Viral Video : বাড়িতে অসুস্থ মা, পাকদণ্ডিতে কমলালেবু বিক্রি করতে বসা বিশেষভাবে সক্ষম তরুণের করুণ আর্তিতে ভিজল নেটিজেন-হৃদয়

Last Updated:

Viral Video : বাড়িতে মা অসুস্থ ৷ তাই বিশেষ ভাবে সক্ষম এই যুবক বসেছেন কমলালেবু বিক্রি করতে৷ (specially abled man selling oranges)

পাকদণ্ডির ধারে সরলবর্গীয় গাছের কোলে বসে আছেন অনু (specially abled man selling oranges) ৷ তাঁর সামনে প্যাকেটে রাখা কমলালেবু ৷ বাড়িতে মা অসুস্থ ৷ তাই বিশেষ ভাবে সক্ষম এই যুবক বসেছেন কমলালেবু বিক্রি করতে৷ সেই পথেই গাড়ি নিয়ে যাচ্ছিলেন ইউটিউবার টেড কুনচোক (Ted Kunchok) ৷ তাঁর সঙ্গে অনুর কথাবার্তা (viral video) আর্দ্র করেছে নেটিজেনদের হৃদয় ও চোখ, দুই-ই ৷
প্রথমে টেড বলেন তিনি এক প্যাকেট কমলালেবু কিনবেন ৷ অনু জানান, এক প্যাকেটের দাম ১০০ টাকা ৷ পরে অনুর মায়ের অসুস্থতার কথা শুনে মত বদলান টেড ৷ জানান তিনি ১০ প্যাকেট কমলালেবুই কিনে নেবেন ৷ দাম হিসেবে ১ হাজার টাকা অনুর সোয়েটারের পকেটে নিজেই যত্ন করে রেখে দেন টেড ৷ তবে নেওয়ার সময় ব্যাকপ্যাকে ঢুকিয়ে নেন ৯ প্যাকেট কমলালেবু ৷ বাকি ১ প্যাকটে তিনি অনুকে দিয়ে দেন বাড়িতে গিয়ে মাকে দেওয়ার জন্য ৷ অনুর নিষ্পাপ অভিব্যক্তি ছুঁয়ে যায় টেডকে ৷
advertisement
আরও পড়ুন- রাঁধার আগে ডাল ভিজিয়ে রাখেন না? জানেন কতটা ক্ষতি করছেন স্বাস্থ্যের?
কোন শৈলশহরে ভিডিওটি করা হয়েছে, জানা যায়নি ৷ তবে টেড এবং অনু কথা বলেছেন হিন্দিতেই ৷ তাঁর মায়ের কী হয়েছে, অনুর কাছে জানতে চেয়েছিলেন টেড ৷ উত্তরে অনু হাত দিয়ে নিজের কপাল স্পর্শ করেন ৷ অনুর বাড়ি কোথায়, সেও জানতে চান টেড ৷ উত্তরে অনু হাত তুলে দেখান বাড়ির পথ ৷
advertisement
advertisement
আরও পড়ুন- উকুনের জ্বালায় অতিষ্ঠ? মুক্তি সহজ এই ঘরোয়া টোটকাগুলিতে
পাশের এক বন্ধ দোকান থেকে কাঠের তক্তা নিয়ে পাকদণ্ডিতে পেতে কমলালেবু বিক্রি করতে বসেছিলেন অনু ৷ সব লেবু নিয়ে নেওয়ার পর সেই তক্তা নিজেই রেখে দেন টেড ৷ টের পান, কী অসম্ভব ভারী সেটা! অনুকে বিস্মিত টেড জিজ্ঞাসা করেন, কীভাবে এত ভারী জিনিস তিনি বহন করেন! উত্তরে অনুর মুখে সারল্যমাখা হাসি ৷
advertisement
তাঁকে বাড়ি অবধি পৌঁছিয়েও দিতে চেয়েছিলেন টেড৷ কিন্তু অনু রাজি হননি ৷ সব পশরা বিক্রি হয়ে যাওয়ার পর একাই পা রাখেন পাকদণ্ডি বেয়ে, বাড়ির পথে ৷ রেখে যান অমূল্য অভিজ্ঞতা এবং টেডকে বলা তাঁর অসংখ্য ‘থ্যাঙ্ক ইউ!’
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : বাড়িতে অসুস্থ মা, পাকদণ্ডিতে কমলালেবু বিক্রি করতে বসা বিশেষভাবে সক্ষম তরুণের করুণ আর্তিতে ভিজল নেটিজেন-হৃদয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement