Cancer Treatment: ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, এই ৩ পদ্ধতিতে বিরাট সাফল্য! কোথায় হচ্ছে এই চিকিৎসা?

Last Updated:

Cancer Treatment: প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়লে রোগীর সেরে ওঠার সম্ভাবনা ১০০ শতাংশ। এমনটাই বলেন চিকিৎসকরা।

ক্যানসারের চিকিৎসা
ক্যানসারের চিকিৎসা
দ্বারভাঙা: সপাতালের ক্যানসার বিভাগের এইচওডি ডা. অভিষেক আনন্দ বলেন, ‘প্রধানত ৩টি পদ্ধতিতে ক্যানসারের চিকিৎসা করা হয়। প্রথমটি হল সার্জিক্যাল অনকোলজি। একে সার্জারি বলা হয়। কোনও ব্যক্তির শরীরের কোথাও টিউমার বা কোনও মাংসপিণ্ড থাকলে তা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। দ্বিতীয়টি হল রেডিয়েশন অনকোলজি। এতে এমন কিছু রশ্মি ব্যবহার করা হয় যা ক্যানসার কোষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তৃতীয়টি হল মেডিকেল অনকোলজি। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি’।
চিকিৎসা পদ্ধতি নির্ভর করে কোন ধরনের ক্যানসার হয়েছে এবং সেটা কোন পর্যায়ে আছে তার উপর। কিছু ক্যানসার আক্রান্ত ব্যক্তিদের নির্দিষ্ট এক ধরনের চিকিৎসাই করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের একসঙ্গে কয়েক ধরনের চিকিৎসা দেওয়া হয়। যেমন কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির সঙ্গে অস্ত্রোপচার। এর মধ্যে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি বা হরমোন থেরাপিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: কথায় কথায় মেয়েদের মুড পরিবর্তন কি আসলে ন্যাকামি? কেন হয় মুড সুইং জানেন?
ক্যানসারের কিছু জটিল ক্ষেত্রে প্রতিস্থাপন প্রয়োজন হয়। দ্বারভাঙ্গার ক্যানসার রোগীদের এখন আর এর জন্যে বেশি দূর যেতে হবে না। শুধুমাত্র দারভাঙ্গা জেলাতেই এই ধরনের রোগীরা ক্যানসার সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। যার জন্য আগে রোগীকে দিল্লি, পুণে বা পটনা যেতে হত।
advertisement
জেলায় এখন দুটি ক্যানসার হাসপাতাল: ক্যানসারের চিকিৎসার জন্য এখন দ্বারভাঙ্গা জেলার মানুষদের আর বাইরে যেতে হবে না। জেলাতেই তৈরি হয়েছে দুটি ক্যানসার হাসপাতাল। রয়েছে বিশ্বমানের প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদল। প্রথমটি স্বামী বিবেকানন্দ ক্যানসার হাসপাতাল। এটি এনএইচ ৫৭-এর পাশে অবস্থিত। অন্যটি পারস হাসপাতাল। এখানেই ক্যানসারের যে কোনও জটিল চিকিৎসা করার সবরকম ব্যবস্থা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cancer Treatment: ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, এই ৩ পদ্ধতিতে বিরাট সাফল্য! কোথায় হচ্ছে এই চিকিৎসা?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement