পরিচর্যার অভাবে পড়ে রয়েছে বিষ্ণুপুরের মল্ল রাজার আমলের বিগ্রহহীন শতাব্দীপ্রাচীন মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা ইতিহাস অপেক্ষা করছে পরিচর্যার ছোঁয়ার। মন্দিরের আরও কাছে গেলে দেখতে পাবেন টেরাকোটার কারুকার্য ঢেকে গিয়েছে ঘুঁটেতে।
এত কিছু দেখার পর স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগবে। একটু অনুসন্ধান করলেই জানা যাবে বিক্রমপুর গ্রামের একপ্রান্তে বাস করে বল্লভ পরিবার। এই পরিবারের কাছেই রয়েছে মন্দিরের সেবা করার দায়িত্ব। তাঁদের কাছেই রয়েছে মন্দিরের শতাব্দীপ্রাচীন অষ্টধাতুর বিগ্রহ। এখন গ্রামের মানুষ পালা করে পুজো করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : টোস্ট না করেই পাউরুটি খাওয়া ভয়ঙ্কর ক্ষতিকর? কাঁচা পাউরুটি খেলেই অম্বল আর পেটের রোগে দফারফা জীবন? জানুন
বল্লভ পরিবারের এক সদস্য জানান বিষ্ণুপুরের মল্ল রাজা গোপাল সিংহ মহারাজ তৎকালীন সময়ে মুখোপাধ্যায় পরিবারকে দেন মন্দিরের দায়িত্ব এবং কিছু সম্পত্তি, সঙ্গে উপাধি দেন বল্লভ। তারপর থেকে বল্লভ পরিবারের তত্ত্বাবধানে চলে আসছে মন্দিরের সেবার কাজ। যাঁরা খোঁজ খবর রাখেন তাঁরা মন্দির দেখতে এলে বল্লভদের মুখেই জেনে নেন ইতিহাস।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 5:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura News: প্রাচীন টেরাকোটা কারুকার্যের মুখ ঢেকে যায় ঘুঁটেতে, বাঁকুড়ায় অবহেলার আড়ালে মল্লরাজাদের ইতিহাস