Durga Puja: এক গলিতে সাত দুর্গা, খয়রাশোলের পাথরকুচি গ্রামে ৫০০ বছরের ঐতিহ্যের মহোৎসব

Last Updated:

প্রায় ৫০০ বছর আগে সাধক গদাধর কবিরাজের হাত ধরে সূচনা হয়েছিল এই পুজোর। আজও সেই ধারাবাহিকতায় প্রতি বছর মহা সমারোহে উদযাপিত হয় এই উৎসব। এক চিলতে সংকীর্ণ গলির মধ্যে পরপর সাতটি দুর্গা মন্দির, যার শুরু গৌরাঙ্গ মন্দির দিয়ে এবং শেষ প্রান্তে রয়েছে মা কালীর মন্দির

+
পরপর

পরপর সাতটি দুর্গা মন্দির

খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের খয়রাশোল ব্লকের পাথরকুচি গ্রাম। গ্রামটি কর্মকার সম্প্রদায়ের জন্য সুপরিচিত। প্রায় ৩০০ পরিবার বাস করেন এই গ্রামে, যাঁদের প্রধান জীবিকা কাঁসার বাসন তৈরি করা। কিন্তু গ্রামটির আরও একটি বিশেষ পরিচয় রয়েছে, একসঙ্গে সাতটি দুর্গা প্রতিমা পুজোর এক বিরল ঐতিহ্য।
প্রায় ৫০০ বছর আগে সাধক গদাধর কবিরাজের হাত ধরে সূচনা হয়েছিল এই পুজোর। আজও সেই ধারাবাহিকতায় প্রতি বছর মহা সমারোহে উদযাপিত হয় এই উৎসব। এক চিলতে সংকীর্ণ গলির মধ্যে পরপর সাতটি দুর্গা মন্দির, যার শুরু গৌরাঙ্গ মন্দির দিয়ে এবং শেষ প্রান্তে রয়েছে মা কালীর মন্দির। সপ্তমীর সকালে কাঁসর-ঘণ্টার ধ্বনিতে একসঙ্গে সাতটি দোলা নিয়ে কলাবৌ স্নান করাতে যান গ্রামবাসীরা, মায়ের বোধন হয়, তার পর আবার সকলের একসঙ্গে প্রত্যাবর্তন। গ্রামের প্রবীণ বাসিন্দা লক্ষ্মীকান্ত মণ্ডল জানালেন, ” এই পুজো ৫০০ বছরেরও বেশি পুরনো পুজো। প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরি হয়। হিংলো নদী থেকে জল আনা হয়, অষ্টকলসের স্নান হয়, কুমারী পুজো হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত সবকিছুই নিয়মমাফিক চলে। শেষে নদীতে প্রতিমা বিসর্জন হয় প্রশাসনের তত্ত্বাবধানে।”
advertisement
সাতটি আলাদা মণ্ডপে পুজো হলেও প্রতিটি মণ্ডপের জন্য আলাদা ব্রাহ্মণ থাকেন, সব মিলিয়ে ১৪ জন পুরোহিত মন্ত্রোচ্চারণে মাতিয়ে তোলেন পরিবেশ। গ্রামবাসীদের মতে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আনন্দে মেতে ওঠেন। একসঙ্গে সাত দুর্গার পুজো বীরভূমের খয়রাশোল ব্লকের পাথরকুচি গ্রামকে পরিণত করেছে ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য কেন্দ্রবিন্দুতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja: এক গলিতে সাত দুর্গা, খয়রাশোলের পাথরকুচি গ্রামে ৫০০ বছরের ঐতিহ্যের মহোৎসব
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement