Bankura News: শুশুনিয়া পাহাড়ে বিরাট চমক! গেলেই কিন্তু চোখ আটকে যাবে, কী আছে জানেন? কিন্তু পর্যটকেরা কোথায়?

Last Updated:

Bankura News: গত বছর নিরাশ করেছিল প্রকৃতি। এই বছরের শুরুতেই পলাশ-শিমূলের ভাঁড়ারে কোথায় যেন ভাটা পড়েছিল।

+
পলাশ 

পলাশ 

বাঁকুড়াঃ শুশুনিয়া পাহাড় ছেয়ে গেছে লাল পলাশে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে সারা বছর জুড়েই। তবে ফেব্রুয়ারির শেষ ও মার্চের প্রথম সপ্তাহে দূর দূরান্তের পর্যটকরা আসেন শুশুনিয়া পাহাড়ে বসন্তের স্বাদ নিতে। এই সময় লাল পলাশে রাঙা হয়ে ওঠে বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়।
বাঁকুড়ার উত্তরভাগের শুশুনিয়া হোক বা দক্ষিণ বাঁকুড়ার মুকুটমনিপুর-রাণীবাঁধ পলাশের উপস্থিতি সর্বত্রই। অনান্য বার এই সময় পর্যটকদের ভিড় ব্যাপকভাবে থাকলেও এই বছর সেভাবে দেখা নেই। কলকাতার দমদম থেকে আসা শতাব্দী চৌধুরীর কথায়, ‘শুশুনিয়ায় পলাশের যা সৌন্দর্য উপভোগ করলাম তা অসাধারণ, এটা বলে প্রকাশ করা যায় না’।
advertisement
advertisement
পলাশ দেখতে আসার নেশায় পর্যটকেরা শুশুনিয়া এলে স্থানীয় শিল্পীদের বাজারও বেশ সরগরম হয়ে ওঠে। এদিকে ঘটছে উল্টো ঘটনা, পলাশ ফুল ফুটলেও দেখা নেই পর্যটকদের। সেক্ষেত্রে নাটকের স্টেজ সুন্দরভাবে সাজানো থাকলেও নেই নাট্যকার। এ বিষয়ে স্থানীয় এক পাথরশিল্পী তারকনাথ রায় বলেন, ‘পাহাড়ে বসন্তের পলাশ ফুল দেখতে পাচ্ছি, কিন্তু সেভাবে পর্যটকদের দেখা নেই।’
advertisement
গত বছর নিরাশ করেছিল প্রকৃতি। এই বছরের শুরুতেই পলাশ-শিমূলের ভাঁড়ারে কোথায় যেন ভাটা পড়েছিল আবারও। তবে অবশেষে পলাশের আঁচলে মুড়েছে রাঢ় বাংলার শুশুনিয়া। লাল মাটির দেশে মন ভাল করতে হাজির হচ্ছেন পর্যটকরাও। প্রাকৃতিক রঙের নেশায় ডুব দিতে তৈরি আট থেকে আশি।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura News: শুশুনিয়া পাহাড়ে বিরাট চমক! গেলেই কিন্তু চোখ আটকে যাবে, কী আছে জানেন? কিন্তু পর্যটকেরা কোথায়?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement