৬০ হাজার টাকার জ্যাকেট না চলন্ত বাঁধাকপি! নামী সংস্থার পোশাক নিয়ে হাসির রোল

Last Updated:

Viral Cabbage Jacket: নেটিজেনদের দাবি, এই বহুমূল্য জ্যাকেট পরলে মনে হবে যেন বাঁধাকপির দুটো পা গজিয়েছে। তাই সে চলে ফিরে বেড়াচ্ছে

ফ্যাশনিস্তা হওয়ার দু’রকম দিকই আছে। একদিকে যেমন বাহবা জোটে। আবার ভুলের মাশুলও দিতে হয়। সেরকমই হয়েছে সম্প্রতি। নামী সংস্থা ডিজেলের একটি পোশাক নিয়ে হাসির রোল নেটিজেনদের মধ্যে। ট্যুইটারে রব উঠেছে, ৬০ হাজার টাকা মূল্যের এই জ্যাকেট দেখতে ঠিক বাঁধাকপি! নেটিজেনদের দাবি, এই বহুমূল্য জ্যাকেট পরলে মনে হবে যেন বাঁধাকপির দুটো পা গজিয়েছে। তাই সে চলে ফিরে বেড়াচ্ছে।
অবশ্য এটাই প্রথম নয়। ডিজেলের মহার্ঘ্য পোশাক নিয়ে রসিকতা এর আগেও হয়েছে। এর আগে এই ব্র্যান্ডের ৮২ হাজার টাকা মূল্যের স্কার্টও ছিল রসিকতার লক্ষ্য।
গত বছর শীতের ফ্যাশনে একটি মাইক্রো মিনি স্কার্ট এনেছিল ডিজেল। ফ্যাশন রানওয়ে শো-এর অংশ সেই স্কার্টের সামনে বড় বড় করে লেখা ছিল সংস্থার আদ্যক্ষর ডি।
advertisement
advertisement
কিন্তু ৮২ হাজার টাকা মূল্যের সেই স্কার্টের পিছন অংশে ছিল ভেলক্রো ক্লোজার। সেটা নিয়ে তীব্র সমালোচনা হয় নেট মহলে।
কিছু দিন আগেই ব্যঙ্গের নিশানায় ছিল আর এক বিলাসবহুল ব্র্যান্ড উগো বস। তারা এক জোড়া নীল চটি বিক্রি করছিল ৯ হাজার টাকায়। এতে হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে।
advertisement
বাথরুমের পরার জন্য রাখা ফ্লিপফ্লপ চটি নিয়ে চূড়ান্ত ঠাট্টা মশকরা করা হয় সে সময়। তাঁদের অভিযোগ ছিল বাড়িতে পরার সাধারণ হাওয়াই চটিরই আকাশছোঁয়া দাম নিচ্ছে নামী ব্র্যান্ড।
advertisement
এখন তাদের সমালোচনার তালিকায় ডিজেলের বাঁধাকপি-জ্যাকেট। ঘুরছে এই সংক্রান্ত অসংখ্য মিম।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৬০ হাজার টাকার জ্যাকেট না চলন্ত বাঁধাকপি! নামী সংস্থার পোশাক নিয়ে হাসির রোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement