Biggest Samosa: একটা জাম্বো শিঙাড়া ২৫ টাকা! ৭০ বছরের পুরনো দোকানের লোভনীয় স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা

Last Updated:

Biggest Samosa: ভোজনরসিকদের কাছে এই শিঙাড়ার স্বাদ লোভনীয়

শিঙাড়া বা সামোসা-যে নামেই ডাকা হোক না কেন, সান্ধ্য স্ন্যাক্সে এই নোনতা স্বাদের কোনও তুলনা নেই৷ দেশের একাধিক প্রান্তে আছে নামীদামী দোকান৷ যারা বছরের পর বছর লোভনীয় শিঙাড়া তৈরি করে চলেছে৷ সেরকমই এক দোকান আছে উত্তরপ্রদেশের মুজঃফরনগরে৷ ভোজনরসিকদের কাছে এই শিঙাড়ার স্বাদ লোভনীয়৷
রুরকি রোডে চন্দ্র সিনেমা-র ঠিক পাশে রাজু ভাইয়ের শিঙাড়ার দোকানের আকর্ষণ এড়ানো কঠিন৷ গত ২৫ বছর ধরে এই দোকানই তৈরি করে চলেছে মুজঃফরনগরের সবথেকে বড় শিঙাড়া৷
আরও পড়ুন :  মনে করিয়ে দেয় সত্যজিতের 'বৃহচ্চঞ্চু'কে, শুশ্রূষাকারী যুবকের ছায়াসঙ্গী সারস, রয়ে গিয়েছে পরিবারের সদস্য হয়েই
দু রকম আকারের শিঙাড়া বিক্রি হয় এই দোকানে৷ ছোট মাপের শিঙাড়ার দাম ১৫ টাকা৷ বড় মাপের শিঙাড়া, যেটা বেশি জনপ্রিয়, তার দাম ২৫ টাকা৷ আকার অনুযায়ী বদলে যায় শিঙাড়ার ওজন৷ সাধারণত ১০০ গ্রাম থেকে ২০০ গ্রাম ওজনের হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন :  মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল
দোকানের মালিক মনু জানিয়েছেন ৭০ বছর আগে তাঁর ঠাকুরদা এই দোকান শুরু করেছিলেন৷ প্রথমে তিনি সব্জি বিক্রি করতেন৷ তার পর শিঙাড়া তৈরি করতে শুরু করেন৷ দূরদূরান্ত থেকে তাঁদের কাছে শিঙাড়া খেতে আসেন ভোজনরসিকরা৷ জানিয়েছেন মনু৷ একটা খেলেই পেট পুরো টইটম্বুর৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Biggest Samosa: একটা জাম্বো শিঙাড়া ২৫ টাকা! ৭০ বছরের পুরনো দোকানের লোভনীয় স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement