Bengal Rajbari: হেরিটেজ স্বীকৃতি পেতে চলেছে পশ্চিম মেদিনীপুরের প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রাজবাড়ি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
জেলার দু'টি জায়গা পরিদর্শন হেরিটেজ কমিশনের, ভগ্নপ্রায় রাজবাড়ি ফিরে পাবে তার জৌলুস, আর্থসামাজিকতার উন্নতির নতুন দিশা বিস্তৃত।
পশ্চিম মেদিনীপুর: পরতে পরতে লেগে রয়েছে ইতিহাস। রাজা নেই, নেই রাজ শাসন, তবে তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে বহন করে চলেছে উত্তর পুরুষেরা। অপরিচিত এক অখ্যাত গ্রাম এবার নতুন দিশা পেতে চলেছে পর্যটন মানচিত্রে। একদিকে যেমন ইতিহাসের সংরক্ষণ হবে তেমনই পর্যটন ক্ষেত্রেও নতুন এক দিগন্ত বিস্তৃত হবে, শুধু তাই নয়, বাড়বে আর্থসামাজিকতার মান। আপাতত এমনটাই আশার আলো দেখছেন গ্রামের মানুষ থেকে রাজ পরিবারের সদস্যরা। হেরিটেজ ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা।
বাংলার শেষ সীমানা দাঁতন। এই দাঁতনেই এককালে মোগল-পাঠানের যুদ্ধ হয়েছে। এককালে ইংরেজরাও নিজেদের আধিপত্য বিস্তার করেছিলেন এই এলাকায়। এখানে একদিকে যেমন রয়েছে বুদ্ধক্ষেত্র মোগলমারি, তেমনই একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস। মোগলমারি থেকে অনতি দূরে রয়েছে জমিদার ক্ষেত্র।ইতিহাসবিদদের মতে, দাঁতনের উত্তর রায়বাড়ে ষোড়শ শতাব্দীতে গড়ে উঠেছিল মনোহরপুর রাজাদের আধিপত্য।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
১৫৭৫ সালে মোগল-পাঠান যুদ্ধে মোগল শাসক আকবরের সেনাদলে অংশ নিয়ে বীরত্ব দেখিয়েছিলেন সেনাপতি লছমিকান্ত উত্তর রাও। তাই তাঁকে ‘বীরবর’ উপাধি দিয়েছিলেন আকবর। তবে দাঁতনের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় যুদ্ধ শেষে এখানকার প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে লক্ষ্মীকান্ত আর দেশে ফিরে যাননি। এখানেই বসতি গড়ে তোলেন। গড়ে ওঠে রাজবংশ। স্থাপিত হয় গড়বাড়ি।
advertisement
পরে মনোহরপুরে উঠে আসেন তাঁরা। এখানেই গড়ে ওঠে রাজাদের অট্টালিকা। সেই বাড়িতে এখনও অবস্থান করেন উত্তরসূরিরা। বাড়ির কিছু কিছু অংশ ভগ্নপ্রায়। এখানে ছিল তিন তলা বিশিষ্ট নাট্যশালাও। যার দু’টি স্তম্ভ এখনও অক্ষত এবং তা রক্ষার জন্য ইতিমধ্যেই সচেষ্ট হয়েছে স্থানীয় প্রশাসন। স্বাভাবিকভাবে এই ইতিহাস এবং ঐতিহ্যকে বাঁচাতে তৎপর হয়েছিলেন এলাকার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।
advertisement
গত বছর আগস্ট মাসে হেরিটেজ ঘোষণার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। বুধবার বিকেলে, দাঁতনের মনোহরপুর রাজবাড়ি ও কাকরাজিত মন্দির পরিদর্শন করেছেন রাজ্য হেরিটেজ কমিশনের সদস্যরা। ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক বরুণ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরাও।
advertisement
প্রত্যন্ত গ্রামীন এলাকায় এই রাজবাড়ি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেলে আগামীতে পর্যটন মানচিত্রে এক নতুন দিগন্ত বিস্তৃত হবে শুধু তাই নয় এলাকায় আর্থসামাজিক উন্নতি হবে গ্রামের মানুষ এখানে নিজেদের ব্যবসা বাড়িয়ে তুলতে পারবে। স্বাভাবিকভাবেই আগামীতে হেরিটেজ ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 8:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bengal Rajbari: হেরিটেজ স্বীকৃতি পেতে চলেছে পশ্চিম মেদিনীপুরের প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রাজবাড়ি