Raw Bread vs Toasted Bread: টোস্ট না করেই পাউরুটি খাওয়া ভয়ঙ্কর ক্ষতিকর? কাঁচা পাউরুটি খেলেই অম্বল আর পেটের রোগে দফারফা জীবন? জানুন

Last Updated:
Raw Bread vs Toasted Bread:হোয়াইট, ব্রাউন, মাল্টিগ্রেইন, হোল হুইট ব্রেড, আটা ব্রেড-সহ একাধিক রূপে পাওয়া যায় পাউরুটি৷ কিন্তু প্রশ্ন হল টোস্ট না করা কাঁচা পাউরুটি কতটা ভাল? নাকি খুবই ক্ষতিকর?
1/7
সারা বিশ্ব জুড়েই পাউরুটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত খাবার৷ বিশেষ করে প্রাতরাশ এবং দিনের অন্য সময়ে টিফিন হিসেবে ভারতে খুবই পরিচিত পাউরুটি৷
সারা বিশ্ব জুড়েই পাউরুটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত খাবার৷ বিশেষ করে প্রাতরাশ এবং দিনের অন্য সময়ে টিফিন হিসেবে ভারতে খুবই পরিচিত পাউরুটি৷
advertisement
2/7
হোয়াইট, ব্রাউন, মাল্টিগ্রেইন, হোল হুইট ব্রেড, আটা ব্রেড-সহ একাধিক রূপে পাওয়া যায় পাউরুটি৷ কিন্তু প্রশ্ন হল টোস্ট না করা কাঁচা পাউরুটি কতটা ভাল? নাকি খুবই ক্ষতিকর? বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
হোয়াইট, ব্রাউন, মাল্টিগ্রেইন, হোল হুইট ব্রেড, আটা ব্রেড-সহ একাধিক রূপে পাওয়া যায় পাউরুটি৷ কিন্তু প্রশ্ন হল টোস্ট না করা কাঁচা পাউরুটি কতটা ভাল? নাকি খুবই ক্ষতিকর? বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
3/7
উচ্চ তাপমাত্রায় বেক করা হয় পাউরুটিকে৷ ফলে ক্ষতিকর জীবাণু অনেকটাই অপসারিত হয় কাঁচা পাউরুটি থেকেও৷ ফলে টোস্ট না করলেও চরম ক্ষতিকর নয় পাউরুটি৷
উচ্চ তাপমাত্রায় বেক করা হয় পাউরুটিকে৷ ফলে ক্ষতিকর জীবাণু অনেকটাই অপসারিত হয় কাঁচা পাউরুটি থেকেও৷ ফলে টোস্ট না করলেও চরম ক্ষতিকর নয় পাউরুটি৷
advertisement
4/7
তবে কাঁচা পাউরুটি কোনও সময় খোলা জায়গায় বা অতিরিক্ত আর্দ্র পরিবেশে রাখবেন না৷ তাহলে কিন্তু ছত্রাকের সংক্রমণ হতে পারে৷ মোল্ড গজাতে পারে পাউরুটিতে৷ কাঁচা পাউরুটি খাওয়ার আগে দেখে নিন৷
তবে কাঁচা পাউরুটি কোনও সময় খোলা জায়গায় বা অতিরিক্ত আর্দ্র পরিবেশে রাখবেন না৷ তাহলে কিন্তু ছত্রাকের সংক্রমণ হতে পারে৷ মোল্ড গজাতে পারে পাউরুটিতে৷ কাঁচা পাউরুটি খাওয়ার আগে দেখে নিন৷
advertisement
5/7
টোস্ট করলে পাউরুটির আর্দ্রতা কমে যায়৷ স্টার্চও ভেঙে যায়৷ ফলে হজমে সমস্যা হতে পারে৷ দেখা দিতে পেট ফাঁপার সমস্যা৷
টোস্ট করলে পাউরুটির আর্দ্রতা কমে যায়৷ স্টার্চও ভেঙে যায়৷ ফলে হজমে সমস্যা হতে পারে৷ দেখা দিতে পেট ফাঁপার সমস্যা৷
advertisement
6/7
প্রোটিন, ফাইবার, ক্যালোরির দিক দিয়ে টোস্ট করা এবং টোস্ট না করা-দু’ রকম পাউরুটিই সমান৷ তবে টোস্ট করলে গ্লাইসেমিক ইমপ্যাক্ট কমতে পারে৷
প্রোটিন, ফাইবার, ক্যালোরির দিক দিয়ে টোস্ট করা এবং টোস্ট না করা-দু’ রকম পাউরুটিই সমান৷ তবে টোস্ট করলে গ্লাইসেমিক ইমপ্যাক্ট কমতে পারে৷
advertisement
7/7
টোস্ট করা বা টোস্ট না করার থেকেও বড় কথা হল পাউরুটি তৈরি হচ্ছে কীভাবে৷ যদি পাউরুটির মণ্ড ঠিকমতো বেকড না করা হয়, তাহলে ই কোলি এবং সালমোনেল্লা-র মতো ভয়ঙ্কর জীবাণুর সংক্রমণ হতে পারে৷ তাই টোস্টের তুলনায় বেকিং বেশি গুরুত্বপূর্ণ পাউরুটির ক্ষেত্রে৷
টোস্ট করা বা টোস্ট না করার থেকেও বড় কথা হল পাউরুটি তৈরি হচ্ছে কীভাবে৷ যদি পাউরুটির মণ্ড ঠিকমতো বেকড না করা হয়, তাহলে ই কোলি এবং সালমোনেল্লা-র মতো ভয়ঙ্কর জীবাণুর সংক্রমণ হতে পারে৷ তাই টোস্টের তুলনায় বেকিং বেশি গুরুত্বপূর্ণ পাউরুটির ক্ষেত্রে৷
advertisement
advertisement
advertisement