Cancer: এই ৭ উপসর্গ হতে পারে ক্যানসারের লক্ষণ! সময় থাকতেই সতর্ক হন

Last Updated:

Cancer symptoms: ঠিক কোন কোন লক্ষণ দেখলে প্রথমেই সাবধানতা অবলম্বন করা উচিত তা জানতে হবে।

মহিলাদের ক্ষেত্রে স্তনের ক্যানসারও আগে ধরা পড়লে সেখান থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তবে ধরা পড়তেই অনেকটা সময় লেগে যায়। কিন্তু কিছু উপসর্গ থাকে যা আগাম জানান দেয় স্তন ক্যানসারের।
মহিলাদের ক্ষেত্রে স্তনের ক্যানসারও আগে ধরা পড়লে সেখান থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তবে ধরা পড়তেই অনেকটা সময় লেগে যায়। কিন্তু কিছু উপসর্গ থাকে যা আগাম জানান দেয় স্তন ক্যানসারের।
#কলকাতা: যখন শরীরের কোনও কোষ অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় এবং ধীরে ধীরে অন্য কোনও অংশে ছড়িয়ে পড়ে, তখন তাকে ক্যানসার (Cancer) বলে। ক্যানসার মানেই যেমন মৃত্যুভয় তেমনই ক্যানসার কিন্তু প্রাথমিক পর্যায়ে সনাক্ত করতে পারলে সুস্থতার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কিন্তু অনেক সময়েই প্রাথমিক পর্যায়ে মারণব্যাধিকে সনাক্ত করা যায় না। তাই ঠিক কোন কোন লক্ষণ দেখলে প্রথমেই সাবধানতা অবলম্বন করা উচিত তা জানতে হবে (Cancer symptoms)।
সাধারণত শেষ স্টেজে ধরা পড়লেই ক্যানসারের প্রাণহানির আশঙ্কা বেশি থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে শরীরে ক্যানসারের কোনও প্রাথমিক লক্ষণ থাকলেও অনেকেই সেটি বুঝতে পারেন না। যার ফলে ক্যানসারের কোষগুলি বেড়ে যাওয়ার সুযোগ পায়।
advertisement
advertisement
প্রাথমিক লক্ষণগুলি কী
মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, পেট ফাঁপা, স্তনে ফোলাভাব, ওজন কমে যাওয়া, রক্তপাত, নিঃশ্বাসে কষ্ট, আঁচিল হল ক্যানসারের প্রাথমিক লক্ষণ।
মল ত্যাগের অভ্যাসে পরিবর্তন
মলে রক্ত, কোষ্ঠকাঠিন্য, পেটে কিংবা মলদ্বারে ব্যথা ক্যানসারের প্রাথমিক লক্ষণ। তাই এই লক্ষণগুলি থাকলে সতর্ক হতে হবে।
পেট ফাঁপা
advertisement
যদিও অন্যান্য কারণের জন্যেও পেট ফাঁপার সমস্যা হতে পারে তবে তিন সপ্তাহ অথবা তার বেশি সময় ধরে ব্লটিং থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত৷
স্তনে ফোলাভাব
যদি স্তনে কোনও ফোলাভাব দেখা যায় এবং ধীরে ধীরে সেটির আকার বাড়তে থাকে তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
নিঃশ্বাসে কষ্ট
advertisement
দীর্ঘদিনের কাশি, বুকে ব্যথার সঙ্গে ক্যানসারের সম্পর্ক রয়েছে। তবে কিছু ক্ষেত্রে এটি নিউমোনিয়ার জন্যেও হতে পারে। তাই সঠিকভাবে ক্যানসার কি না সনাক্ত করতে ডাক্তারের পরামর্শ নেওয়াই শ্রেয়।
ওজন কমে যাওয়া
কোনও কারণ ছাড়াই কিংবা কোনও ডায়েট, এক্সারসাইজ এবং কোনও দুশ্চিন্তা না থাকা সত্ত্বেও কয়েক মাস ধরে ওজন কমে যাওয়ার পিছনে থাকতে পারে ক্যানসারের মতো মারণ রোগের ইঙ্গিত।
advertisement
রক্তপাত
কফে, প্রস্রাবে কিংবা মলে রক্তপাতের লক্ষণে অবহেলা করা উচিত নয়। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
আঁচিল
আমাদের সকলের শরীরেই কম-বেশি আঁচিল দেখতে পাওয়া যায়। কিন্তু কোনও আঁচিল যদি ধীরে ধীরে বড় হতে থাকে, চুলকায়, রক্ত বেরোয় কিংবা স্তর দেখা যায় তাহলে ডাক্তারকে দেখিয়ে নিতে দেরি করলে চলবে না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cancer: এই ৭ উপসর্গ হতে পারে ক্যানসারের লক্ষণ! সময় থাকতেই সতর্ক হন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement