Blackheads Removal Tips: পার্লারে গিয়ে ব্ল্যাকহেডস দূর করতে ব্যথা লাগে? ঘরোয়া উপায় রয়েছে! জেনে নিন, সেগুলি কী কী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Blackheads Removal Tips at Home: নাকের পাশ থেকে কালো দানার মতো এই বস্তুটি সরে গেলে মুখ একেবারে কাচের মতো ঝকঝকে হয়ে ওঠে। ব্ল্যাকহেডস তাড়ানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে।
কলকাতা: ত্বক পরিচর্যার জন্য রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, ঘরোয়া টোটকার উপরেই ভরসা করেন। কিন্তু, মাসে এক বার সালোঁয় যেতেই হয়। কারণ, ব্ল্যাকহেডস। দিনের পর দিন ত্বকের ছোট ছোট ছিদ্রের মধ্যে তেল-ময়লা জমলে, নিয়মিত এক্সফোলিয়েট না করলে মুখে ব্ল্যাকহেডস দেখা দেয়।
পেশাদার সালোঁ কর্মীদের মতো ‘পুশার’ দিয়ে ব্ল্যাকহেডস বাড়িতে নিজে হাতে বার করতে পারেন না অনেকেই। সালোঁয় গিয়ে মুখ থেকে ব্ল্যাকহেডস তুলতে চোখের জলে নাকের জলে হতে হয় ঠিকই। কিন্তু, নাকের পাশ থেকে কালো দানার মতো এই বস্তুটি সরে গেলে মুখ একেবারে কাচের মতো ঝকঝকে হয়ে ওঠে। ব্ল্যাকহেডস তাড়ানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে। রইল তার হদিস।
advertisement
আরও পড়ুন: গরমে চুলের যত্নে ‘অস্ত্র’ হোক টক দই, ঝলমল করবে নরম চুল! ব্যবহারের পদ্ধতি জানুন
ক্লে মাস্ক:
advertisement
ব্ল্যাকহেডসের ক্ষেত্রে ক্লে মাস্ক বেশ কার্যকরী। ত্বকের অতিরিক্ত তেল এবং টক্সিন দূর করতে এই মাস্কের জুড়ি মেলা ভার। তবে বাজারচলতি ক্লে মাস্ক কেনার আগে দেখে নেবেন, তাতে সালফার আছে কি না। সালফার ত্বকের জন্য একেবারেই ভাল নয়। সপ্তাহে দু’বার ব্যবহার করলেই ব্ল্যাকহেডস চলে যাবে।
advertisement
বেকিং সোডা:
১ চামচ বেকিং সোডার সঙ্গে ২ চামচ জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণ নাকের উপর লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তার পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ‘ব্ল্যাকহেডস’ পরিষ্কার হয়ে যাবে।
advertisement
ডিম-মধু:
ত্বকের বহু সমস্যার সমাধান করে এই মিশ্রণ। একটি ডিমের সাদা অংশের সঙ্গে ২ চামচ মধু মিশিয়ে নিন। তার পরে সেটি মুখে মাখিয়ে রাখুন। মিশ্রণ শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। শুধু ‘ব্ল্যাকহেডস’ থেকেই মুক্তি পাবেন না, ত্বকও উজ্জ্বল হবে।
টম্যাটো:
রাতে ঘুমানোর আগে টম্যাটোর নরম শাঁস গোটা মুখে মাখিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে জল দিয়ে মুখ ধুয়ে নিন। সাবান দেওয়ার দরকার নেই। দেখবেন, ‘ব্ল্যাকহেডস’ও গিয়েছে, ত্বকও উজ্জ্বল হয়েছে।
advertisement
গ্রিন টি:
বেকিং সোডার মতোই ১ চামচ গ্রিন টি-তে ২ চামচ জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। তার পরে মিশ্রণটি ১৫-২০ মিনিটের জন্য ‘ব্ল্যাকহেডস’-এর জায়গায় লাগিয়ে রাখুন। পরে হালকা গরম জলে ধুয়ে নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 1:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blackheads Removal Tips: পার্লারে গিয়ে ব্ল্যাকহেডস দূর করতে ব্যথা লাগে? ঘরোয়া উপায় রয়েছে! জেনে নিন, সেগুলি কী কী