Special Ghugni: লম্ফর আলোয় বিক্রি এই ঘুগনির স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে ভুলতে পারবেন না

Last Updated:

Special Ghugni: বহরমপুরে এসে সবাই একবার খেতে চান নিলুপদ ধরের দোকানে ঘুগনি। আর যিনি একবার এই স্বাদে মজেছেন তিনি বারবার আসেন রসনাকে তৃপ্ত করতে। 

+
ঘুগনির

ঘুগনির দোকান

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। শুধু জেলার গুরুত্বপূর্ণ শহর নয়, রাজ্যেরও একটি গুরুত্বপূর্ণ শহর তার ভৌগোলিক অবস্থানের জন্য। সারা বছরই পর্যটক ও নানা কাজে সাধারণ মানুষ ভিড় জমান এই শহরে। তবে যে যে কাজেই আসুন না কেন, বহরমপুরে এসে সবাই একবার খেতে চান নীলুপদ ধরের দোকানে ঘুগনি। আর যিনি একবার এই স্বাদে মজেছেন তিনি বারবার আসেন রসনাকে তৃপ্ত করতে।
বিগত প্রায় ৪২ বছরেরও বেশি সময় ধরে বহরমপুর শহরে এই ঘুগনি বিক্রি করছন নীলুপদ ধর, তবে বর্তমানে ঘুগনি বিক্রি করেন তার ছেলে বিশ্বনাথ ধর। সন্ধ্যা নামতেই ঘুগনি খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বহরমপুরে  গির্জার মোড়ের কাছেই ঘুগনি বিক্রি করেন বিশ্বনাথ ধর।
আরও পড়ুন : প্রেমে বাধা হয়নি বেড়াজাল, রাশিদের ছন্দের দোসর স্ত্রী জয়িতাই, তাঁদের আনন্দ মুহূর্ত এখন স্মৃতির জলছবি
হরেক কিসিমের ঘুগনি আর জিভে জল আনা স্বাদই তার খাবারের বৈশিষ্ট্য। প্লেন ঘুগনি, খাসির মাংসের ঘুগনি, মুরগির মাংসের ঘুগনি, আলুর দম, মেটে চচ্চড়ি-সহ নানা খাবার থাকে তাঁর কাছে। তবে মাংসের ঘুগনির চাহিদাই বেশি। তবে এখনও কেরোসিনের তেলে লম্ফ জ্বেলে ঘুগনি বিক্রি হয় এই দোকানে।
advertisement
advertisement
আরও পড়ুন : শৈশবে অপছন্দ গানবাজনা, অজান্তেই সুরলোকের বরপুত্র মিয়াঁ তানসেনের এই উত্তরসাধক
বিক্রেতা বিশ্বনাথ ধরের কথায়, ‘‘ প্রায় ৪২ বছর ধরে বহরমপুর শহরের গির্জার মোড়ের কাছে এই ঘুগনি বিক্রি করি। শুধু বহরমপুর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসেন এই ঘুগনি খেতে। আমার কাছে বিভিন্ন রকমের ঘুগনি পাওয়া যায়। অনেকেই চেটেপুটে খান, অনেকেই বাড়ি নিয়ে যান।’’ এক ক্রেতা জানান, ‘‘এই  ঘুগনি খুবই সুস্বাদু। তবে নিলু ধরের ছেলে বিশ্বনাথ ধর এখন এই ঘুগনি বিক্রি করছেন। তাই মাঝে মাঝে আসি। ঘুগনির টানে ছুটে আসি আমরা।’’
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Special Ghugni: লম্ফর আলোয় বিক্রি এই ঘুগনির স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে ভুলতে পারবেন না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement