Bridal Makeup Trends 2022: এই বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন? তাহলে লেটেস্ট মেকআপ ট্রেন্ডসগুলোও জেনে নিন!

Last Updated:

Bridal Makeup: হাল্কা চোখের মেকআপ আর তার সঙ্গে নিখুঁত ত্বক। কনেদের এটাই পছন্দ।

এছাড়া আরও কিছু প্রশ্নের উত্তরও জানতে আগ্রহী থাকেন নারীরা:

* সমীক্ষা বলছে, মহিলারা গুগল সার্চ করে জানতে চান বিয়ের পর তাদের নতুন পরিবারে তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তারা সেই পরিবারের, শ্বশুরবাড়ির সদস্য হয়ে উঠবেন ইত্যাদি।
এছাড়া আরও কিছু প্রশ্নের উত্তরও জানতে আগ্রহী থাকেন নারীরা: * সমীক্ষা বলছে, মহিলারা গুগল সার্চ করে জানতে চান বিয়ের পর তাদের নতুন পরিবারে তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তারা সেই পরিবারের, শ্বশুরবাড়ির সদস্য হয়ে উঠবেন ইত্যাদি।
#নয়াদিল্লি: ফাল্গুন মাস পড়তেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। প্রতি বছরেই কনের সাজে (Bridal Makeup Trends 2022) সামান্য হলেও রদবদল আসে। এই বছরও তার ব্যতিক্রম নয়। যদি মনের মানুষের সঙ্গে এই বছরেই সাতপাক ঘোরার কথা স্থির হয়ে থাকে, তাহলে দেরি না করে মেকআপ ট্রেন্ডগুলো  (Bridal Makeup Trends 2022) দেখে নেওয়া দরকার।
উজ্জ্বল ত্বকই হল মেকআপ
এই বছরে এটাই ট্রেন্ড। হাল্কা চোখের মেকআপ আর তার সঙ্গে নিখুঁত ত্বক। কনেদের এটাই পছন্দ। তার সঙ্গে থাকবে গোলাপি গাল আর গোলাপি ন্যুড গ্লসি ঠোঁট।
advertisement
টিপ- এই জাতীয় মেকআপের জন্য দরকার ডিউয়ি বা শিশির স্নিগ্ধ ত্বক। এতে মেকআপে একটা পেলব ভাব থাকবে। নাহলে বেশি চকচকে হলে ছবি ভালো আসবে না।
advertisement
স্মোকি মেকআপ
মেকআপ নিয়ে যতই পরীক্ষা নিরীক্ষা হোক না কেন, প্রথা মেনে নববধূর কাজল কালো চোখ আর লাল টুকটুকে ঠোঁটও দেখতে মন্দ লাগে না। তাই ঐতিহ্যশালী ব্রোঞ্জ রঙা আই শ্যাডো আর কাজল কালো চোখও এই বছরে চলতে পারে। তার সঙ্গে অবশ্যই থাকতে হবে ভারতীয় স্কিন টোনে মেটালিক ব্রোঞ্জ আইশ্যাডো। তাছাড়া এই শেড এমব্রয়ডারি করা লেহেঙ্গার সঙ্গে দেখতে ভালো লাগে। লাল ঠোঁট কনেরা পছন্দ করেন তাই রেড ব্রাইট লিপস্টিক ব্যবহার করা যেতে পারে।
advertisement
টিপ- লেহেঙ্গা ও সোনার গয়নার সঙ্গে তাল মেলাতে আই মেকআপের (Bridal Makeup Trends 2022) জন্য বেছে নেওয়া যায় ব্রোঞ্জ গোল্ড।
ঝলমলে উজ্জ্বল নতুন বউ
গোলাপি, ঘন বেগুনি আর সবুজ রঙও কনেকে আরও উজ্জ্বল করে তুলবে। স্মুদ বেস, শিমারি রঙিন চোখের পাতা এবং সামান্য নাটকীয়তা এটাই বেছে নিচ্ছেন কনেরা।
advertisement
টিপ- যদি চোখের মেকআপে বেশি ফোকাস করতে হয় তাহলে ঠোঁট হবে নরম, পেলব ও ম্যাট লুক।
ঘন স্মোকি লুক
যেসব ভারতীয় কনেরা নিজেদের লুক নিয়ে একটু সাহসী হতে ভালোবাসেন তাঁদের জন্য এই লুক একদম আদর্শ। গাঢ় ম্যাট বাদামি স্মোকি আই শ্যাডো, তার সঙ্গে চোখে মোটা করে কাজল এবং গালে কোনও একটা পপ কালার- এইটাই হচ্ছে ঘন স্মোকি লুকের রহস্য।
advertisement
টিপ- খেয়াল রাখতে হবে যে গালের ব্লাশ আর ঠোঁটের রঙের মধ্যে যেন সামঞ্জস্য থাকে।
উইংড আইলাইনার আর তার সঙ্গে নকল থ্রিডি চোখের পাতা, হাল্কা খয়েরি আইশ্যাডো, এই ঋতুর নববধূদের জন্য আদর্শ (Bridal Makeup Trends 2022)। সিলিকনযুক্ত প্রাইমার এবং ম্যাট ফিনিশ ফাউন্ডেশন ব্যবহার করা যায় নিখুঁত ত্বকের জন্য। আর ত্বকের সঙ্গে সামঞ্জস্য রাখতে ব্যবহার করা যায় বোল্ড ম্যাট ক্রিমসন লিকুইড লিপস্টিক।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bridal Makeup Trends 2022: এই বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন? তাহলে লেটেস্ট মেকআপ ট্রেন্ডসগুলোও জেনে নিন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement