Bed: জলের দরে...! 'বক্স খাট' থেকে 'নকশা খাট', চমকে দেবে দাম! কাঠের আসবাবপত্র কেনার হিড়িক এই ঐতিহ্যবাহী মেলায়, জানেন কোথায়?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Bed: প্রায় ২০০ বছরের প্রাচীন এই মেলা, কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত, বাজার থেকে সস্তায় এখানে কাঠের বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়।
মালদহ: সস্তায় বিক্রি হচ্ছে কাঠের আসবাবপত্র। কাঠের তৈরি কী নেই এই মেলায়! তবে আশ্চর্যের বিষয় এখানে বাজারের থেকে অর্ধেকের থেকেও কম দামে বিক্রি হচ্ছে কাঠের খাট। যা কিনতে দূর দূরান্তের মানুষ ভিড় করছেন এখানে।বাজারে যে খাটের দাম ৫০ হাজার টাকা, এখানে সেই খাট মিলছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। কাঠের বক্স খাট থেকে রয়েছে বিভিন্ন নকশা করা খাট। পছন্দ করে মানুষ কিনে নিয়ে যাচ্ছেন।
কোথায় এই খাটের মেলা বসেছে জানেন? মালদহের পুরাতন মালদহ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর তীরে। এই প্রথম নয়, প্রতি বছর লক্ষীপুজো পরে এই কাঠের মেলার আসর বসে। বিক্রেতা খোকন সূত্রধর বলেন, সবচেয়ে বেশি কাঠের খাটের চাহিদা এই মেলায় বেশি। বাজারের থেকে কম দামে আমরা বিক্রি করি। দূর দূরান্তের প্রচুর লোক আছে কিনতে। এই মেলা কাঠের মেলা নামে বিখ্যাত।
advertisement
advertisement
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের কাঠের আসবাবপত্র ব্যবসায়ীরা এখানে দোকান নিয়ে আসে। মহানন্দা নদীর তীরে শতাধিক দোকান বসেছে এই বছর। কাঠের মেলা হিসাবেই ঐতিহ্য রয়েছে এই মেলার। বর্তমানে খ্যাতিও ছাড়িয়েছে জেলা ও জেলার বাইরে।কালী পুজোর আগের দিন পর্যন্ত এই মেলা থাকে।
advertisement
বর্তমানে কাঠের মেলা হিসেবে পরিচিতি লাভ করলেও প্রাচীন এই মেলা একসময় চারু শেঠের মেলা হিসেবেই পরিচিত ছিল।পুরাতন মালদহের শেঠ পরিবারের সদস্য ছিলেন চারুবাবু। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় আড়াইশো বছর আগে চারুবাবু লক্ষ্মীপুজো উপলক্ষে এই মেলার সূচনা করেছিলেন পুরাতন মালদহে। মহানন্দা নদীতে বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। সেই উপলক্ষেই নদীর তীরবর্তী বিশাল এলাকা জুড়ে শুরু হয় মেলা। স্থানীয় বাসিন্দা রবি দাস বলেন, বহু প্রাচীন এই মেলা। চারু বাবুর মেলা নামে বিখ্যাত ছিল। একসময় বাইচ প্রতিযোগিতা হত। এখন কাঠের মেলা নামেই বিখ্যাত।
advertisement
বর্তমানে মহানন্দা নদীতে বাইচ প্রতিযোগিতা আর হয় না। তবে রয়ে গিয়েছে মেলা। বর্তমানে এই মেলা কাঠের মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে।প্রাচীন ঐতিহ্য আজও বজায় রেখেছে পুরাতন মালদহের এই কাঠের মেলা। তাইতো প্রতিবছর জেলা ও জেলার বাইরের বহু ক্রেতা বিক্রেতারা এই মেলায় ভিড় করেন।
হরষিত সিংহ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 8:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bed: জলের দরে...! 'বক্স খাট' থেকে 'নকশা খাট', চমকে দেবে দাম! কাঠের আসবাবপত্র কেনার হিড়িক এই ঐতিহ্যবাহী মেলায়, জানেন কোথায়?