১ মিনিট এই কাজটি করলেই দূর হয়ে যাবে ‘ডার্ক সার্কেল’

Last Updated:
#কলকাতা: ‘ডার্ক সার্কেল’ নিয়ে চিন্তার অন্ত নেই । ঝকঝকে মুখ আর চোখের নীচে কালো দাগ ৷ দেখতে কেমন লাগে বলুন তো ? খুব খারাপ ৷ সেই কারণে নানারকম বিউটি প্রডাক্ট ব্যবহার করতে করতে আপনি হাফিয়ে উঠেছেন ৷ কিন্তু কোনও কাজই হচ্ছে না ৷ তবে আজ জেনে নিন এমন একটি জেলের কথা, যেটি প্রতিদিন এক মিনিট ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে চোখের নীচের কালো দাগ দূর হয়ে যাবে এক্কেবারে ৷
জেল তৈরি করতে যা লাগবে
বিশুদ্ধ অ্যালোভেরা জেল হাফ চা চামচ
advertisement
জাফরানের পরাগ ৩/৪ টি
খাঁটি ক্যাস্টর ওয়েল কয়েক ফোঁটা
খাঁটি আমন্ড তেল কয়েক ফোঁটা
ভার্জিন নারিকেল তেল কয়েক ফোঁটা
এই সমস্ত উপাদান একটি কাঁচের পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। বিশেষ করে জাফরানকে খুব ভালো থেকে থেঁতো করে নিন।
advertisement
এভাবে রেখে দিন আধা ঘণ্টা। জাফরান রঙ ছেড়ে মিশ্রণটি কমলা রঙের হলে বুঝবেন ব্যবহারের জন্য তৈরি।
এই মিশ্রণটি রোজ তৈরি করে নিতে হবে। একবার তৈরি করে বারবার ব্যবহার করা যাবে না। শরীরের অন্য স্থানে কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারবেন।
ব্যবহার করবেন যে ভাবে
advertisement
মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মুছে শুকনো করে নিন।
এরপর এই মিশ্রণ থেকে খানিকটা নিয়ে চোখে মাসাজ করুন। চক্রাকারে মাসাজ করবেন। বাম চোখে ক্লক ওয়াইজ এবং ডান চোখে অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে।
প্রত্যেক চোখে পুরো এক মিনিট মাসাজ করুন ত্বকের মাঝে মিশে যাওয়া পর্যন্ত।
advertisement
জল দিয়ে ধোবেন না। এটা দেওয়ার পর স্কিনে আর অন্য কিছু দেবেন না।
একবার ব্যবহারের পর থেকেই ফল পেতে শুরু করবেন।
এর সঙ্গে প্রচুর পরিমাণ জল ও টক ফল খেতে ভুলবেন না। শরীর হাইড্রেটেড না থাকলে কেবল চোখের কোলে নয়, আরও নানা স্থানে কালো দাগের জন্ম হয়। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর জাফরান ও অ্যালোভেরা জেল, ভিটামিন ই তে সমৃদ্ধ তেলগুলো অচিরেই ফিরিয়ে নিয়ে আসবে আপনার সৌন্দর্য।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
১ মিনিট এই কাজটি করলেই দূর হয়ে যাবে ‘ডার্ক সার্কেল’
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement