Celebrity News: একসময়ে সবার মুখে মুখে ফিরত তাঁর গাওয়া 'বড়লোকের বিটি লো', আজ কেমন আছেন স্বপ্না চক্রবর্তী?
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
'বলি ও ননদী'র গায়িকা আজ দর্শকদের স্মৃতি-মঞ্চে একা... স্বপ্না চক্রবর্তীর আক্ষেপে কাঁপল বীরভূম
বীরভূম: একসময় বাংলার ঘরে ঘরে বাজত ‘বলি ও ননদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে’ গান কিংবা ‘বড়লোকের বিটি লো’তে দুলে উঠত ঘরোয়া আড্ডা থেকে পাড়া প্যান্ডেল। এই দুই কালজয়ী লোকগান কার কণ্ঠস্বরে জানেন? বীরভূমের সিউড়ির সঙ্গীতশিল্পী স্বপ্না চক্রবর্তীর। বর্তমানে কেমন আছেন সঙ্গীতশিল্পী?
আজ ৭৫ বছর বয়সে সঙ্গীতশিল্পী স্বপ্না চক্রবর্তী প্রায় বিস্মৃত, দর্শকদের হৃদয়ের স্মৃতি ছাড়া আর কোথাও নেই তাঁর সম্মান। একান্ত সাক্ষাৎকারে শিল্পী জানালেন তাঁর অভিমানের কথা। সিউড়ি শহরের বড় অনুষ্ঠান ‘সিউড়ি উৎসব’-এ আমন্ত্রণ মেলে না। কেউ চিঠি পাঠায় না, কেউ এসে ডাকে না! দর্শকের হৃদয়ের ‘স্বপ্না’ হয়েও আজ উপেক্ষিত তিনি।
স্বপ্না চক্রবর্তীর জন্ম ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর, বীরভূমের দেরপুর গ্রামে। বাবা নিত্যগোপাল চৌধুরী ও মা সরলাবালা দেবীর আদরের কন্যা। মাত্র ৭ বছর বয়স থেকে শুরু সঙ্গীতের পথচলা। পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গীতভবনে ৫ বছর রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নেন। তাঁর কণ্ঠে ছিল লোকগীতির দুর্লভ রস, তিনি হয়ে উঠেছিলেন বাংলার ঘরের মেয়ে, গানের পরম সাথী।
advertisement
advertisement
শিল্পী জানালেন, ” আমি এখন আর গান গাই না, পারিও না। শরীর দেয় না, গলাও আর আগের মতো নেই। কিন্তু মানুষের ভালবাসা পেলে মনটা জেগে ওঠে। আজও তিনি থাকেন বীরভূমের সিউড়ির বাড়িতে, স্মৃতিমেদুর দিনগুলি সঙ্গী করে। তাঁর আক্ষেপ, যাঁরা এক সময়ে মানুষকে এত আনন্দ দিয়েছিল, তাঁদের শেষ বয়সে সরকারের সহযোগিতা পাওয়া উচিত। তখন কষ্ট হয়, একাকীত্ব জাঁকিয়ে বসে। সম্মানটুকু না পেলে মনটা কেমন খালি হয়ে যায়। ‘সিউড়ি উৎসব’-এ ডাক না পাওয়ার কথা বলতেই তিনি থেমে যান খানিক ক্ষণ। তারপর বলেন,” আমরা কি এতটাই রিক্ত হয়ে গিয়েছি? চলচ্চিত্রেও ডাক আসে না, অনুষ্ঠানেও না। আর কেউ চায় না আমাদের মতো শিল্পীদের।”
advertisement
এক সময়ে যিনি বাংলার লোকগানকে পৌঁছে দিয়েছিলেন শহর থেকে শহরতলি, গাঁ থেকে গঞ্জে, আজ তিনিই রয়েছেন প্রান্তিক এক কোণে। আজকের তারকাদের ভিড়ে হারিয়ে যেতে বসেছেন যাঁরা এক সময়ে তারকার জন্ম দিয়েছিলেন।
সুদীপ্ত গড়াই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2025 3:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Celebrity News: একসময়ে সবার মুখে মুখে ফিরত তাঁর গাওয়া 'বড়লোকের বিটি লো', আজ কেমন আছেন স্বপ্না চক্রবর্তী?









