বিছানার পাশে এক টুকরো লেবু , জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সহজ টোটকা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Benefits of placing a sliced lemon near your bed : রোজ রাতে বিছানার পাশে কাগজি লেবু কেটে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷
#কলকাতা : শরীর ভাল রাখতে কাগজি লেবুর গুনাগুন কম নেই ৷ কিন্তু জানেন কি? রাত্রে বিছানার পাশে কাগজি লেবু রাখলে, অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ লেবুতে থাকা ভিটামিন সি আপনাকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে ৷
রোজ রাতে ঘুমানোর আগে বিছানার পাশে একটা কাগজি লেবু কেটে রাখতে হবে ৷ কাগজি লেবুতে আছে নিজস্ব বিশুদ্ধিকরণ ক্ষমতা ৷ বিছানার পাশে কাগজিলেবু কেটে রাখলে , বাতাসে টক্সিন জমতে পারে না ৷ তাছাড়াও পরিবেশে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম ৷ তাই রোজ রাতে বিছানার পাশে কাগজি লেবু কেটে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আসুন জানা যাক রাতে বিছানার পাশে লেবু রাখার উপকারীতা-
advertisement
advertisement
ভাল ঘুম - লেবুর সুগন্ধ রক্ত চাপ কমাতে সাহায্য করে ৷ এবং কাগজি লেবুতে থাকা প্রাকৃতিক উপাদান মস্তিষ্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে ৷ এর ফলে রাত্রে খুব ভাল ঘুম হয় ৷ তাই ভাল ঘুম না হলে রোজ রাতে বিছানার পাশে কাগজি লেবু কেটে রাখাই যেতে পারে ৷
advertisement
সর্দি -কাশি থেকে মুক্তি - রোজ রাতে বিছানার পাশে এক টুকরো কাগজি লেবু রাখলে সর্দি- কাশি থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ লেবুতে থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম ৷ তাই অকারণ ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷
আরও পড়ুন : অযথা চুল পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ? এই ঘরোয়া হেয়ার মাস্ক কাজ করবে ম্যাজিকের মত
advertisement
কীট প্রতিরোধক - কাগজি লেবুতে থাকা উপাদান কীট প্রতিরোধক হিসেবা কাজ করে ৷ তাই বিছানার পাশে লেবু কেটে রাখলে পোকা-মাকড় আসতে পারে না ৷
পরিবেশ সতেজ করা - কাগজি লেবুর মধ্যে থাকা বিভিন্ন উপাদান বাতাশের বিশুদ্ধকরণ করে এবং পরিবেশ সতেজ রাখতে সহায়তা করে ৷
ব্যাকটেরিয়া থেকে মুক্তি - কাগজি লেবুর মধ্যে ব্যাকটেরিয়া নষ্ট করা ক্ষমতা আছে তাই আপনাকে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে এক টুকরো লেবু ৷
advertisement
এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যাথা, ক্লান্তি থেকেও মুক্তি দিতে পারে কাগজি লেবু ৷ তাই রোজ রাতে বিছানার পাশে এক টুকরো কাগজি লেবু রাখাই যেতে পারে ৷
Location :
First Published :
October 11, 2022 6:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিছানার পাশে এক টুকরো লেবু , জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সহজ টোটকা