Fuchka: কানাডায় বাঙালি ফুচকা! মুচমুচে ফুচকার পেটে ঝাল ঝাল মাংসের টুকরো! মুখে দিলেই যেন 'ফাটবে বোমা', ফুচকায় 'ট্যুইস্ট'
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
আলুর মাখা ফুচকা তো আছেই, তবে এখন থেকে ফুচকা মানেই শুধু টক-ঝাল জল নয় — মাংসাশী বাঙালির জন্য ফুচকায়ও ননভেজের ছোঁয়া। আর তাতেই নতুন প্রজন্মের মুখে একটাই কথা — ‘চিকেন ফুচকা না খেলে জীবনে কিছুই খেলাম না!’
শিলিগুড়ি : দাদুর হাত ধরে প্রথম ফুচকা খাওয়া থেকে কলেজের আড্ডা — বাঙালির জীবনে ফুচকা মানে শুধুই খাবার নয়, এক অদ্ভুত আবেগ। রাস্তার মোড় হোক, মেলায় হোক, বা দূর্গাপূজোর ভিড় — ফুচকার দোকানে লাইন পড়বেই।
কিন্তু কখনও কি ভেবেছেন ফুচকার ভেতর চিকেন ঢুকে পড়বে? হ্যাঁ, ঠিকই শুনছেন — শিলিগুড়ির ডাবগ্রামে এখন রীতিমতো ‘চিকেন ফুচকা’ নিয়ে মাতামাতি! এই অভিনব ভাবনার পেছনে আছেন সুজয় বোস — কলকাতার দমদম থেকে শুরু ‘ফুচকা ম্যান’-এর পথচলা। আজ সেই ফুচকা ম্যান পৌঁছে গেছে শিলিগুড়ি, ডাবগ্রামেই রয়েছে জনপ্রিয় আউটলেট। শুধু চিকেন ফুচকাই নয়, এখানে মিলছে ‘ফিরঙ্গি চিকেন ফুচকা’ আর ‘চিকেন ব্লাস্ট ফুচকা’ — সঙ্গে ফিস ফুচকা, দই ফুচকা, এমনকি চকলেট ফুচকাও! ফ্রোজেন চিকেন আর স্পেশাল মশলার মিশেলে তৈরি এই নতুন স্বাদের ফুচকা শহরের যুবসমাজের নতুন ক্রেজ।
advertisement
advertisement
ডাবগ্রামের এই আউটলেটের ম্যানেজার শোভন বণিক জানিয়েছেন, এখানে প্রতিদিন ভিড় উপচে পড়ছে। আর দাম? পকেট ফ্রেন্ডলি হওয়ায় কলেজ পড়ুয়া থেকে পরিবার — সবাই খুশি! শুধু শিলিগুড়ি নয়, সারা রাজ্যে ‘ফুচকা ম্যান’-এর একের পর এক আউটলেট খুলছে — এমনকি কানাডাতেও পা রেখেছে এই বাঙালি ফুচকা!
advertisement
আলুর মাখা ফুচকা তো আছেই, তবে এখন থেকে ফুচকা মানেই শুধু টক-ঝাল জল নয় — মাংসাশী বাঙালির জন্য ফুচকায়ও ননভেজের ছোঁয়া। আর তাতেই নতুন প্রজন্মের মুখে একটাই কথা — ‘চিকেন ফুচকা না খেলে জীবনে কিছুই খেলাম না!’
ঋত্বিক ভট্টাচার্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fuchka: কানাডায় বাঙালি ফুচকা! মুচমুচে ফুচকার পেটে ঝাল ঝাল মাংসের টুকরো! মুখে দিলেই যেন 'ফাটবে বোমা', ফুচকায় 'ট্যুইস্ট'