Fuchka: কানাডায় বাঙালি ফুচকা! মুচমুচে ফুচকার পেটে ঝাল ঝাল মাংসের টুকরো! মুখে দিলেই যেন 'ফাটবে বোমা', ফুচকায় 'ট্যুইস্ট'

Last Updated:

আলুর মাখা ফুচকা তো আছেই, তবে এখন থেকে ফুচকা মানেই শুধু টক-ঝাল জল নয় — মাংসাশী বাঙালির জন্য ফুচকায়ও ননভেজের ছোঁয়া। আর তাতেই নতুন প্রজন্মের মুখে একটাই কথা — ‘চিকেন ফুচকা না খেলে জীবনে কিছুই খেলাম না!’

+
শিলিগুড়িতে

শিলিগুড়িতে চিকেন ফুচকার মাতামাতি!

শিলিগুড়ি : দাদুর হাত ধরে প্রথম ফুচকা খাওয়া থেকে কলেজের আড্ডা — বাঙালির জীবনে ফুচকা মানে শুধুই খাবার নয়, এক অদ্ভুত আবেগ। রাস্তার মোড় হোক, মেলায় হোক, বা দূর্গাপূজোর ভিড় — ফুচকার দোকানে লাইন পড়বেই।
কিন্তু কখনও কি ভেবেছেন ফুচকার ভেতর চিকেন ঢুকে পড়বে? হ্যাঁ, ঠিকই শুনছেন — শিলিগুড়ির ডাবগ্রামে এখন রীতিমতো ‘চিকেন ফুচকা’ নিয়ে মাতামাতি! এই অভিনব ভাবনার পেছনে আছেন সুজয় বোস — কলকাতার দমদম থেকে শুরু ‘ফুচকা ম্যান’-এর পথচলা। আজ সেই ফুচকা ম্যান পৌঁছে গেছে শিলিগুড়ি, ডাবগ্রামেই রয়েছে জনপ্রিয় আউটলেট। শুধু চিকেন ফুচকাই নয়, এখানে মিলছে ‘ফিরঙ্গি চিকেন ফুচকা’ আর ‘চিকেন ব্লাস্ট ফুচকা’ — সঙ্গে ফিস ফুচকা, দই ফুচকা, এমনকি চকলেট ফুচকাও! ফ্রোজেন চিকেন আর স্পেশাল মশলার মিশেলে তৈরি এই নতুন স্বাদের ফুচকা শহরের যুবসমাজের নতুন ক্রেজ।
advertisement
advertisement
ডাবগ্রামের এই আউটলেটের ম্যানেজার শোভন বণিক জানিয়েছেন, এখানে প্রতিদিন ভিড় উপচে পড়ছে। আর দাম? পকেট ফ্রেন্ডলি হওয়ায় কলেজ পড়ুয়া থেকে পরিবার — সবাই খুশি! শুধু শিলিগুড়ি নয়, সারা রাজ্যে ‘ফুচকা ম্যান’-এর একের পর এক আউটলেট খুলছে — এমনকি কানাডাতেও পা রেখেছে এই বাঙালি ফুচকা!
advertisement
আলুর মাখা ফুচকা তো আছেই, তবে এখন থেকে ফুচকা মানেই শুধু টক-ঝাল জল নয় — মাংসাশী বাঙালির জন্য ফুচকায়ও ননভেজের ছোঁয়া। আর তাতেই নতুন প্রজন্মের মুখে একটাই কথা — ‘চিকেন ফুচকা না খেলে জীবনে কিছুই খেলাম না!’
ঋত্বিক ভট্টাচার্য
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fuchka: কানাডায় বাঙালি ফুচকা! মুচমুচে ফুচকার পেটে ঝাল ঝাল মাংসের টুকরো! মুখে দিলেই যেন 'ফাটবে বোমা', ফুচকায় 'ট্যুইস্ট'
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement