International Nurses Day 2023: হাসপাতালে যাঁদের ছাড়া চলে না, সেই নার্সদের বিষয়ে এমন কিছু তথ্য, যা অবাক করে দেবে

Last Updated:

International Nurses Day 2023: চলতি বছর এই অনুষ্ঠানের থিম, তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।

আন্তর্জাতিক নার্স দিবস (ফাইল ছবি)
আন্তর্জাতিক নার্স দিবস (ফাইল ছবি)
কলকাতা: আজ আন্তর্জাতিক নার্স দিবস। সমাজের জন্য নার্সদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর সারা বিশ্বে ১২ মে দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবসের তকমা দেওয়া হয়েছে। নার্স এই শব্দটা এসেছে প্রাচীন পেশা ওয়েট নার্স থেকে। আসলে আগেকার দিনে সন্তানের জন্মের পরেই সদ্য প্রসূতিকে হয়তো কাজ করতে বেরতে হত সংসার চালানো জন্য। এদিকে নবজাতকরা স্তনদুগ্ধ পান করে। মায়েরা কাজে বেরোলে তো সেটা আর তারা পাবে না। তাই সেই সদ্যোজাত শিশুরা যাতে স্তনদুগ্ধ পায়, তার জন্য ওয়েট নার্স পেশার সঙ্গে যুক্ত মহিলাদের হাতে সন্তানকে দিয়ে নিশ্চিন্তে কাজে যেতেন মা। যদিও আজকের যুগে আর এই নার্সিং পেশার সঙ্গে বাচ্চাদের স্তন্যপানের কোনও সম্পর্ক নেই। মূলত মুমূর্ষু রোগীদের দেখাশোনা এবং সেবা করেন নার্সরা। চলতি বছর এই অনুষ্ঠানের থিম, তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩: থিম
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (আইসিএন) জানিয়েছে যে, আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩-এর থিম হল – আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। এর অর্থ হল, আগামী দিনে কোভিড ১৯-এর মতো স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ সামাল দেওয়ার জন্য কী চাইছে আইসিএন এবং গ্লোবাল নার্সিং সোসাইটি।
advertisement
advertisement
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩: ইতিহাস
১৯৬৫ সাল থেকে ১২ মে দিনটিতে আন্তর্জাতিক নার্স দিবসের তকমা দিয়েছিল আইসিএন। আসলে এই দিনটি হল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। আধুনিক নার্সিংয়ের অগ্রদূত হিসেবে গণ্য করা তাঁকে।
প্রতি বছর নার্স এবং জনসাধারণকে সাহায্য করার জন্য সম্পদ এবং প্রমাণ তৈরি করে তা ছড়িয়ে দেয় আইসিএন। এই কিটে থাকে ক্যাম্পেন পোস্টার। যেখানে সংশ্লিষ্ট বছরের থিম উল্লেখ করা থাকে। এর পাশাপাশি থাকে একটি সোশ্যাল মিডিয়া টুলকিট, প্রেসক্রিপটিভ এভিডেন্সের রিপোর্ট এবং একটি চার্টার ফর চেঞ্জ। এর মধ্যে ১০টি পলিসির উল্লেখ থাকে। স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখা এবং উন্নতি করার জন্য সরকার ও কর্মীরা এই পলিসি গ্রহণ করে থাকে। এগুলি আসলে সহজলভ্য, সাশ্রয়ী এবং নিরাপদ।
advertisement
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৩: তাৎপর্য
গোটা বিশ্বে স্বাস্থ্য পরিষেবার পুরোভাগে রয়েছেন নার্সরা। মানুষের জীবন রক্ষার্থে নার্সদের কাজ এবং আত্মত্যাগের জন্য তাঁদের উদ্দেশ্যে সম্মান জানাতেই নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এখানেই শেষ নয়, সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত মুমূর্ষু ও আহত সেনাদের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নিঃস্বার্থ সেবামূলক কাজকেও শ্রদ্ধা জানানো হয় এই বিশেষ দিনটিতে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
International Nurses Day 2023: হাসপাতালে যাঁদের ছাড়া চলে না, সেই নার্সদের বিষয়ে এমন কিছু তথ্য, যা অবাক করে দেবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement