Hair Care Myths: চুলের যত্ন নেওয়া দরকার, কিন্তু এই প্রচলিত ভ্রান্ত ধারণা মেনে চললে ভুল করবেন

Last Updated:

অনেকেই মনে করে প্রায় প্রতি দিন চুলে তেল মাখলে অনেক বেশি উপকার পাওয়া যাবে।

#কলকাতা: বর্তমানে প্রায় সকলেরই কিছু না কিছু চুলের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। নানা ধরনের জাঙ্ক ফুড, নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার, মডার্ন লাইফ এবং ওয়েদার ইত্যাদি বিষয়গুলোর ওপর চুলের স্বাস্থ্য নির্ভর করে। এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের চুলের সমস্যা দেখতে পাওয়া যায়। কারও চুল পড়ে যাচ্ছে, কারও পাতলা চুল, আবার কারও চুল খুব অল্প বয়সেই পেকে যাচ্ছে। আর এই সব সমস্যা থেকে মুক্তি পেতে সকলেই কোনও না কোনও উপায় প্রয়োগ করে। এক্ষেত্রে তাদের মনে ভুল ধারণাগুলোই বেশি মাত্রায় কাজ করে। কিন্তু সেগুলো করে আসল সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। তাই অবিলম্বে সেই সব ভুল ধারণাগুলোয় বিশ্বাস করা বন্ধ করা উচিত। এমনই কয়েকটি ধারণা হল-
নিত্যদিন তেলের ব্যবহার
অনেকেই মনে করেন প্রায় প্রতি দিন চুলে তেল মাখলে অনেক বেশি উপকার পাওয়া যাবে। এর মাধ্যমে চুলের বেশি গ্রোথ হবে। কিন্তু আসলে এর উল্টোটাই হচ্ছে। প্রতি দিন মাথায় তেল দেওয়ার ফলে স্কাল্প (Scalp) তৈলাক্ত হয়ে পড়ছে এবং বেশি মাত্রায় ধুলো-বালি জমতে সাহায্য করছে। এর ফলে মাথায় চুলকানির মতো সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বেশি মাত্রায় চুল পরে যাচ্ছে। প্রতি দিনের বদলে সপ্তাহে ২ থেকে ৩ দিন মাথায় তেল দেওয়ার পক্ষে আদর্শ।
advertisement
advertisement
পাকা চুল তোলা
নিজেদের মাথার পাকা চুল তুলে ফেললেই চুলের গ্রোথ বেশি হবে, এটি একটি ভ্রান্ত ধারণা। প্রায়শই চুল পেকে যায় কিছু জেনেটিকাল ইস্যু (Genetical Issue), স্ট্রেস (Stress) ও অ্যাংইটি ডিজঅর্ডারের (Anxiety Disorder) ফলে।
advertisement
বার বার ন্যাড়া হওয়া
আরেকটি ভ্রান্ত ধারণা হল বার বার ন্যাড়া হলেই চুলের গ্রোথ বেশি হবে। চুলের গ্রোথ হয় এবং সেটি জন্মায় ফলিকল থেকে, যেটি স্কাল্পের কিছুটা নিচে রয়েছে। তাই বারবার শেভ করলেও চুলের গ্রোথ বাড়া বা নতুন চুল গজানো সম্ভব নয়।
একই ব্র্যান্ডের শ্যাম্পু (Shampoo) ও কন্ডিশনারের (Conditioner) ব্যবহার
advertisement
অনেকেই মনে করে একই ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেই চুলের গ্রোথ বেশি হবে এবং চুল পড়বে না। এক্ষেত্রে নিজের স্কাল্পে ও চুলে কোন ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার স্যুট করছে, সেটাই দেখে ব্যবহার করা উচিত।
বারবার চুল কাটা
অনেকেই মনে করে বার বার চুলের আগা কাটলেই চুলের গ্রোথ বেশি হবে। কিন্তু এর ফলেও চুলের কোনও উপকার হয় না।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Care Myths: চুলের যত্ন নেওয়া দরকার, কিন্তু এই প্রচলিত ভ্রান্ত ধারণা মেনে চললে ভুল করবেন
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement