Durga Puja 2021 : নাগরিক জীবন থেকে দূরে আরণ্যক স্বাদ পেতে পুজোয় আসুন বিভূতিভূষণ অভয়ারণ্যে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Bibhutibhushan sanctuary Bongaon : এটা চিড়িয়াখানা নয়। যারা অরণ্যকে ভালোবাসেন তাঁরা অবশ্যই বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য একবার ঘুরে দেখতে পারেন
বনগাঁ : করোনা(Corona Virus Pandemic) মহামারির কারণে ঘরবন্দি মানুষ। একটা সময় বিনা কারণে বাড়ির বাইরে বের হওয়া ছিল অপরাধের সমান। করোনাকে আটকাতে লকডাউন ছিল একমাত্র পথ। আর সেই কারণে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে তা হয়ে উঠেছিল এক দমবন্ধ অবস্থা। তবে করোনা(Coronavirus) সংক্রমণে গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী।
তৃতীয় ঢেউয়ের (Third Wave) আশঙ্কা থাকলেও যে হারে দেশে তথা রাজ্যে টিকাকরণের (Corona Vaccination) জোর দেওয়া হয়েছে তাতে অনেকটা স্বস্তিতে রাজ্য থেকে দেশ। শুরু হয়ে গিয়েছে আনলক পর্ব। ধীরে ধীরে ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আর এই সুযোগে বহু ভ্রমণপ্রেমী বেরিয়ে পড়েছেন ঘুরতে। একঘেয়ে জীবন থেকে নিজেকে সতেজ রাখতে স্বল্প অবসরেও এই পুজোর ছুটিতে ঘুরে আসা যায়।
advertisement
ঠিক এমনই এক গন্তব্যস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্য (Bibhutibhushan sanctuary Bongaon)। উত্তর ২৪ পরগনা জেলার সদর দপ্তর বারাসাত থেকে মাত্র ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য (Bibhutibhushan sanctuary Bongaon)। অনেকে বনগাঁ ফরেস্ট অথবা পারমাদন অভয়ারণ্য বলেও জানেন। শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল ধরে একদম শেষ স্টেশন বনগাঁয় নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে আসতে হবে মতিগঞ্জ। সেখান থেকে আবার টোটো বা অটো ধরে আসতে হবে কলমবাগান এবং ওখান থেকে ভ্যান ধরে সোজা চলে আসতে পারবেন বিভূতিভূষণ অভয়ারণ্য (Bibhutibhushan sanctuary Bongaon) বা বনগাঁ ফরেস্ট।
advertisement
advertisement
আরও পড়ুন : পুজোয় মিষ্টিমুখের জন্য বাড়িতেই বানান চকোলেট সন্দেশ, রইল রেসিপি
এছাড়াও শিয়ালদা থেকে দমদম হয়ে চাকদহ, সেখান থেকে বাস ধরে সেই একই জায়গা কলমবাগানে এসে ওখান থেকে ভ্যান ধরে পৌঁছে যাবেন বিভূতিভূষণ অভয়ারণ্য। বিভূতিভূষণ অভয়ারণ্য (Bibhutibhushan sanctuary Bongaon) শুধুমাত্র অভয়ারণ্য নয়, সেখানে পিকনিক স্পটের ব্যবস্থাও রয়েছে। প্রতি জন পিছু টিকিটের মূল্য ৫০ টাকা এবং আলাদা করে পিকনিক স্পটের মূল্য ধার্য করা হয়েছে। ২০ জনের বেশি থাকলে পিকনিক স্পটের পরিষ্কারের জন্য চার্জ লাগে ৩০০ টাকা এবং পিকনিক স্পটের জন্য ৭০ টাকা।
advertisement
বিভূতিভূষণ অভয়ারণ্য দর্শনার্থীদের প্রবেশের জন্য সকাল ন'টা থেকে দুপুর তিনটে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে এবং বিকেল চারটের মধ্যে অভয়ারণ্য বন্ধ হয়ে যায়। এটা চিড়িয়াখানা নয়। যারা অরণ্যকে ভালোবাসেন তাঁরা অবশ্যই বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য একবার ঘুরে দেখতে পারেন। প্রত্যেক বছর ১ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে এই অভয়ারণ্য।
advertisement
আরও পড়ুন : বাড়িতে অসুস্থ মা, পাকদণ্ডিতে কমলালেবু বিক্রি করতে বসা বিশেষভাবে সক্ষম তরুণের করুণ আর্তিতে ভিজল নেটিজেন-হৃদয়
অভয়ারণ্যের মূল আকর্ষণ হল হরিণ(Deer)। একসঙ্গে বহু হরিণ(Deer) রয়েছে এই অভয়ারণ্য। রয়েছে অনেক ভেষজ উদ্ভিদ যা এখন সচরাচর দেখাও যায় না। অভয়ারণ্যে রয়েছে বহু প্রজাতির পাখি। ভাগ্য সহায় থাকলে তার দর্শন করতে পারবেন আপনারা। পাখির কিচিরমিচির শব্দ এবং অভয়ারণ্যের নিস্তব্ধতা একটা অ্যাডভেঞ্চার তৈরি করবে আপনার মনে। পুজোর(Durga Puja 2021) ছুটিতে ছোট্ট ট্রিপে প্রকৃতির শোভা অনুভব করতে কাছেপিঠে এই জঙ্গলে আসতেই পারেন। সুতরাং আর দেরি না করে তৈরি করে ফেলুন প্ল্যান আর চলে আসুন বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্যে।
advertisement
প্রতিবেদন- রাতুল ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 12:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2021 : নাগরিক জীবন থেকে দূরে আরণ্যক স্বাদ পেতে পুজোয় আসুন বিভূতিভূষণ অভয়ারণ্যে