Hair Problems: চুলের সমস্যায় জেরবার! করলার রসে হবে মুশকিল আসান

Last Updated:

Bitter gourd Benefits: করলার তাজা রস ছেঁকে চুলে লাগালে চুল সাদা হওয়া বন্ধ হয়ে যেতে পারে। চুল সাদা হওয়া পুরোপুরি বন্ধ করতে সপ্তাহে একবার রস লাগিয়ে দেখুন।

আপনি যদি ক্রমাগত খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে করলা এক টুকরো নিয়ে চুলের গোড়ায় ঘষে নিন। এতে আপনার চুলের খুশকি দূর হবে অনেকাংশে।
সাদা চুলের সমস্য়া থেকেও মুক্তি দেয় করলা
আপনি যদি ক্রমাগত খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে করলা এক টুকরো নিয়ে চুলের গোড়ায় ঘষে নিন। এতে আপনার চুলের খুশকি দূর হবে অনেকাংশে। সাদা চুলের সমস্য়া থেকেও মুক্তি দেয় করলা
#নয়াদিল্লি: স্বাদে তেতো বলে মুখ বেঁকাচ্ছেন? করলা (Bitter Gourd) কিন্তু ঔষধি গুণে পরিপূর্ণ। করলার রস (Karela Juice) শুধু শরীরের ভেতর থেকে নয় এমনকী বাইরে থেকেও কার্যকর। করলার রস আমাদের ত্বক ও চুলের (Hair Problems) স্বাস্থ্যের উন্নতি ঘটায়। করলার রসে ভিটামিন B1, B2, B3 এবং আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফোলেট, জিঙ্ক, ফসফরাস এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদান রয়েছে যা চুলের বৃদ্ধিতে উপকারী। চুলের (Hair Problems) স্বাস্থ্যের জন্য করলার রসের বেশ কিছু উপকারিতা দেখে নিন এক ঝলকে:
১। যদি চুলের ঔজ্জ্বল্য হারিয়ে গিয়ে থাকে তাহলে চুলের স্বাস্থ্য ফেরাতে করলা ব্যবহার করতে পারেন। নিষ্প্রাণ ও শুষ্ক চুলের সমস্যা থেকে মুক্তি পেতে করলার তাজা রস বের করে সপ্তাহে একদিন চুলের (Hair Problems) গোড়ায় লাগাতে পারেন।
advertisement
advertisement
২। চুল পড়া সংক্রান্ত সমস্যায় ভুগলে করলার রস চিনির সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। আধঘণ্টা পর ধুয়ে ফেলুন, অনেকটাই রেহাই পাবেন সমস্যা থেকে। করলার রস চুলের (Hair Problems) গোড়াও মজবুত করে।
৩। আপনি যদি ক্রমাগত খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে করলার এক টুকরো নিয়ে চুলের গোড়ায় ঘষে নিন। এতে আপনার চুলের খুশকি অনেকাংশে দূর হবে।
advertisement
৪। চুলের বৃদ্ধি বাড়াতে এবং মাথার ত্বকে রক্ত ​​সঞ্চালন উন্নত করতে করলা ব্যবহার করতে পারেন।
৫। করলার রস চুল পেকে যাওয়ার প্রক্রিয়াকে মন্থর করে দেয় বলেই জানান বিশেষজ্ঞরা। করলার তাজা রস ছেঁকে চুলে লাগালে চুল সাদা হওয়া বন্ধ হয়ে যেতে পারে। চুল সাদা হওয়া পুরোপুরি বন্ধ করতে সপ্তাহে একবার রস (Hair Problems) লাগিয়ে দেখুন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Problems: চুলের সমস্যায় জেরবার! করলার রসে হবে মুশকিল আসান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement