Fireworks Buying Tips: সবুজ 'পরিবেশবান্ধব' আতশবাজি ছাড়া অন্য বাজি কিনলে হতে পারে বিপদ! কীভাবে চিনবেন? জানুন ছোট্ট টিপস
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Fireworks Buying Tips: আতশবাজি ক্রেতাদের বাজি কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ে থাকা QR Code এবং গ্রীন লোগো দেখে কিনতে হবে। বুঝতে অসুবিধা হলে QR Code স্ক্যান করে CSIR - NEERI সার্টিফিকেট রয়েছে কিনা দেখতে হবে।
কোচবিহার: দীপাবলীর আলোর উৎসবে আতশবাজি থাকবে না তাও আবার হয় নাকি! তাইতো ইতিমধ্যেই প্রায় প্রতিটি জেলার মধ্যে আতশবাজি বিক্রি শুরু হয়েছে। আলাদা মেলার মাধ্যমে এই আতশবাজি বিক্রিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসন দ্বারা। তবে এবার জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ জোর দেওয়া হচ্ছে সবুজ আতশবাজি বিক্রির ওপর।
সবুজ আতশবাজি ছাড়া অন্য কোনও আতশবাজি বিক্রি করলে নেওয়া হচ্ছে পুলিশি পদক্ষেপ। তাইতো বেশিরভাগ বিক্রেতা ও ক্রেতারা সচেতনতার সঙ্গে সবুজ আতশবাজি বিক্রি করছেন এবং কিনছেন। এই আতশবাজির ফলে দূষণ কমবে অনেকটাই।
advertisement
advertisement
কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা জানান, “পরিবেশ দূষণের কথা ও অন্যান্য বিষয়ের ওপর নজর রেখে তৈরি করা হয়েছে সবুজ আতশবাজি। মহামান্য আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন শুধুমাত্র সবুজ আতশবাজি পোড়ানোর উপর। তাই জেলা পুলিশের পক্ষ থেকে সক্রিয় ভূমিকা গ্রহণ করা হচ্ছে এই বিষয় নিয়ে। আতশবাজি ক্রেতাদের বাজি কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ে থাকা QR Code এবং গ্রিন লোগো দেখে কিনতে হবে। বুঝতে অসুবিধা হলে QR Code স্ক্যান করে CSIR – NEERI সার্টিফিকেট রয়েছে কিনা দেখতে হবে।”
advertisement
জেলা কোচবিহারের এক আতশবাজি বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানান, “সবুজ আতশবাজি পোড়ানো হলে পরিবেশের দূষণ কম হবে এবং ক্ষতি কম হবে। ছোট বাচ্চা এবং বয়স্কদের অসুবিধাও কম হবে। তাইতো প্রত্যেকটি মানুষের উচিত সবুজ আতশবাজি ছাড়া অন্য কোনও আতশবাজি একেবারেই না পোড়ানো। আতশবাজি মেলায় গিয়ে দোকান থেকে সবুজ আতশবাজি কিনতে পারবেন ক্রেতারা।”
advertisement
এক আতশবাজি ক্রেতা উৎপল দে জানান, “তাঁরা ইতিমধ্যেই আতশবাজি কেনা শুরু করেছেন। তবে আতশবাজি কেনার আগে তিনি অবশ্যই প্যাকেটের গায়ে থাকা QR Codeএবং সবুজ লোগো দেখে তারপর কিনছেন।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যদি কোনও ব্যক্তি সবুজ আতশবাজি ছাড়া অন্য কোনও বাজি পোড়ান তবে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হতে পারে। এছাড়া কোনও ব্যবসায়ী যদি নিষিদ্ধ কিংবা অন্যান্য আতশবাজি বিক্রি করেন তাঁর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হবে। তাইতো এবার দীপাবলীর আলোর উৎসব ঝলমল করে উঠবে পরিবেশবান্ধব সবুজ আতশবাজি আলোয়।
advertisement
সার্থক পণ্ডিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 7:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fireworks Buying Tips: সবুজ 'পরিবেশবান্ধব' আতশবাজি ছাড়া অন্য বাজি কিনলে হতে পারে বিপদ! কীভাবে চিনবেন? জানুন ছোট্ট টিপস