#ইংল্যান্ড: করোনা ভাইরাসের মোকাবিলায় নেমেছে গোটা বিশ্ব। এই সময় মানুষকে ঘরে বন্দি বা সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। যাতে এই ভাইরাস বেশি মাত্রায় মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। এই সময় বয়স্কদের বেশি যত্ন নিতে বলা হচ্ছে। শুধু শরীরের না মনের যত্নও নিতে বলা হচ্ছে।
৯ মাস আগেই মারা গিয়েছেন এই ৯৪ বছর বৃদ্ধের স্ত্রী। স্ত্রীর মৃত্যুর পর থেকে তাঁর একটি ছবি সারাক্ষণ নিজের কাছে নিয়ে বসে থাকতেন এই বৃদ্ধ। কোয়ারেন্টাইনে থেকে তাঁর মন আরও খারাপ হয়ে যাচ্ছিল। দাদুর মন ভাল করতে তাঁর নাতনি দিদিমার ছবি বালিশে প্রিন্ট করিয়ে দিলেন। সেই বালিশ দেখে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ। এই ভিডিও ফেসবুকে শেয়ার হতেই ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Viral Video