COVID-19 brain fog: করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পরে 'মস্তিষ্কের কুয়াশা'য় ভুগতে পারেন আপনিও! কী এর উপসর্গ?

Last Updated:

Covid-19 Side Effects: কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠা এক তৃতীয়াংশ রোগী স্নায়বিক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্ত চলাচল বন্ধ হওয়া-সাধারণত এই দুই অবস্থাকে স্ট্রোকের আওতায় ফেলা হয়। শুরুতেই যদি এই সমস্যার লক্ষণগুলো চিহ্নিত করা সম্ভব হয় চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়।
মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা রক্ত চলাচল বন্ধ হওয়া-সাধারণত এই দুই অবস্থাকে স্ট্রোকের আওতায় ফেলা হয়। শুরুতেই যদি এই সমস্যার লক্ষণগুলো চিহ্নিত করা সম্ভব হয় চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়।
#নয়াদিল্লি: দু’বছর ধরে মহামারীর আবহে থেকে কোভিড-১৯ সংক্রমণের সাধারণ উপসর্গগুলির কথা এখন সকলেই জানেন। শ্বাসকষ্ট, কাশি এবং জ্বরের মতো লক্ষণগুলি সেরে ওঠার এক সপ্তাহের মধ্যেই চলে যায়, কিছু ক্ষেত্রে অবশ্য ১৪ দিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু এই মারণরোগকে হারিয়ে সেরে ওঠার পরেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। করোনার একটি অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়া হল ‘মস্তিষ্কের কুয়াশা’। মনোযোগ হ্রাস এবং স্মৃতিশক্তি হ্রাসের মতো স্নায়বিক রোগের জন্ম দিতে পারে এই COVID-19 brain fog।
যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, বড় স্ট্রোক হয়েছে বা মস্তিষ্কে ভীষণ আঘাত পেয়েছেন তাঁদের স্নায়বিক সমস্যায় ভোগার সম্ভাবনা বেশি। যাদের উপর অ্যানাস্থেসিয়া প্রয়োগ হয়েছে বা যারা দীর্ঘদিন ধরে ভেন্টিলেটরের সহায়তায় রয়েছেন তারাও বিপদের মুখে রয়েছেন। COVID-19-এ যারা আক্রান্ত হয়েছেন এবং বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন এখন ভাইরাসের স্নায়বিক পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সঙ্গে লড়তে হচ্ছে তাঁদের। কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠা এক তৃতীয়াংশ রোগী স্নায়বিক অসুস্থতার সম্মুখীন হচ্ছেন।
advertisement
advertisement
মনে রাখার সমস্যা, মস্তিষ্কের কুয়াশা (COVID-19 brain fog), খিঁচুনি, স্ট্রোক এবং নিউরোপ্যাথি এই জাতীয় কয়েকটি সমস্যা। প্রাথমিক গবেষণা অনুসারে, COVID-19 নিউরো-ইনভেসিভ অর্থাৎ এটি মস্তিষ্ক এবং সংলগ্ন স্নায়ুকেও সংক্রমিত করতে পারে। যে কারণে করোনার সাধারণ উপসর্গ গন্ধ হ্রাস পাওয়ার সমস্যাটি দেখা দেয়।
advertisement
COVID-19 brain fog কিন্তু চট করে নির্ণয় করা সম্ভব নয়, এর লক্ষণগুলি পরিবর্তিত হতে পারে। দেখে নিন এর কিছু উপসর্গ:
স্মৃতির সমস্যা
বিস্মৃতি
মনোযোগের অভাব
মানসিক স্বচ্ছতার অভাব
অবিরাম মাথাব্যথা
বিভ্রান্তি
রাতের ঘুম না হওয়ার পরে মানসিক আলস্য
যেকোনও উপসর্গ দেখা দিলেই তা লিখে রাখুন, এটি কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করছে তাও লিখুন। চিকিৎসককে বিস্তারিত জানান বিষয়টি। আরেকটি বিষয় মনে রাখতেই হবে। রোগীর যদি কোনও মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব একজন কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নেওয়া উচিত।
advertisement
চিকিত্সা না করানো, উদ্বেগ, বিষণ্নতা বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) সবই স্মৃতিশক্তির কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে। এর সঙ্গে COVID-19 জুড়ে গেলে অবস্থা আরও খারাপ হতে পারে। তাই যে কোনও ধরনের মস্তিষ্কের কুয়াশায় (COVID-19 brain fog) আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত আবশ্যক। মদ এবং ধূমপান এড়িয়ে চলুন, পুষ্টিকর খাবার খান, প্রিয়জনের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখুনন, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম ভুলবেন না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
COVID-19 brain fog: করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পরে 'মস্তিষ্কের কুয়াশা'য় ভুগতে পারেন আপনিও! কী এর উপসর্গ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement