Weight Loss: আলু খেয়েও কমবে ওজন! শুধু মাথায় রাখতে হবে এই কয়েকটি টিপস

Last Updated:

Weight Loss Tips: ডুবো তেলে ভাজা আলু, বা চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর নয়। এয়ার-ফ্রাইং, বেকিং, এবং রোস্টিংয়ের মতো পদ্ধতিতে আলু রান্না করে খেতে পারেন৷

#নয়াদিল্লি: আলুভাজা, আলুর পরোটা, আলুর চপ, আলুর ঝোল, আলুর চিপস, আলু টিক্কি… আলুর নানা রূপ! মজার কথা হল, অধিকাংশই অস্বাস্থ্যকর। তাও আলুর মোহ ছেড়ে বেরনো আমাদের পক্ষে বড়ই সমস্যার। সম্ভবত এই কারণেই আলু বছরের পর বছর ধরে চর্বিযুক্ত খাবার হিসাবে ‘কু’খ্যাতি অর্জন করেছে। যারা ওজন কমাতে তৎপর তারা তো আগে ভাগেই ডায়েট থেকে আলু বাদ দেন। ডায়াবেটিকরাও স্বাস্থ্য সমস্যা এড়াতে যে কোনও মূল্যে আলুকে বাদ দিয়ে চলেন। কিন্তু সত্যি কথাটা হল আলু সঠিক ভাবে খেলে কিন্তু ওজন কমতেও (Weight Loss) পারে।
আসলে নিজেই ক্যালোরি সমৃদ্ধ হওয়ার কারণে নয় আমরা যেভাবে আলু রান্না করি তাতেই খাবারটি অস্বাস্থ্যকর (Weight Loss) হয়ে ওঠে। আলু ভেজে, আলুর পুর করে বা মাখন এবং ক্রিম দিয়ে আলু খেতে এতটাই পছন্দ করি আমরা যে আলু বেক করে বা সেদ্ধ করে, রোস্ট বা এয়ার ফ্রাইয়ের মতো স্বাস্থ্যকর উপায়ে রান্না করার কথা মাথাতেও আসে না।
advertisement
advertisement
আলু অতিরিক্ত খিদে আটকায়
আলু আসলে পুষ্টিগুণে ভরপুর যার ফলে ওজন কমানোর খাবার হিসেবে এটি আদর্শ। আলুতে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রতিরোধী স্টার্চ থাকে যার ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে। পেট ভরা থাকলে খিদেও কম পায়, ভুলভাল খাওয়ার প্রবণতাও কমে, কম ক্যালোরি খাওয়া হলে ওজনও কমে (Weight Loss)।
আলু মেটাবলিজম বাড়ায়
পুষ্টিবিদরা বলেন যে আলুতে প্রচুর পরিমাণে আলু প্রোটিজ ইনহিবিটরস-২ পাওয়া যায়, যা কোলেসিস্টোকিনিন হরমোন নিঃসরণ করে পেট ভরায়। এছাড়াও, আলু পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা শর্করা ভেঙে বিপাক ক্ষমতা বাড়িয়ে তোলে।
advertisement
আলু কীভাবে ওজন কমাতে সাহায্য করে
আলুতে থাকা পটাসিয়াম শরীরে জল ধরে রাখা আটকায় এবং ডায়েটিশিয়ানদের মতে তা ওজন কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে যে আলু চর্বির কোষও সঙ্কুচিত করতে পারে।
সঠিক উপায়ে আলু খান
ডুবো তেলে ভাজা আলু, বা চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর নয়। এয়ার-ফ্রাইং, বেকিং, এবং রোস্টিংয়ের মতো পদ্ধতিতে আলু রান্না করে খেতে পারেন৷
advertisement
স্বাস্থ্যকর বিকল্প দিয়ে অস্বাস্থ্যকর আলুর স্ন্যাকস বদলে ফেলা সবসময়ই সম্ভব। বেকড আলু চিপস খেতে পারেন এবং প্রসেসড চিপস বা ছাঁকা তেলে ভাজা চিপসের পরিবর্তে জলপাই তেলে ভাজা চিপস খেতে পারেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss: আলু খেয়েও কমবে ওজন! শুধু মাথায় রাখতে হবে এই কয়েকটি টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement