৬০ হাজার টাকার জ্যাকেট না চলন্ত বাঁধাকপি! নামী সংস্থার পোশাক নিয়ে হাসির রোল
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Cabbage Jacket: নেটিজেনদের দাবি, এই বহুমূল্য জ্যাকেট পরলে মনে হবে যেন বাঁধাকপির দুটো পা গজিয়েছে। তাই সে চলে ফিরে বেড়াচ্ছে
ফ্যাশনিস্তা হওয়ার দু’রকম দিকই আছে। একদিকে যেমন বাহবা জোটে। আবার ভুলের মাশুলও দিতে হয়। সেরকমই হয়েছে সম্প্রতি। নামী সংস্থা ডিজেলের একটি পোশাক নিয়ে হাসির রোল নেটিজেনদের মধ্যে। ট্যুইটারে রব উঠেছে, ৬০ হাজার টাকা মূল্যের এই জ্যাকেট দেখতে ঠিক বাঁধাকপি! নেটিজেনদের দাবি, এই বহুমূল্য জ্যাকেট পরলে মনে হবে যেন বাঁধাকপির দুটো পা গজিয়েছে। তাই সে চলে ফিরে বেড়াচ্ছে।
অবশ্য এটাই প্রথম নয়। ডিজেলের মহার্ঘ্য পোশাক নিয়ে রসিকতা এর আগেও হয়েছে। এর আগে এই ব্র্যান্ডের ৮২ হাজার টাকা মূল্যের স্কার্টও ছিল রসিকতার লক্ষ্য।
গত বছর শীতের ফ্যাশনে একটি মাইক্রো মিনি স্কার্ট এনেছিল ডিজেল। ফ্যাশন রানওয়ে শো-এর অংশ সেই স্কার্টের সামনে বড় বড় করে লেখা ছিল সংস্থার আদ্যক্ষর ডি।
advertisement

advertisement
কিন্তু ৮২ হাজার টাকা মূল্যের সেই স্কার্টের পিছন অংশে ছিল ভেলক্রো ক্লোজার। সেটা নিয়ে তীব্র সমালোচনা হয় নেট মহলে।
Patta gobhi jaisa dikhne ke liye inko ₹60,000 du main? pic.twitter.com/wcYF68OpUI
— Anu (@Escapeplace__) January 3, 2023
কিছু দিন আগেই ব্যঙ্গের নিশানায় ছিল আর এক বিলাসবহুল ব্র্যান্ড উগো বস। তারা এক জোড়া নীল চটি বিক্রি করছিল ৯ হাজার টাকায়। এতে হাসির রোল ওঠে নেটিজেনদের মধ্যে।
advertisement
Patta gobhi jaisa dikhne ke liye inko ₹60,000 du main? pic.twitter.com/wcYF68OpUI
— Anu (@Escapeplace__) January 3, 2023
বাথরুমের পরার জন্য রাখা ফ্লিপফ্লপ চটি নিয়ে চূড়ান্ত ঠাট্টা মশকরা করা হয় সে সময়। তাঁদের অভিযোগ ছিল বাড়িতে পরার সাধারণ হাওয়াই চটিরই আকাশছোঁয়া দাম নিচ্ছে নামী ব্র্যান্ড।
advertisement
এখন তাদের সমালোচনার তালিকায় ডিজেলের বাঁধাকপি-জ্যাকেট। ঘুরছে এই সংক্রান্ত অসংখ্য মিম।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 4:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৬০ হাজার টাকার জ্যাকেট না চলন্ত বাঁধাকপি! নামী সংস্থার পোশাক নিয়ে হাসির রোল