Shakuntala Kali Puja 2025: ১৩৬ বছরের শকুন্তলা কালীপুজো ঘিরে অজস্র ভক্ত সমাগম! কোন্নগরে এখন সাজো সাজো রব
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shakuntala Kali Puja 2025: একদিকে যেমন মন্দিরের বাইরে উৎসবের মেজাজ, এখন থেকেই বহু ভক্তদের ভিড় পুজো দেওয়ার জন্য। ঠিক তেমনি এখন জোর কদমে প্রস্তুতি চলছে মায়ের প্রতিমা তৈরির।
রাহী হালদার, হুগলি: কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ রক্ষা কালীপুজো শ্রী শ্রী শকুন্তলা কালীমাতার পূজা। ১৩৬ বছরের এই পুজো ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হতে দেখা যায়। প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পূজার আয়োজন করা হয়। এই বছর ২৬ এপ্রিল বাংলার ১২ ই বৈশাখ হতে চলেছে মা শকুন্তলার পুজো। সেই নিয়ে একেবারে সাজো সাজো রব শহর কোন্নগর জুড়ে।
একদিকে যেমন মন্দিরের বাইরে উৎসবের মেজাজ, এখন থেকেই বহু ভক্তদের ভিড় পুজো দেওয়ার জন্য। ঠিক তেমনি এখন জোর কদমে প্রস্তুতি চলছে মায়ের প্রতিমা তৈরির। দীর্ঘ চার প্রজন্ম ধরে শকুন্তলা কালী মায়ের মূর্তি তৈরি করে আসছেন কোন্নগর বারো মন্দির সংলগ্ন এলাকার মৃৎশিল্পী বাদলচন্দ্র পাল। যদিও এই দিনে শুধুমাত্র শকুন্তলা মায়ের নয় একইসঙ্গে পুজো হয় আরও বেশ কয়েকটি। ঠাকুর তৈরির জায়গায় এখন একসঙ্গে রক্ষা কালী মায়ের বিভিন্ন রূপ।
advertisement
আরও পড়ুন : সপ্তাহে জাস্ট ‘২ বার’ এই ‘সাদা সবজি’ খেলেই কমবে ‘লিভার ক্যানসারের’ চান্স! ‘৪ বার’ এটা খেলে হবে না ‘ফ্যাটি লিভার’!
এই বিষয়ে ঠাকুর নির্মাতা বাদলচন্দ্র পাল জানান, তাঁরা চার প্রজন্ম ধরেই ঠাকুর বানিয়ে আসছেন। প্রথমে তাঁর ঠাকুরদা মায়ের প্রতিমা গড়তেন। পরবর্তীতে তাঁর বাবা, তাঁর কাকা এবং তার পর এখন বাদল পাল নিজের হাতে দীর্ঘ বছর ধরে তৈরি করে আসছেন শকুন্তলা মায়ের মূর্তি। আগে একটা সময় এক রাতেই তৈরি হত এই মূর্তি। এক রাতে পুজো হত, পরের দিন সকালে হত নিরঞ্জন। কিন্তু এলাকায় বেড়েছে পুজোর সংখ্যাও। সেই কারণে এখন আগে থেকেই ঠাকুর তৈরির কাজ শুরু হয়ে যায়। একটা সময় শকুন্তলা কালীপুজোর দিনে এখানে নয়টি পূজা হত। তবে বর্তমানে সে পুজোর সংখ্যা আরও বাড়ছে দিন দিন।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 8:44 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shakuntala Kali Puja 2025: ১৩৬ বছরের শকুন্তলা কালীপুজো ঘিরে অজস্র ভক্ত সমাগম! কোন্নগরে এখন সাজো সাজো রব