Rashid Khan's wife Joyeeta Basu Khan: প্রেমে বাধা হয়নি বেড়াজাল, রাশিদের ছন্দের দোসর স্ত্রী জয়িতাই, তাঁদের আনন্দ মুহূর্ত এখন স্মৃতির জলছবি

Last Updated:
Rashid Khan's wife Joyeeta Basu Khan:তাঁদের প্রেমে, ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিভেদের বেড়াজাল। মাত্র ২৩ বছর বয়সে প্রেমিকা জয়িতাকে বিয়ে করেন রাশিদ। জীবনভর একে অন্যের হাত ধরে ছিলেন শক্ত করে।
1/9
তখনও তিনি সঙ্গীতসাধক। তবে লব্ধ প্রতিষ্ঠিত হননি। অন্যদিকে হবু স্ত্রী এমবিএ পাঠরতা। এমনই এক মাহেন্দ্রক্ষণে ১৯৯০ সালে প্রথম আলাপ হয়েছিল রাশিদ খান এবং জয়িতার।
তখনও তিনি সঙ্গীতসাধক। তবে লব্ধ প্রতিষ্ঠিত হননি। অন্যদিকে হবু স্ত্রী এমবিএ পাঠরতা। এমনই এক মাহেন্দ্রক্ষণে ১৯৯০ সালে প্রথম আলাপ হয়েছিল রাশিদ খান এবং জয়িতার।
advertisement
2/9
জন্মস্থান উত্তরপ্রদেশের বদায়ুঁ থেকে কলকাতায় এসে মনেপ্রাণে বাঙালি হয়ে গিয়েছিলেন রাশিদ। মনও দিয়েছিলেন বাঙালিনীকেই। প্রেম থেকে দাম্পত্যের চৌকাঠে পা রাখতে বেশি সময় নেননি।
জন্মস্থান উত্তরপ্রদেশের বদায়ুঁ থেকে কলকাতায় এসে মনেপ্রাণে বাঙালি হয়ে গিয়েছিলেন রাশিদ। মনও দিয়েছিলেন বাঙালিনীকেই। প্রেম থেকে দাম্পত্যের চৌকাঠে পা রাখতে বেশি সময় নেননি।
advertisement
3/9
তাঁদের প্রেমে, ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিভেদের বেড়াজাল। মাত্র ২৩ বছর বয়সে প্রেমিকা জয়িতাকে বিয়ে করেন রাশিদ। জীবনভর একে অন্যের হাত ধরে ছিলেন শক্ত করে।
তাঁদের প্রেমে, ভালবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিভেদের বেড়াজাল। মাত্র ২৩ বছর বয়সে প্রেমিকা জয়িতাকে বিয়ে করেন রাশিদ। জীবনভর একে অন্যের হাত ধরে ছিলেন শক্ত করে।
advertisement
4/9
পরবর্তীতে এক আলাপচারিতায় রাশিদ বলেছিলেন স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই তাঁর জীবনের সেরা মুহূর্ত। অর্ধাঙ্গিনী জয়িতা তথা সোমা তাঁর জীবন পাল্টে দিয়েছে। তিনি ওঁর কাছে কৃতজ্ঞ।
পরবর্তীতে এক আলাপচারিতায় রাশিদ বলেছিলেন স্ত্রীর সঙ্গে দেখা হওয়াই তাঁর জীবনের সেরা মুহূর্ত। অর্ধাঙ্গিনী জয়িতা তথা সোমা তাঁর জীবন পাল্টে দিয়েছে। তিনি ওঁর কাছে কৃতজ্ঞ।
advertisement
5/9
বিবাহোত্তর জীবনে সোমা পরিচিত জয়িতা বসু খান পরিচয়ে। উস্তাদ রাশিদ খান অ্যাকাডেমি-র বর্তমান ম্যানেজিং ডিরেক্টর তিনিই।
বিবাহোত্তর জীবনে সোমা পরিচিত জয়িতা বসু খান পরিচয়ে। উস্তাদ রাশিদ খান অ্যাকাডেমি-র বর্তমান ম্যানেজিং ডিরেক্টর তিনিই।
advertisement
6/9
গুয়াহাটি কটন কলেজের প্রাক্তনী, আদতে গুয়াহাটির মেয়ে সোমা তথা জয়িতা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এবং সক্রিয়।
গুয়াহাটি কটন কলেজের প্রাক্তনী, আদতে গুয়াহাটির মেয়ে সোমা তথা জয়িতা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এবং সক্রিয়।
advertisement
7/9
রাশিদ এবং জয়িতার তিন সন্তান। সুহা, শাওনা এবং আরমান। তিন ভাইবোনই পা রেখেছেন তাঁদের বাবার দেখানো পথে।
রাশিদ এবং জয়িতার তিন সন্তান। সুহা, শাওনা এবং আরমান। তিন ভাইবোনই পা রেখেছেন তাঁদের বাবার দেখানো পথে।
advertisement
8/9
সুহা এবং শাওনা প্রশিক্ষণ পেয়েছেন উস্তাদ রাশিদ খান অ্যাকাডেমিতে। বাবার সঙ্গে পারফর্মও করেছেন তাঁরা। আরমান ইনস্টাগ্রাম সেনসেশন। তিনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন।
সুহা এবং শাওনা প্রশিক্ষণ পেয়েছেন উস্তাদ রাশিদ খান অ্যাকাডেমিতে। বাবার সঙ্গে পারফর্মও করেছেন তাঁরা। আরমান ইনস্টাগ্রাম সেনসেশন। তিনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন।
advertisement
9/9
রাশিদ এবং জয়িতার বিয়ের তারিখ ২ ডিসেম্বর। ৩২ বছরের দাম্পত্যজীবন কাটানোর পর রাশিদ পাড়ি দিলেন না ফেরার দেশে। কিন্তু তাঁর উপস্থিতি প্রতি মুহূর্তে আছে জয়িতারই পাশে। সুর, তাল, ছন্দের দোসর হয়ে। (সব ছবি: জয়িতা বসু খানের ফেসবুক পেজ থেকে)
রাশিদ এবং জয়িতার বিয়ের তারিখ ২ ডিসেম্বর। ৩২ বছরের দাম্পত্যজীবন কাটানোর পর রাশিদ পাড়ি দিলেন না ফেরার দেশে। কিন্তু তাঁর উপস্থিতি প্রতি মুহূর্তে আছে জয়িতারই পাশে। সুর, তাল, ছন্দের দোসর হয়ে। (সব ছবি: জয়িতা বসু খানের ফেসবুক পেজ থেকে)
advertisement
advertisement
advertisement