Men's skin care | Durga Puja 2021: শুধু মহিলারা নয়, পুরুষদের ত্বকের জন্যও সঠিক পরিচর্যা দরকার! পুজোর আগেই এই নিয়মে ত্বক হোক ঝলমলে

Last Updated:

Men's skin care | Durga Puja 2021: পুরুষদের ত্বকে অবাঞ্ছিত জ্বালা এবং শুষ্ক প্যাচ এড়াতে খুব ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

পুরুষদের ত্বকেও পরিচর্যা দরকার
পুরুষদের ত্বকেও পরিচর্যা দরকার
#কলকাতা: অনেকেই বলেন যে শুধু মহিলাদের জন্যই রূপচর্চা! কিন্তু প্রচলিত বিশ্বাসের বিপরীতে পুরুষদের ত্বকের যত্ন নেওয়া বেশি দরকার। কারণ পরিবেশের বিভিন্ন উপাদান থেকে পুরুষদের ত্বকের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে;ঠিকমতো যত্ন না নিলে ত্বকের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যদিও স্বাস্থ্যকর ত্বক লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং জেনেটিক্স সহ অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। তবে সঠিক দ্রব্য ব্যবহার করে ত্বকের যত্ন নিলে বেশ সুফল পাওয়া যায়। তাই দাগ-ছোপহীন সতেজ ত্বক উজ্জ্বল রাখতে পাঁচটি টিপস দেওয়া হল।
ময়েশ্চারাইজ করা জরুরি
অনেকেরই এমন হয় যে ওয়ার্ক আউটের পর বেশ ঘাম হচ্ছে, হঠাৎই ত্বকে তৈলাক্ত ভাব কেটে জ্বালা করতে শুরু করছে! এর মানে বর্ষাকালে ড্রাই স্কিনে ময়েশ্চারাইজের অভাব রয়েছে। তাই পুরুষদের ত্বকে অবাঞ্ছিত জ্বালা এবং শুষ্ক প্যাচ এড়াতে খুব ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
advertisement
ভালো ক্লিনিং-এর জন্য মাস্ক
আমাদের ফেসিয়াল স্কিনে অয়েল প্রোটেকশন ক্লে মাস্ক ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ক্লে-তে চারকোল রয়েছে যা শুধু মরা কোষ পরিষ্কারই করে না, একই সঙ্গে পুরুষদের মুখের ত্বককে একেবারে ভিতর থেকে অক্সিজেন জোগায়। ক্লে-র অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যে কোনও সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে।
advertisement
বারে বারে হাইড্রেট রাখা নিজেকে
ত্বকের সতেজতার জন্য হাইড্রেশন খুবই জরুরি। বর্ষাকালে অনেক সময়ই বারে বারে জল খেতে ইচ্ছে করে না, কিন্তু দৈনিক যেন ৩ লিটার জল খাওয়া হয়, সে দিকে নজর রাখতে হবে। বাতাসের আর্দ্রতায় শুষ্ক স্কিন গরম ও বর্ষার মরসুমে ঠিক থাকলেও, এই ধরনের আবহাওয়ায় তৈলাক্ত ত্বকে ব্রন হয়ে যায়। ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচাতে গরম জলে স্নান করাও উচিত নয়।
advertisement
পরিচ্ছন্নতা বজায় রাখা
স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ি ফিরে ভালো করে স্নান করা খুবই জরুরি। ত্বক এক্সফোলিয়েট করে স্নান করলে যে কোনও ধরনের ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকে না।
গ্রুমিং কিট ভুললে চলবে না
নিয়মিত দাড়ি কেটে ত্বকের কোমলতা বজায় রাখা পুরুষদের ক্ষেত্রে দৈনন্দিন ত্বক পরিচর্চার সব চেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। একটি ভালো রসায়ন মুক্ত প্রি-শেভিং অয়েল এবং উচ্চ মানের ট্রিমার ব্যবহার করা করতে হবে এর জন্য। আর যদি ক্লিন শেভ পছন্দ হয় তাহলে নমনীয় শেভ করতে ভালো মানের রেজরে বিনিয়োগ করা যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Men's skin care | Durga Puja 2021: শুধু মহিলারা নয়, পুরুষদের ত্বকের জন্যও সঠিক পরিচর্যা দরকার! পুজোর আগেই এই নিয়মে ত্বক হোক ঝলমলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement